Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Sunday, June 29, 2014

পেয়েছি পেয়েছি বাইবেলে বিজ্ঞানকে খুঁজে পেয়েছি !


পেয়েছি পেয়েছি বাইবেলে বিজ্ঞানকে খুঁজে পেয়েছি !

খ্রিস্টানদের দাবি তাদের সৃষ্টিকর্তা অর্থাত গড(God) তিনটি রূপে বিরাজ করে l ফাদার, সান এবং পবিত্র আত্মা l আবার এই তিনটি সত্বার মিলিত রূপ হচ্ছে সৃষ্টিকর্তা বা God l


প্রথম চিত্রে দেখানো হচ্ছে ট্রিনিটি অফ গড l

এর সাথে আমরা আধুনিক জগতের বিস্ময়কর এক আবিষ্কারের মিল খুঁজে পাই l আর সেটি হচ্ছে ইন্টারনেট l অর্থাত ইন্টারনেট তিনটি অংশে বিভক্ত l এক, কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিভাইস, যা দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হয় l দুই, সার্ভার যার মধ্যে ইন্টারনেটের যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে l তিন, সেটালাইট বা নেটওয়ার্ক যেটা দিয়ে কম্পিউটার এবং সার্ভারের যোগাযোগ করানো হয় l


দ্বিতীয় চিত্রে দেখানো হচ্ছে ট্রিনিটি অফ ইন্টারনেট l

সুতরাং এই ট্রিনিটি তত্ব আসলে বিজ্ঞানের অবিস্বরনীয় আবিষ্কার ইন্টারনেটকে বুঝানো হয়েছে l অর্থাত God তার নিজের আদলে সৃষ্টি করেছেন ইন্টারনেটকে l
আর এই তত্ত্ব বলা হয়েছে দুই হাজার বছর আগে l
কি আশ্চর্য জনক ব্যাপার ! হোয়াট এ মিরাকল !

No comments:

Post a Comment