Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

যারা বলে 'বিজ্ঞান কি প্রমান করতে পেরেছে যে আল্লাহ নেই ?'

যারা বলে 'বিজ্ঞান কি প্রমান করতে পেরেছে যে আল্লাহ নেই ?' তাদের উদ্দেস্য করে বলি - এক গ্লাস পানি কে নিয়ে যদি বলি এখানে কোনো পানি নেই / আপনি দেখলেন পানি আছে তাহলে কি আপনি মেনে নেবেন যে পানি নেই ?
আপনি নিশ্চয় বলবেন পানি আছে / কারণ আপনি পানি দেখেছেন / আবার যদি আমি একটা খালি গ্লাস নিয়ে বলি গ্লাস ভর্তি পানি আছে আপনি কি মেনে নেবেন যখন আপনি দেখছেন গ্লাসে কোনো পানি নেই ? খালি গ্লাসই প্রমান যে গ্লাসে কোনো পানি নেই /
এবার আমি যদি আমার খালি হাত নিয়ে বলি আমার হাতে এক গ্লাস পানি আছে / যেখানে আপনি দেখছেন যে আমার হাতে গ্লাসই নেই , আপনি কি আমার কথা বিশ্বাস করবেন ?
জানি করবেন না কারণ আমার হাত খালি / যেহেতু আমার হাতে কিছু নেই সেহেতু আপনি বুঝতেই পারবেন যে আমার হাতে পানি নেই / কারণ আসলেই আমার হাতে পানি নেই / যদি পানি থাকত তাহলে সহজেই প্রমান করা যেত যে হাতে পানি আছে /
হাতে পানি নেই মানেই হাতে পানি নেই /
তেমনি এই মহাবিশ্বে কোথাও আল্লাহ বা কোনো সৃষ্টিকর্তা নেই / নেই বলেই তার অস্তিত্ব পাওয়া যাবে না ?
কেউ কি বলতে পারবে মহাবিশ্বের অমক জায়গায় আল্লাহ বা সৃষ্টিকর্তা আছে / কেউ পারবে না / কারণ আসলেই কেও নেই / কোথাও আল্লাহ বা সৃষ্টিকর্তা নেই বা থাকা সম্ভব না / কোনো কিছুর অস্তিত্ব নেই মানেই সেটা নেই / যদি তার অস্তিত্ব না পাওয়া যায় তবে সেটাই প্রমানিত হয় যে সেটা নেই /
আর বিগ বাং থিউরি প্রমান করে যে এই মহাবিশ্বে কোনো সৃষ্টি কর্তা থাকা সম্ভব নয় /
শূন্য পকেটে যদি কেউ বলে তার কাছে কোটি কোটি টাকা আছে , সেটা কখনো সত্যি হয়ে যায় না / কারণ তার কাছে কোনো টাকা নেই /
নেই সেটাই প্রমান যে সেটার অস্তিত্ব নেই / অস্তিত্ব থাকলেই সেটা প্রমান করা যায় যে সেটা আছে / আর অস্তিত্ব না থাকাই প্রমান করে সেটা নেই / যেহেতু আল্লাহ বা সৃষ্টিকর্তা নেই এটাই প্রমান যে সৃষ্টিকর্তা নেই /

2 comments:

  1. বুঝলাম, কিন্তু গ্লাসে যে পানি নেই, তারপরও কেউ বলছে গ্লাসে পানি আছে এই লোকটা তো আপনি ছাড়া আর কেউ না ।
    পানির অস্তিত্ব অবশ্যই আছে তবে গ্লাসে না , অন্য কোথাও ।
    আপনি যে পানির কথা বললেন, এই পানি কে তৈরি করল ? নাকি পানি এমনি এমনি তৈরি হয়েছে ? তাহলে পানির কি জীবন আছে ? গ্লাস কে তৈরি করেছে ? মানুষ । মানুষকে কে তৈরি করেছে ? মানুষ কি এমনি এমনি তৈরি হয়েছে ?

    একজন লোক তার বাবা তার জন্মের আগেই মৃত্যুবরণ করেছে । এখন সেই লোকটি বড় হওয়ার পর যদি বলে যে, আমার বাবা বলতে কেউ নেই, আমার যেহেতু আমি আমার বাবাকে কখনোই চোখে দেখিনি তাই আমি বিশ্বাস করি না যে, জগতে বাবা বলে কেউ থাকতে পারে ।
    সেই লোকটিকে কি বলা যায় বলুনতো, আমি জানি না, এটার উত্তর আপনি দিন ।

    ReplyDelete
  2. বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করেছে পৃথিবী এমনি এমনি তৈরি হয় নাই নিশ্চয়ই যে কেউ তৈরি করেছে আর সেটা নিঃসন্দেহে সৃষ্টিকর্তা।

    ReplyDelete