Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

স্রষ্টা নিজেই একটা বড় শয়তান ! সে দয়াময় নয়, ভালো নয় !

ঈশ্বর বাণী পাঠান নির্দিষ্ট কিছু মানুষের কাছে ! তাও আবার একেক জনকে একেক কথা বলে একেক সময়ে তার বাণীতে / আর মানুষ গুলো সেই সৃষ্টিকর্তার কথাগুলোকে মানুষের মাঝে প্রচার করে / পরে দেখা যায় সৃষ্টিকর্তার পরস্পর বিরোধী কথা গুলোর জন্য প্রাণ দিতে হয় অসহায় অল্প বুদ্ধির মানুষের ! সৃষ্টিকর্তা একেক জনকে পরস্পর বিরোধী কথা বলে মানুষের মাঝে তৈরী করেদেন শত্রুতা ! মানুষ হত্যা করে মানুষকে ! সৃষ্টিকর্তা তৈরী করেছেন মানুষ আর মানুষের ক্ষতি করার জন্য সে নিজেই তৈরী করেছেন শয়তানকে ! শয়তান মানুষকে ভুল পথে নিয়ে যায় ! হত্যা করে একজনকে দিয়ে অন্য জনকে ! এর জন্য আবার সেই অসহায় মানুষটিকেই আবার সৃষ্টিকর্তা নরকে রেখে শাস্তি দিয়ে যান চিরকাল ! সব কিছু করেন সৃষ্টিকর্তা নিজেই ! দোষ দেন অসহায় অল্প বুদ্ধির মানুষকে ! শাস্তিদেন সেই অসহায় মানুষকেই যে কিছু জানে না বোঝেনা; একেবারে অবুঝ ! আর এতকিছু করার পরেও সেই নিষ্ঠুর সৃষ্টিকর্তাকেই দয়ালু, দয়াময় ইত্যাদি বলে প্রশংসা করতে হবে / সেটা না করলে আবার সৃষ্টিকর্তা যাবেন রেগে ! শাস্তি দিবেন সেই অসহায় মানুষকেই ! এরকম নিষ্ঠুর স্রষ্টাকে ঘৃনা করা যায় কিন্তু শ্রদ্ধা করা যায় না ! তার এবাদত করা, তাকে দয়াময় বলে প্রশংসা করা কোন নীতিবান মানুষের পক্ষে সম্ভব নয় ! যে সৃষ্টিকর্তাকে ভয় পেতে হয়; নিষ্ঠুর জেনেও তার গুনগান গাইতে হয় সে আর যাই হোক দয়াময় নয় ! মানুষের কাল্পনিক স্রষ্টা নিষ্ঠুর স্রষ্টা ! দয়াময় নয় ! আর সব জেনেও যে সেই নিষ্ঠুর স্রষ্টার গুনগান গাইবে তাকে স্রষ্টা দিবে পুরস্কার ! অর্থাত স্রষ্টা তোষামোদ পছন্দ করে ! তার গুনগান গাইলে সে হয় খুশি ! এবং প্রশংসাকারীকে করেন পুরস্কৃত / ভালো করে ভাবলেই বোঝা যায় স্রষ্টা একটা জালেম, নিষ্ঠুর এবং অসৎ / আর তাই সে তার নামে বদনাম সহ্য করতে পারে না ! যে তার নামে বদনাম করবে তাকে সে নরকের যন্ত্রণা দিয়ে শাস্তি দিবে ! আর এতেই বোঝা যায় স্রষ্টা কত নির্দয়, নিষ্ঠুর এবং নির্মম ! সে অসহায় মানুষ সৃষ্টি করে সেই মানুষকে শয়তানের দ্বারা অন্যায় করিয়ে সেই অসহায় মানুষকে কষ্ট দিয়ে নিষ্ঠুর আনন্দ পায় ! আর তাই স্রষ্টা নিজেই একটা বড় শয়তান ! সে দয়াময় নয়, ভালো নয় !

1 comment: