Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

"কেন মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করে "


এবার আমি আলোচনা করব "কেন মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করে " l
মানুষের মস্তিষ্কের দুইটা অংশ থাকে l একটা চেতন অংশ আর একটা অবচেতন অংশ l
আমরা চিন্তা করি , কথা বলি, অনুভব করি, হাটাচলা করি এসব নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের চেতন অংশ l বস্তুত আমরা যে আমাদের সত্তাটা বুঝতে পারি সেটাই হচ্ছে মস্তিষ্কের চেতন অংশ l
আবার আমরা যখন ঘুমিয়ে পরি তখন আমাদের চেতন অংশটা ঘুমিয়ে পরে l তখন আমাদের শরীরের শারীরিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের অবচেতন অংশ l
আমাদের শরীরের অভ্যন্তরীণ ক্রিয়া অর্থাৎ হার্ট বিট, শ্বাস- প্রশ্বাস ইত্যাদি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের অবচেতন অংশ l এমনকি আমরা ঘুমিয়ে গেলে যে স্বপ্ন দেখি সেটাও নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের অবচেতন অংশ l
এবার মূল প্রসঙ্গে আসি ,
মানুষ যখন জন্ম নেয় তখন খুব অসহায় থাকে l সে কারো সাহায্য ছাড়া বাচতে পারে না l কেউ থাকে তার পাশে সার্বক্ষনিক ভাবে l সেটা তার মা বাবা বা অন্য কোনো আত্বীয় অথবা অন্য কেউ l মোট কথা কেউ না কেউ থাকে যে তার খেয়াল রাখে l
এভাবে সে বুঝমান হওয়ার আগে পর্যন্ত এবং বুঝমান হবার পরে সে দেখতে পায় তার বাবা মা তার যেকোনো বিপূদে পাশে থাকে l এই পর- নির্ভরশীলতার ব্যাপারটা তার অবচেতন মনে স্থায়ী ভাবে থেকে যায় l সে যখন শিশু অবস্থায় থাকে তখনি তার অবচেতন মনে ধারণা জন্মে যে কেউ একজন আছে যে তার সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করবে l কেউ একজন আছে তার দেখাশুনা করার l সে তাকে সব বিপদ থেকে রক্ষা করবে l
সে যখন বোঝমান হয় তখনও সে দেখে তার বাবা মা তার পাশে আছে l তার দেখাশুনা করছে l যেকোনো বিপদেই তার পাশে তার বাবা মা থাকছে l ফলে সে ধরে নেয় তার পাশে কেউ একজন আছে যে যেকোনো বিপদেই তাকে রক্ষা করবে l এবং অবচেতন মনে এর একটা স্থায়ী প্রভাব থেকে যায় l
ফলে সে জীবনের বাকি সময়ে কোনো বিপদে পড়লে ভাবতে থাকে তাকে কেউ একজন সাহায্য করবে l তাকে রক্ষা করার জন্য কেউ একজন আছে l এই ভরসাটা আসে অবচেতন মন থেকেই l এই বিশ্বাস থেকেই তার মস্তিস্ক কল্পনা করে যে তার একটা রক্ষা কারী আছে যে তাকে সবরকম বিপদ থেই রক্ষা করবে l এই বিশ্বাসই কালেভদ্রে তৈরী করে মহান সৃষ্টি কর্তা l এটা তার পরনির্ভরশীলতার প্রতিফল l ছেলেবেলার ধারনাই এক সময় একজন রক্ষাকারী সৃষ্টিকর্তার বিশ্বাস তৈরী করে l আর এর থেকেই তৈরী হয়েছে বিভিন্ন সৃষ্টিকর্তার l
যদি আফ্রিকার গহীন বনে যাওয়া যায় দেখা যাবে সেখানের মানুষ গুলো ( জংলি মানুষ ) , যাদের সাথে আধনিক পৃথিবীর মানুষের কোনো যোগাযোগ নেই , তারাও কোনো না কোনো সৃষ্টি কর্তা তৈরী করে নিয়েছে l তাদের সৃষ্টিকর্তা আধনিক ধর্ম বিশ্বাসীদের থেকে আলাদা l কিন্তু তারা ঠিকই সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে l এর কারণ মানুষের শৈশব কালীন প্রাকৃতিক অবস্থা l প্রকৃতি আমাদের অসহায় করে জন্ম দিয়েছে বলে মানুষ ইচ্ছায় বা অনইচ্ছায় সৃষ্টিকর্তায় বিশ্বাস করে l শৈশব কালীন অভিজ্ঞতাই দায়ী এর জন্য l এক্ষেত্রে কাল্পনিক সৃষ্টি কর্তার কোনো ভুমিকা নেই l সম্পূর্ণ ধারনাটাই আসে অবচেতন মনের ভ্রান্ত ধারণা থেকে l
এবার আসি কেন কেউ হিন্দু , কেউ খিস্টান , কেউ মুসলমান এই প্রসঙ্গে l
প্রতিটি শিশু যখন জন্ম নেয় তখন সে থাকে শূন্য বুদ্ধির অধিকারী l সে তার চার পাশের পরিবেশ থেকে শিখে l তার চারপাশে সে যাই দেখে সেটাই শিখে নেয় l সে শিখে তার চারপাশের মানুষ গুলোর কাছ থেকে l
এখন সে তার চারপাশের মানুষ গুলো কে যা করতে দেখবে সে তাই করবে l তারা যা বলবে সে তাই বলবে l এমন কি তারা যেটা বিশ্বাস করবে আস্তে আস্তে সে সেটাই বিশ্বাস করবে l শিশু অবস্থায় একটা মানুষের যুক্তি বুদ্ধি থাকে না l তার যুক্তি বুদ্ধি তৈরী হয় আশে পাশের যুক্তি বুদ্ধি দেখে দেখে এবং শুনে শুনে l সুতরাং একটা শিশুর বিশ্বাস তৈরীই হয় তার চার পাশের বিশ্বাস থেকে l
তারফলে যে শিশুটি দেখছে তার বাবা মা এবং প্রতিবেশী নামাজ পরছে রোজা করছে এক আল্লাহে বিশ্বাস করছে স্বভাবতই সে সেসব বিশ্বাস করছে l এজন্য একটা মুসলমানের সন্তান সব সময় মুসলমান হচ্ছে l আবার প্রক্ষান্তরে একটা হিন্দুর ঘরে জন্ম নেয়া শিশুটি হচ্ছে হিন্দু l তেমনি খ্রিস্টানের ঘরে জন্ম নেয়া শিশুটি হচ্ছে খ্রিস্টান l
এখানে আল্লাহ বা god বা ঈশ্বরের কোনো রকম ভুমিকা নেই l এখানে ভুমিকা পালন করে তার শৈশব অবস্থা এবং তার চার পাশের পরিবেশ l সে কোনো সৃষ্টি কর্তা বিশ্বাসী হয়ে জন্ম নেয় না বরং প্রকৃতি ও পরিবেশ তাকে সৃষ্টিকর্তা বিশ্বাসে বাধ্য করে l

No comments:

Post a Comment