Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Sunday, August 31, 2014

আমরা নাস্তিক l আমরা বাস্তববাদী l আমরা সত্যকে মেনে নেই এবং মিথ্যেকে বর্জন করি l


আমরা নাস্তিক l আমরা বাস্তববাদী আমরা সত্যকে মেনে নেই এবং মিথ্যেকে বর্জন করি l অন্ধবিশ্বাস এবং কু-সংস্কারকে আমরা বুড়ো আঙ্গুল দেখাই l সত্য সেটা যত নিষ্ঠুরই হোক না কেন সেটা আমরা মেনে নেই সাহসিকতার সাথে l
আমরা বাস্তববাদী আর তাই আমরা মানুষের কল্পিত এবং বানানো কিচ্ছা কাহিনী বিশ্বাস করি না l যার অস্তিত্ব এই বাস্তব জগতে নেই, আছে শুধু কল্পনায় সেসব আমরা মানি না l
ধর্ম মানুষ তৈরী করেছে এবং তৈরী করেছে সৃষ্টিকর্তা l এই কাল্পনিক সৃষ্টিকর্তার অস্তিত্ব বাস্তব জগতে নেই পৃথিবীর কোন ধার্মিকই আজ পর্যন্ত কোন সৃষ্টিকর্তার প্রমান দিতে পারেনি l তারা নিজেও কোন সৃষ্টিকর্তার কোন প্রকার প্রমান পায়নি l শুধু মাত্র অন্ধভাবে বিশ্বাস করেছে l বিশ্বজগতে কোন সৃষ্টিকর্তা নেই l এমনকি সৃষ্টিকর্তার কোন নিদর্শনও নেই l কোন নিদর্শনই ধার্মিকরা দেখাতে পারেনি l তারা শুধু নানা রকম কিচ্ছা কাহিনী মানুষকে শুনিয়েছে এবং কথার মাধ্যমে এসব কিচ্ছা কাহিনীকে সত্য বলে প্রমান করতে চেয়েছে কিন্তু বাস্তব কোন প্রমানই তারা দিতে পারেনি
পৃথিবীর কোন মানুষই কোন সৃষ্টিকর্তাকে এবং সেই সব কাল্পনিক সৃষ্টিকর্তার কোন দূত বা ফেরেশতাকে দেখেনি l শুধু কিচ্ছা কাহিনীকে সত্যি বলে বিশ্বাস করেছে l রূপ কথার রাজ্যের এবং দৈত্য দানবের যেমন কোন অস্তিত্ব নেই ঠিক তেমনি সৃষ্টিকর্তারও কোন অস্তিত্ব নেই এটি মানুষের কল্পনার একটি সৃষ্টি মাত্র l
সুপারম্যান স্পাইডারম্যান যেমন বাস্তব জগতে নেই আছে শুধু কমিক্স এবং সিনেমাতে ঠিক তেমনি সৃষ্টিকর্তা এবং সৃষ্টিকর্তার দূত বা ফেরেশতাদের অস্তিত্ব আছে ধর্মীয় কিচ্ছা কাহিনী এবং ধর্ম গ্রন্থে l কিন্তু বাস্তব জগতে এদের কোন অস্তিত্ব নেই l এগুলো মানুষ তৈরী করেছে তার কল্পনা শক্তি ব্যবহার করে l
অর্থাত এসব চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক l

পৃথিবীর কোন ধার্মিক বা ধর্মীয় নেতারা কখনই কোন সৃষ্টিকর্তার কোন প্রকার প্রমান দিতে পারেনি শুধু বড় বড় কথা বলে গেছে l সৃষ্টিকর্তা এবং সৃষ্টিকর্তার প্রেরিত দূত বা ফেরেশতার অস্তিত্ব বাস্তব জগতে নেই (আছে কল্পনার জগতে অর্থাত মানুষের মনের কল্পনায়) l
আর তাই আমরা নাস্তিকরা মনে করি ধর্মের বাড়াবাড়ি করা একদম উচিত নয় l ধর্ম সত্যি নয়, এটা একটা মানুষের বিশ্বাস l আর তাই কল্পনা এবং অন্ধবিশ্বাস নিয়ে কোন অন্যায় কাজ করা অন্যায় l পৃথিবীতে মানুষ সভ্য প্রাণী l আর সব মানুষ সমান l কিন্তু ধর্ম মানুষের মাঝে ভেদাভেদ তৈরী করেছে সেটা আমরা মানি না l পৃথিবীর সব মানুষ সমান এবং সব মানুষের সমান অধিকার আছে l ধর্মীয় ভেদাভেদ মানুষের তৈরী l আর আমরা নাস্তিকরা মানবতার কথা বলি আমরা চাই হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানের যে কৃতিম ভেদাভেদ মানুষ তৈরী করেছে সেটাকে ভেঙ্গে চুরে পৃথিবীর সব মানুষ ভাই ভাই হয়ে যাক l মানুষে মানুষে ধর্মের ভেদাভেদ ভুলে এক আত্বীয়ের বন্ধনে আবদ্ধ হোক l

পৃথিবীর সব মানুষ সমান l সবাই পরস্পরের ভাই l আর তাই একজন মুসলমান যেমন অন্য মুসলমানকে ভাই হিসেবে দেখবে ঠিক তেমনি একজন হিন্দু, খ্রিষ্টান বা বৌদ্ধকেও ভাই হিসেবে দেখবে l তাদের সাথে আত্বীয়তার সম্পর্ক গড়তে আপত্তি করবে না l এভাবেই সমগ্র পৃথিবী ধর্মীয় ভেদাভেদ বিহীন এক সুখের পৃথিবী তৈরী করবে l তারা যে কাল্পনিক স্বর্গের কথা বলেছে সেই স্বর্গই তৈরী হবে পৃথিবী নিজেই l
অর্থাত মানুষের কল্পনা বাস্তবে রূপ নেবে l আর রূপকথার ধর্মীয় সৃষ্টিকর্তা এবং কাল্পনিক চরিত্রগুলো অর্থাত ধর্মীয় অন্ধবিশ্বাস এবং কুসংস্কার দূর হবে মানুষে মন থেকে l
বিলুপ্ত হবে মিথ্যা ধর্মগুলো l তৈরী হবে সত্যের পৃথিবী l
আর আমরা নাস্তিকেরা সেই বাস্তব সত্যের জগত তৈরী করার স্বপ্ন দেখি l

আর তাই আমরা নাস্তিকেরা মিথ্যে ধর্মকে এবং মিথ্যে ধর্মের মিথ্যে নিয়মকে, মিথ্যে ধর্মীয় ভেদাভেদকে অস্বীকার করি l একটাই পৃথিবী আর আমরা পৃথিবীর সব মানুষ ভাই ভাই l আমরা হিন্দু নই, মুসলিম নই, খ্রিস্টান নই, আমরা শুধুই মানুষ l
আমরা নাস্তিকরা একটা ধর্মে বিশ্বাস করি আর সেটা হচ্ছে মানবতা ধর্ম l পৃথিবীর সব মানুষ সমান ও পরস্পর ভাই ভাই l তাই আমরা মানবিক l আমরা সাম্প্রদায়িক নই l

পৃথিবীর সব মানুষকে আমরা ভাইয়ের মতই দেখি l আমরা সব মানুষের মানবিক অধিকারকে বড় করে দেখি l

পৃথিবীর সব মানুষের জন্য আমাদের সমান মায়া, দরদ, ভালবাসা l
আর তাই আমরা নাস্তিকেরা মানবতাবাদী l যেমনটি আমরা বাস্তববাদী ঠিক তেমনিই আমরা সব নাস্তিকেরাই মানবতাবাদী l

Thursday, August 21, 2014

আপনি বিজ্ঞান জানুন আর না জানুন

আপনি বিজ্ঞান জানুন আর না জানুন আপনাকে কিন্তু আস্তিক বানিয়ে পৃথিবীতে ছেড়ে দিয়েছে কিছু অন্ধ-বিশ্বাসী এবং কুসংস্কারাচ্ছন্ন মানুষ l এখন আপনি বিজ্ঞান জানুন আর না জানুন আপনাকে কিন্তু মিথ্যা ধর্মীয় বিশ্বাস নিয়েই বাচতে হবে !

যদি আপনি বিজ্ঞান না জানেন কিন্তু অল্প ধর্ম জানেন তবে আপনি হবেন আস্তিক কিন্তু আপনি যদি ধর্ম জানেন এবং বিজ্ঞান জানেন তবে আপনি হবেন নাস্তিক l

আপনি যদি অল্প বিজ্ঞান জানেন কিন্তু ধর্ম না জানেন তবে আপনি হবেন আস্তিক l যদি আপনি বিজ্ঞান না জানেন কিন্তু ধর্ম খুব ভালো করে জানেন তবে আপনি অবশ্যই হবেন নাস্তিক l

আপনি যদি ধর্ম না জানেন কিন্তু খুব ভালো করেই বিজ্ঞান জানেন তবে আপনি অবশ্যই নাস্তিক হবেন l

যদি আপনি বিজ্ঞান এবং ধর্ম না জানেন তবে আপনি আস্তিক হবেন l আপনি যদি ধর্ম ও বিজ্ঞান কিছুটা জানেন তবুও আপনি আস্তিক হবেন l কিন্তু আপনি যদি ধর্ম ও বিজ্ঞান জানেন তবে আপনি অবশ্যই নাস্তিক হবেন l

আপনি যদি বিজ্ঞান ও ধর্ম না জানেন তবে আপনি হবেন আস্তিক l যদি ধর্ম অল্প জানেন এবং বিজ্ঞান না জানেন তবুও আপনি আস্তিক হবেন l কিন্তু যদি আপনি ধর্ম ও বিজ্ঞান অল্প জানেন তবে আপনি হবেন ঘোরতর বা অন্ধ আস্তিক l

যদি আপনি ধর্ম ও বিজ্ঞান জানেন তবে নাস্তিক হবেন l যদি বিজ্ঞান ভালো করে জানেন কিন্তু ধর্ম না জানেন তবুও নাস্তিক হবেন l যদি ধর্ম ভালো করে জানেন কিন্তু বিজ্ঞান না জানেন তবুও আপনি নাস্তিক হবেন l কিন্তু যদি বিজ্ঞান ও ধর্ম দুটোই ভালো করে জানেন তবে আপনি হবেন ঘোরতর (পাক্কা) নাস্তিক l

আপনি যদি বিজ্ঞান ও ধর্ম না জানেন তবে আপনি আস্তিক হবেন l যদি বিজ্ঞান ও ধর্ম অল্প জানেন তবে অন্ধ-আস্তিক হবেন l কিন্তু যদি আপনি বিজ্ঞান ও ধর্ম জানেন তবে আপনি নাস্তিক হবেন l যদি বিজ্ঞান ও ধর্ম সম্পর্কে আপনি খুব ভালো ভাবেই জানেন তবে আপনি  ঘোরতর নাস্তিক হবেন l

যদি বিজ্ঞান ভালো জানেন তবে আপনি নাস্তিক হবেন l যদি আপনি ধর্ম ভালো করে জানেন তবুও আপনি নাস্তিক হবেন l কিন্তু যদি আপনি ধর্ম ও বিজ্ঞান দুটোই ভালো করে জানেন তবে আপনি অবশ্যই পাক্কা নাস্তিক হবেন l