Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

আস্তিক এবং বিজ্ঞান উপাখ্যান


একদা বি নামে একজন বিশেষ জ্ঞানী লোক একটি নতুন থিওরি আবিষ্কার করিয়া ফেলিলেন l এবং সেটি বিজ্ঞান জগতে পেশ করিলেন l তাহা দেখিয়া প্রথমে খ দল রে রে করিয়া প্রতিবাদ করিতে লাগিল l পরে ম দল তাহার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করিয়া উঠিল l হ দল দেখিল ইহাতে তাহাদের বিশেষ সমস্যা তৈরী হইয়াছে তথাপি তাহারা এর সাদা মাঠা প্রতিবাদ করিয়া উঠিল l আর ব দল দেখিল ইহাতে তাহাদের বিশেষ সমস্যা হইতেছে না তাই তাহারা চুপ করিয়া থাকিল l
খ দল বলিল এই নতুন থিওরিটা তাহাদের ধর্মকে বিনষ্ট করিবার উদ্দেশ্যেই আবিস্কার করা হইয়াছে l ইহার আবিষ্কার কর্তার বিচার চাই l এবং তাহারা নানা বিক্ষুপ কর্মসূচি পালন করিতে লাগিল l এবং সেই বি নামের বিশেষ জ্ঞানীর বাড়ি চারিদিক থেকে ঘিরিয়া ফেলিল l এবং তাহার বাটি ভাঙ্গিয়া ফেলিতে চাহিল l ইতিমধ্যে প্রতিরক্ষা বাহিনীর লোক আসিয়া তাহাকে উদ্ধার করিয়া লইলো l এদিকে ম দল তাহার বিধুদ্ধে যুদ্ধ ঘোষণা করিতে চাহিল l এবং তাহাকে মারিয়া ফেলিতে চেষ্টা করিতে লাগিল l তাহারা সেই বিশেষ জ্ঞানী ব্যক্তিটির দূর সম্পর্কের আত্তীয় সজনদের মারিতে লাগিল এক এক করিয়া l এবং যাহারাই সেই বি নামের বিশেষ জ্ঞানীকে সমর্থ করিল তাহাদের হত্যা করিয়া ফেলিল l তাহা দেখিয়া অনেকে চুপ করিয়া থাকিল l এবং যাহারা প্রভাবশালী জ্ঞানী ছিল তাহারা সেই জ্ঞানীকে সমর্থন করিল এবং তাহার বিরুদ্ধে যাহারা উঠিয়া পরিয়া লাগিয়াছিল তাহাদের বিরুদ্ধে নানা কথা বলিত লাগিল l তথাপি ম দল তাহাদের চেষ্টা করিয়া গেল l দল ততদিনে কিছুটা শান্ত হইয়া রহিল l আবার ম দলের কিছু সংখ্যক সেই বিশেষ ব্যক্তিটির নামে নানা কুত্সা (গুজব) রটাইতে লাগিল l খ এবং দলের সবাই তাহাদের কুত্সা বিশ্বাস করিয়া লইলো l এবং হ দলের অনেকেই ম দলের কুত্সা বিশ্বাস করিতে শুরু করিয়া দিল l ওপর দিকে ব দলের কেহ কিছু বিশ্বাস করিল না এবং চুপ করিয়াই রহিল তাহারা l
এদিকে কিছু দিন অতিবাহিত হইয়া যাইবার পরে বিজ্ঞান জগত সেই থিওরিটাকে বাস্তব নয় বলিয়া রায় দিয়া দিল l
তাহার পরে খ দল খুশি হইয়া গেল এবং উল্লাস করিতে লাগিল l এবং বলিতে লাগিল -"দেখেছ বলেছিলাম না এই থিওরিটা ঠিক না l দেখলেতো আমাদের ঈশ্বর কিভাবে আমাদেরকে রক্ষা করলো l"
এদিকে ম দল আনন্দে ফাটিয়া পড়িলো l তাহারা বলিতে লাগিল - " আমরা জানতাম আমাদের সৃষ্টিকর্তা আমাদের পাশে আছেন সব সময় l আর তিনিই আমাদেরকে শয়তানদের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন l আর শয়তানরা সব ধংশ হয়ে যাবে l আমাদের সৃষ্টি কর্তা একমাত্র সত্য আর তাই সব শয়তান ধংশ হয়ে যাবে l "
এদিকে হ দল খুশি হইয়া উঠিল তথাপি বিশেষ কোনো কার্য তাহারা করিল না l কিন্তু ব দল আগের মতনই চুপ করিয়া থাকিল l
ইহার ফলে বি নামের বিশেষ ব্যক্তিটি হাফ ছাড়িয়া বাচিয়া গেলো l এবং সুখের সহিত তারার গবেষণা চালাইয়া যাইতে লাগিল l
এভাবেই তাহাদের দিন চলিয়া যাইতে লাগিল l
কিছুদিন অতিবাহিত হইবার পরে সাইন নামের আরেক বিশেষ জ্ঞানী লোক সেই বি নামের বিশেষ লোকটির থিওরি নতুন করিয়া বিজ্ঞান জগতের কাছে উত্থাপিত করিল l কিন্তু তাহার তথ্য প্রমান ছিল সেই বি নামের বিশেষ জ্ঞানীটির চাইতে অধিক পরিমানে বেশি l ফলে বিজ্ঞান জগত তাহার থিওরিটি পুনরায় নিয়া নিল এবং গবেষণা করিয়া দেখিতে লাগিল l
ইহার সংবাদ প্রচার হইয়া যাইবার ফলে আবার করিয়া খ দল প্রতিবাদ করিয়া উঠিল l এবং তাহারা সেই সাইন নামের বিশেষ লোকটির চৌদ্দ গোষ্টি উদ্ধার করিতে চাহিল l এবং তাহারা সাইন নামের বিশেষ ব্যক্তিটির বিরুদ্ধে বিক্ষুপ করিতে লাগিল l আইন রক্ষাকারী বাহিনী এইবার আগের থেকেই সাবধান হইয়া গেলো l তাহার ফলে খ দল বিশেষ সুবিধা করিতে পারিল না l তথাপি তাহাদের বিক্ষুপ চালাইয়া গেলো l খ দল তাহার পরে কিছু না করিতে পারিয়া সাইন নামের বিশেষ জ্ঞানীটির নামে নানা কথা বলিয়া বেড়াইল l
এদিকে ম দল আগের চাইতে অধিক গুনে ক্ষিপ্ত হইয়া উঠিল l এবং তাহাদের দেশে বিক্ষুপ করিতে লাগিল এবং তাহাদের দেশের অনেক নিরপরাধ মানুষ মারিতে লাগিল l তাহাদের দেশের মানুষ বুঝিয়া উঠিল না যে তাহাদের কেন মারা হইতেছে l ম দল আরো ক্ষিপ্ত হইয়া গেলো এবং সেই বিশের ব্যক্তিটির দূর সম্পর্কের আত্তীয়দিগকে হত্যা করিতে লাগিল নানা রকম চুরাগুপ্তা হামলা করিয়া l তথাপি তাহারা শান্ত হইলো না l বরং আগের চাইতে বেশি ক্ষিপ্ত হইয়া গেলো l তাহারা বিজ্ঞান জগতের রক্ষাকারী দিগের উপর নানা রকম চূড়া গুপ্ত হামলা চালাইতে লাগিল l ইহাতে সেই সাইন নামের বিশেষ জ্ঞানীটির এবং বিজ্ঞান জগতের লোক দিগের বিশেষ কোনো ক্ষতি হইলো না l কিন্তু অনেক নিরীহ নির্ভেজাল এবং অসহায় মানুষ মরিতে লাগিল l তখন সারা পৃথিবীর রাজা -বাদশারা দেখিল যে এই ম দলের কিছু সংখ্যক হিংস্র লোক এই হত্যাকান্ডগুলো চালাইয়া যাইতেছে l

তাই তাহারা তাহাদের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী লাগাইয়া দিল সেই ম দলের হিংস্র লোকদিগের বিরুদ্ধে l তাহার পরে আইন শৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রমে ম দলের হিংস্র লোক গুলোকে দমন করা সম্ভব হইলো l
কিন্তু ম দলের ভদ্র লোক যাহারা ছিল তাহারা সেই সাইন নামের বিশেষ জ্ঞানীটির নামে আবার করিয়া নানা অপপ্রচার (গুজব) চালাইতে লাগিল l
অন্য দিকে হ দল দেখিল তাহাদের ধর্মের উপর ঝড় আসিতেছে l তাই তাহারাও বিক্ষুপ করিতে লাগিল l এবং ম দলের অপপ্রচার বিশ্বাস করিয়া লইলো এবং তাহাদের সহিত গলা মিলাইতে লাগিল l
কিন্তু ব দল দেখিল তাহাদের বিশেষ কোনো ক্ষতি হইতেছে না l তার জন্য তাহারা চুপ করিয়াই থাকিল l
এভাবেই অনেক দিন অতিবাহিত হইয়া গেলো l
একদিন সেই শুভ ক্ষণ (নাকি অশুভ ক্ষণ) আসিয়া উপস্থিত হইলো l বিজ্ঞান জগত বি এবং সাইন নামের বিশেষ ব্যক্তিদিগের থিওরি সত্য বলিয়া মানিয়া লইলো l এবং সারা পৃথিবীতে তাহাযে সত্যি সেটা জানাইয়া দিল এবং কি কি কারণে সেগুলোকে সত্যি বলিয়া তাহারা রায় দিয়াছেন তাহাও সারা পৃথিবীর কাছে তুলিয়া ধরিলো l সারা পৃথিবীর মানুষ দেখিল এই নতুন থিওরিটি যাহা দুই বিশেষ জ্ঞানী লোক আবিষ্কার করিয়াছে তাহাতে বিন্দুমাত্র ভুল নাই l তাহার পরে সারা পৃথিবীর জ্ঞানী মানুষগুলো এই থিওরিটি সত্য দেখিতে পাড়িয়া মানিয়া লইলো l
অনেক জল্পনা কল্পনা ঘটিয়া যাইবার পরে খ দল দেখিল এই নতুন থিওরিটিতে বিন্দু মাত্র ভুল নাই l তাই তাহাদের বিরাট অংশ এই তত্বটা মানিয়া লইলো l কিন্তু খ দলের কিছু মানুষ কিছুতেই ইহা মানিতে পারিল না l তাহাই তাহারা ইহার বিরুদ্ধে নানা প্রতিবাদ উত্থাপিত করিতে লাগিল l কেহ কেহ ইহার বিরুদ্ধে নানা তথ্য প্রমান উপস্থিত করিতে লাগিল l তাহারা লোক দিগকে বোঝাইতে লাগিল যে এই নতুন থিওরিটা ঠিক হয়্নাই l কিন্তু তাহারা জ্ঞানী মানুষ দিগকে তাহাদের সীমিত এবং অনেকটাই ভুল তথ্য দিয়া বুঝাইতে পারিল না l কারণ ততো দিনে সেই থিওরিটা প্রমানিত হইয়া গেছে l

তাই তারা তাহাদের ধর্মের লোক দিগকে হারাইতে লাগিল l তাহারা দেখিল ইহাতে তাহাদের ধর্ম বিনষ্ট হইবার উপক্রম হইয়াছে l তাহার পরে তাহারা এক নতুন বুদ্ধি বাহির করিয়া ফেলিলো l তাহার পর থেকে তাহারা প্রচার করিতে লাগিল যে নতুন থিওরি যেটা আবিষ্কৃত হইয়াছে তাহা তাহাদের ধর্ম গ্রন্থে অনেক আগে থেকেই বর্ণনা করা হইয়াছে l এবং তাহারা তাহাদের দাবির পরিপ্রেক্ষিতে নানা তথ্য প্রমান উপস্থিত করিতে লাগিল l তাহাদের মধ্যে যাহারা একটু বোকা প্রকৃতির তাহারা সেই প্রমান মানিয়া লইলো এবং তাহাদের পূর্বের ধর্মে ফিরিয়া গেলো l কিন্তু যাহারা জ্ঞানী প্রকৃতির তাহারা দেখিল ইহা ধর্মের একখানা খেল (চাল) মাত্র আর কিছুই নয় l তাই তাহারা সেটা বিশ্বাস করিল না l এই ভাবেই খ দলের লোকগুলোর দিন যাইতে লাগিল l
অন্যদিকে ম দল বিজ্ঞান জগতের এই রায়ের বিরুদ্ধে ক্ষেপিয়া উঠিল l তাহারা এর বিরুদ্ধে প্রতিবাদ করিল এবং বিজ্ঞান জগতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিতে লাগিল l কিন্তু ম দলের যাহারা জ্ঞানী লোক ছিল তাহারা দেখিল এই থিওরিতে কোনো ভুল নাই l তথাপি তাহারা নানা তথ্য প্রমান ঘাটাঘাটি করিতে লাগিল l তাহারা অনেক ঘাটাঘাটি করিয়া দেখিতে পাইলো এই থিওরিটা ১০০% খাটি l তাই তাহারা মানিয়া লইলো l এবং তাহারা দেখিল এই থিওরি অনুযায়ী তাহাদের ধর্ম ধুলির সহিত মিশিয়া গিয়াছে l অতপর তাহারা তাহাদের ধর্ম ত্যাগ করিয়া বিজ্ঞানকে বিশ্বাস করিয়া লইলো l
কিন্তু ম দলের যাহারা অ-জ্ঞানী ছিল তাহারা এই থিওরিটিকে মিথ্যা বলিয়াই মানিল l তথ্য প্রমানের ধার ধারিলো না l তাহারা তাহাদের ধর্ম পালন করিতে লাগিল l কিন্তু তথাপি তাহারা দেখিল দিনে দিনে তাহাদের ধর্মের লোকগুলো জ্ঞানী হইয়া যাইতেছে l আর তাহারা সেই থিওরিটির সত্যতা ধরিয়া ফেলিতেছে l এবং তাহারা তাহাদের ধর্ম ত্যাগ করিয়া বিজ্ঞানকে মানিয়া লইতেছে l
তাহারাও ভাবিতে লাগিল কি করিয়া সেই জ্ঞানী লোকগুলোকে ধর্মে ফিরাইয়া আনা যায় l তাহারা যখন দেখিল খ দল তাহাদের ধর্মের কিয়ত পরিবর্তন করিয়া বিজ্ঞানের সহিত মিলাইয়া লইয়া ধর্ম টিকাইতেছে ; তাই তাহারাও সেই পথ অনুসরণ করিল l
তাহারা তাহাদের ধর্ম গ্রন্থের কীয়ত অংশ ভিন্ন ভাবে উপস্থিত করিলে তাহাদের ধর্ম রক্ষা হইবে সেই অংশগুলোকে তাহারা পরিবর্তন করিয়া দিল l এবং বলিতে লাগিল আমাদের ধর্ম গ্রন্থে এই থিওরির ব্যাপারে অনেক আগে থেকেই বর্ণনা (ইংগিত) দেয়া হয়েছে l তাহাদের পরিবর্তন দেখিয়া ম দলের অনেক লোক দেখিতে পাইলো যে সত্যি সত্যি তাহাদের ধর্ম গ্রন্থে ইহার অনুরূপ (অল্প পরিমানে মিলিয়া যায়) বর্ণনা করা হইয়াছে l তাহার পরেও তাহারা দেখিল কিছু অংশ অমিল থাকিয়া যায় সেই নতুন থিওরির সহিত l তখন তাহারা বলিল থিওরির যে অংশটুক মিলিয়া যায় সেই অংশ টুকুই সত্য l আর থিওরির যেটুকু আমাদের ধর্ম গ্রন্থের সহিত মিলিয়া যায় না তাহা মিথ্যা l কারণ আমাদিগের সৃষ্টিকর্তা একমাত্র সত্য l আর তিনিই যেহেতু অনেক বছর আগে এই থিওরির অনুরূপ বর্ণনা করিয়া গেছে তাহা হইলে অবশ্যই আমাদের ধর্ম একমাত্র সত্যি ধর্ম l আমাদের সৃষ্টিকর্তা একমাত্র সত্যি l তিনি কোনো মিথ্যা বলিতে পারেনা l
তাহাদের এরূপ যুক্তি শুনিয়া অনেক জ্ঞানী লোক প্রতিবাদ করিল l কিন্তু কিছু অল্প জ্ঞানী আবার ধর্মের পথে ফিরিয়া আসিল l
তাহারা মিলিয়া বিজ্ঞানের সহিত ধর্ম গ্রন্থের মিল খুজিতে লাগিল l যাহাই কিঞ্চিত পরিমানে মিলিয়া গেলো তাহা ফুলাইয়া ফাপাইয়া প্রচার করিতে লাগিল l আর ম দলের সব তরুনদের মাঝে তাহাদের ধর্ম গ্রন্থের মহিমা বর্ণনা করিতে লাগিল l আবার তাহাদের ধর্ম গ্রন্থের সহিত সেই থিওরির যে অংশটুকু মিলিয়া যায় নাই তাহা ম দলের জ্ঞানী লোকেরা ভালো করিয়া দেখিল এবং তাহারা নিশ্চিত হইলো যে ম দলের ধর্ম মিথ্যা ধর্ম l এবং বিজ্ঞানের এই প্রতিষ্ঠিত সত্যটিতে কোনো প্রকার ভুল নাই l তাই তাহারা বিজ্ঞানকেই মানিয়া লইলো l ধর্ম কে সম্পূর্ণ রূপে পরিত্যাগ করিয়া দিল l

কিন্তু ম দলের যাহারা তাহাদের ধর্ম গ্রন্থের সহিত সেই থিওরিটির যে অংশ মিলিয়া যায় তাহা মানিয়া লইয়াছে কিন্তু যেটুকু মিলিয়া যায় নাই সেটুকু তাহারা মানিয়া লয় নাই, তাহারা তাহাদের ধর্ম গ্রন্থের মহিমায় মুগ্ধ হইয়া রহিল l আর তাই তাহারা সত্য মিথ্যা যাচাই করিতে চাহিল না l বরং তাহাদের ধর্ম সত্য তাই তাহাদের ধর্ম গ্রন্থের যে অংশ ওই থিওরির সহিত মিলিয়া যায় সেই অংশই শুধু সত্য আর বাকি অংশ মিথ্যা সেটাই তাহারা প্রচার করিতে লাগিল l এবং তাহারা সেই থিওরির অমিল অংশটির বিরুদ্ধে অপপ্রচার চালাইতে লাগিল l তাহারা নানা রকম অযুক্তিক প্রশ্ন উত্থাপন করিতে লাগিল সেই থিওরির অংশটির ব্যাপারে l যেটা ম দলের অ-জ্ঞানী এবং অল্প জ্ঞানী মানুষগুলো অন্ধ ভাবে বিশ্বাস করিয়া লইলো l

কিন্তু সারা পৃথিবীতে এই থিওরি দিনে দিনে সত্য প্রমান হইতে লাগিল l তথাপি ম দলের সেই লোকগুলো যেটুকু মিলিয়া যায় নাই ইহার বিরুদ্ধে অপপ্রচার চালাইয়া গেলো l আর যেটুকু মিলিয়া গিয়াছিল তারা সত্য বলিয়া মানিতে লাগিল l
এদিকে হ দলের লোক গুলো প্রথমে প্রতিবাদ করিয়া উঠিল l কিন্তু তাহারা যখন দেখিল তাহাদের ধর্মের জ্ঞানী লোকগুলো ধর্ম ত্যাগ করিয়া বিজ্ঞান কে মানিয়া লইতেছে এবং তাহাদের ধর্মের সহিত বিজ্ঞান কে মিলাইতে পারিতেছে না তার পরে তাহারা দলে দলে বিজ্ঞান কে মানিতে লাগিল l কিন্তু তার পরেও তাহাদের ধর্মে কিছু লোক বাস করিতে লাগিল যাহারা সেই থিওরির বিরুদ্ধে নানা অপপ্রচার করিতে লাগিল l এবং সেই থিওরির বিরুদ্ধে নানা মিথ্যা রটাইতে লাগিল l
কিন্তু ব দল কোনো কিছু করিল না কারণ সেই থিওরির জন্য তাহাদের কিছু হইলো না l তাই তাহারা সেই থিওরিটা মানিয়া লইলো l এবং তাহাদের ধর্ম কতটা সত্য ধর্ম আর খ, , হ এদের ধর্ম কতটা মিথ্যা তাহাই গর্ব করিয়া বলিতে লাগিল l

No comments:

Post a Comment