Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

পৃথিবীতে ধর্ম থাকবে ওই চারশো বছর ; কিন্তু মানবতাবাদ টিকে থাকবে চিরকাল l

প্রসেনজিত এক সিনেমাতে পুলিশের চরিত্র করার সময় বলেছিল- মন্ত্রীরা ক্ষমতা চ্যুত হয় পাচ বছর পর পর ; পাচ বছর পরে ক্ষমতায় আসতে পারবে কিনা তার কোন গ্যারান্টি নেই l কিন্তু পুলিশরা টিকে থাকবে চারশ বছর l আর এটা গ্যারান্টেড l


আমরা মানবতাবাদীরা বলতে পারি; পৃথিবীতে ধর্ম থাকবে ওই চারশো বছর ; কিন্তু মানবতাবাদ টিকে থাকবে চিরকাল l আর এটা গ্যারান্টেড l

পৃথিবীতে বহু ধর্ম তৈরী করেছিল মানুষ কিন্তু তার অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে l আর যেগুলো এখনো টিকে আছে সেগুলো বিলুপ্তির পথ ধরেছে l মানুষ কুসংস্কার, অন্ধ-বিশ্বাস কাল্পনিক অস্তিত্বে বিশ্বাস করা বাদ দিয়ে বাস্তবতার জ্ঞান তথা বিজ্ঞানে আস্থা রাখতে শুরু করেছে l আর তাই ধর্ম নামে যে কাল্পনিক এবং অন্ধ বিশ্বাসের যাত্রা শুরু হয়েছিল প্রাচীন কালে; সেটা বিলুপ্তির পথে হাটা শুরু করে দিয়েছে l
মানুষ আজ জানতে এবং বিশ্বাস করতে শুরু করেছে যে এই মহাবিশ্ব এবং মানুষকে কোন অতিক্ষমতা সম্পন্ন সত্তা অথবা কোন সৃষ্টিকর্তা সৃষ্টি করেনি l মানুষ সৃষ্টি হয়েছে প্রকৃতি নামে চিরস্থায়ী এক জড় অস্তিত্বের আপন খেয়ালে l প্রকৃতি বিশ্বজগত এবং জীবজগত সৃষ্টি করেছে তার নিজের বৈশিষ্টের গুনে l আর এই সৃষ্টি কারো ইচ্ছা বা পরিকল্পনায় হয়নি l বিশ্বজগত সৃষ্টি হয়েছে প্রকৃতি নামে জড় অস্তিত্বের নিজস্ব বৈশিষ্ট্যের গুনে l আর এই সৃষ্টিতে কারো নিয়ন্ত্রণ নেই l
আর তাই মানুষ যে এক কাল্পনিক সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছিল এবং তাকে এই বিশ্বজগত সৃষ্টি করা এবং রক্ষনা-বেক্ষনের দায়িত্ব দিয়েছিল এবং তাকে অন্ধ ভাবে বিশ্বাস করেছিল; সেই বিশ্বাস থেকে মানুষ বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে l মানুষ এখন জানছে যে বিশ্বজগত সৃষ্টিতে কোন সৃষ্টিকর্তার হাত নেই l মানুষ এমনকি সম্পূর্ণ জীবজগত সৃষ্টিতে কোন মানুষের কাল্পনিক কোন সৃষ্টিকর্তার কোন ভুমিকা নেই l মানুষ সৃষ্টি হয়েছে বিবর্তনের ধারায়; মানুষ তৈরী হয়েছে সম্পূর্ণ জড় পদার্থ থেকে l বিশ্বজগত তৈরী হয়েছে বিগ ব্যাং-এর মাধ্যমে; প্রকৃতির আপন খেয়ালে l
আর তাই সৃষ্টিকর্তা মানের কাল্পনিক সত্বার উপর বিশ্বাস থেকে মানুষ বেরিয়ে আসতে শুরু করেছে l মানুষ বুঝতে শুরু করেছে কোন সৃষ্টিকর্তা এই বিশ্বজগত সৃষ্টি করেনি l মানুষের সৃষ্টিতে কোন সৃষ্টিকর্তার কোন ভুমিকা নেই l মানুষ বুঝতে শুরু করেছে সৃষ্টিকর্তা বলে কোন কিছুর অস্তিত্ব নেই এই বাস্তব জগতে l এটা মানুষের কল্পনার এক অস্তিত্ব l সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেনি বরং মানুষই তার কল্পনার দ্বারা সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে l

আর তাই পৃথিবীতে ধর্ম বিলুপ্ত হতে খুব বেশি সময় লাগবে না l বিজ্ঞানের উত্থানের সাথে সাথে যেভাবে ধর্মের পতন শুরু হয়েছে সেটা নিঃশেষের পথে এগিয়ে যাচ্ছে l আলো আসলে যেমন অন্ধকার বিলুপ্ত হয়ে যায় ঠিক তেমনি বিজ্ঞানের উন্নতির সাথে সাথে ধর্ম বিলুপ্ত হয়ে যাবে l ইতিমধ্যে বিলুপ্তির পথে যেতে শুরু করে দিয়েছে l আগামী চারশো থেকে পাচশ বছরের মধ্যে বিজ্ঞান এমন এক অবস্থানে যাবে যেখানে ধর্ম সম্পূর্ণ রূপে বিলুপ্ত হয়ে যাবে l
আর মানবতা ? মানুষ যুগ যুগ ধরে মানবতার জয়গান গেয়ে যাবে l আজ থেক লক্ষ বছর পরেও মানুষ যখন উন্নতির চরম শিখরে পৌছবে তখন মানবতাবাদীরা মানুষের অধিকার নিয়ে কথা বলবে l সাম্যতার কথা বলবে l পরস্পরে মানবিক ভালবাসার কথা বলবে l আবার যখন ভিন গ্রহের প্রাণীর সাথে মানুষের যোগাযোগ হবে (আমি এব্যপারে আশাবাদী) তখন মানবতার দাবি তুলবে এই মানবতাবাদীরা l লক্ষ বছর, কোটি বছর পরেও মানুষ মানবতার কথা বলবে l অর্থাত মানবতাবাদীরা টিকে থাকবে যুগ যুগ ধরে l আর চিরকাল মানবতার জয়গান গেয়ে যাবে l

পৃথিবীতে একমাত্র মানবতা ধর্ম টিকে থাকবে l বিলুপ্ত হবে মিথ্যা কাল্পনিক সৃষ্টিকর্তা বিশ্বাসী ধর্মগুলো l জাদুঘরে পাঠানো হবে এই সব মিথ্যা ধর্মগুলোকে l

1 comment: