Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Sunday, June 29, 2014

আল্লাহ কি বিজ্ঞ নাকি অজ্ঞ ?

আল্লাহ কোরান-এ বলেছে ,
"নিশ্চই কেয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে, তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা জরায়ুতে আছে l কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে l আল্লাহ সর্বজ্ঞ, সর্ব বিষয়ে অবহিত l"  (সুরা লোকমান আয়াত - ৩৪ ) (অনুবাদ প্রফেসর ড: মুহাম্মদ মুজিবুর রহমান )

আল্লাহ জানে মায়ের জরায়ুতে কি আছে l এটা নিয়ে বাহাদুরি করার কি আছে l আজকাল ডাক্তাররাও জানে জরায়ুতে কি আছে l
মানুষ আগামীকাল কি উপার্জন করবে সেটা বর্তমানের মানুষ খুব ভালো ভাবেই জানে l
তাহলে আল্লাহ কেন বলল কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে l এটাকি প্রাচীন কাল যে মানুষ জানবে না সে কি উপার্জন করবে l বড় বড় ইন্ডাস্ট্রি গুলোতো আগামী পাচ বছরে কি পরিমান উপার্জন করবে সেটা অগ্রিম জেনে ফেলে l
আর আল্লাহ বলছে মানুষ নাকি জানেই না আগামীকাল কি উপার্জন করবে l
আর মানুষ জানে না কোথায় সে মৃত্যু বরণ করবে l অধিকাংশ মারাত্মক রোগী হাসপাতালেই মারা যায় l সেটা সবাই জানে l
আল্লাহ অগ্রিম জানে কিন্তু এসব কথা কেন জানে না ? যদি নাই জানে তবে বলে কেন একমাত্র সেই সবকিছু জানে ? বললেইতো হয় আল্লাহ যা বলে অনুমান করে বলে !

No comments:

Post a Comment