Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

পৃথিবীর কোনো ধর্মই মানবিক নয় ! প্রত্যেক ধর্মই সাম্প্রদায়িক l


পৃথিবীর কোনো ধর্মই মানবিক নয় ! প্রত্যেক ধর্মই সাম্প্রদায়িক l আপনি এমন কোনো ধর্ম পাবেন না যেখানে ভিন্ন ধর্মীয় মানুষদের প্রতি মানবিকতা দেখানো হয়েছে l বরং জন্মের পর থেকেই শিশুকে বিধর্মীদের ব্যাপারে নেগেটিভ ধারণা দেয়া হয় l অর্থাত বিধর্মীরা খারাপ, নরকের অধিবাসী, কাফের , অবিশ্বাসী, নাস্তিক , ওরা খারাপ l এই মিথ্যা ধারণা নিয়েই একটা শিশু বড় হয় আর সারা জীবন বিধর্মীকে খারাপ হিসেবেই দেখে l আর প্রত্যেক ধর্মই এ শিক্ষা দেয় l এবং সব ধার্মিক হয় প্রচন্ড পরিমানে সাম্প্রদায়িক l প্রত্যেক ধর্মই যদি মানবিক শিক্ষা দিত তবে সাম্প্রদায়িক হিংস্রতা থাকত না পৃথিবীতে l বরং সাম্প্রদায়িকতার হিংস্র থাবা বার বার আঘাত হানে এই মানবিক পৃথিবীতে l আজ পৃথিবীর যেখানেই তাকাবেন দেখবেন সব দেশে সব ধর্মের সংখ্যা গরিষ্ঠ সাম্প্রদায়িক জনগোষ্টি সংখ্যা লগিষ্ঠ অন্য সাম্প্রদায়িক জনগোষ্ঠির উপর হামলা করে ও হত্যা কান্ড চালায় l
এইযে সাম্প্রদায়িক সহিংসতা চলছে সারা পৃথিবী জুড়ে এর মূলে দায়ী কিন্তু সব ধর্ম; যেটা সবসময় সাম্প্রদায়িক হয় l এটা কিন্তু অস্বিকার করার উপায় নেই যে সাম্প্রদায়িকতা ধর্মের দ্বারাই সৃষ্ট l
আর তাই একটা সভ্যতার দরকার হয়ে পরেছে এই সাম্প্রদায়িক আগ্রাসনের বিরুদ্ধে l যেটা পুরো পৃথিবীকে এক প্লাটফর্মে নিয়ে আসবে, পৃথিবীর সব ধর্মের সব মানুষকে পরস্পরের সাথে ভাতৃত্বের সম্পর্কে l আর সেখানে মানবিকতার শিক্ষা দেয়া হবে , পরস্পরকে মানবিক ভালবাসায় গ্রহণ করার শিক্ষা দেয়া হবে l ফলে সাম্প্রদায়িকতা নামে যে ভয়ংকর মানুষিক বিকৃতির শিক্ষা মানুষকে দিয়ে এসেছে এতদিন ধরে সব ধর্ম মিলে; সেটা আর থাকবে না পৃথিবীতে l আর এই প্রয়োজনীয়তা থেকেই তৈরী হয়েছে পরস্পরের বন্ধুত্বের সম্পর্কের একটা ধর্ম আর এটাই হচ্ছে মানবিকতা ধর্ম l এটা কোনো ধর্ম থেকে নেয়া হয়নি l কারণ কোনো ধর্মই মানবিক নয় l সব ধর্মই সাম্পদায়িক l আর সাম্প্রদায়িক ধর্ম গুলোর বিভীষিকাময় আগ্রাসন থেকে বাচার জন্যই তৈরী হয়েছে মানবিকতা ধর্মের l

No comments:

Post a Comment