Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

বিশ্বাস করার অধিকার :

বিশ্বাস করার অধিকার :
মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু পর্যন্ত বিশ্বাস করে যায় সত্যি মিথ্যা সবকিছু ! প্রতিটা মানুষই বেচে থাকে কিছু না কিছু বিশ্বাস করে / মানুষ মানুষকে বিশ্বাস করে / বন্ধু বন্ধু কে বিশ্বাস করে / প্রেমিক প্রেমিকা একে অন্যকে বিশ্বাস করে / এভাবে সবাই কাউকে না কাউকে বিশ্বাস করে / বিশ্বাস না থাকলে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকতে পারত না / মানুষ বিশ্বাস করে সে একদিন অনেক বড় হবে, বিখ্যাত হবে, মানুষের জন্য কিছু একটা করে যাবে / মানুষ বিশ্বাস করে দুখের দিন চলে গিয়ে সুখের দিন আসবে শিগ্রই / এভাবেই মানুষ বিশ্বাস করে চলেছে যুগ যুগ ধরে / বিশ্বাস না থাকলে হয়ত সভ্যতার এত উন্নতি সম্ভব হত না ! মানুষ বিশ্বাস করেছে বলেই মানুষ বনের এক স্বাধারণ পশু থেকে আজকের সভ্য মানুষে উন্নীত হতে পেরেছে / আর তাই বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানব সভ্যতার জন্যে /

আবার বিশ্বাসের ক্ষতিকর দিকও আছে / মানুষ কল্পনাকে সত্যি বলে বিশ্বাস করে এসেছেও যুগ যুগ ধরে / আর এই মিথ্যা অলিক বিশ্বাস মানুষের ক্ষতি করে এসেছে যুগে যুগে / মানুষ ভুতে বিশ্বাস করেছে / দৈত্য দানবে বিশ্বাস করেছে / জ্বিন পরী বিশ্বাস করেছে / এবং সবচেয়ে ক্ষতিকর বিশ্বাস শয়তান এবং সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এসেছে প্রাচীন কাল থেকে /
মানব ইতিহাসে এই মিথ্যা অলিক বিশ্বাসগুলো কখনো ভালো ফল এনেছে আবার কখনো মারাত্মক খারাপ ফল এনেছে মানব ইতিহাসে / ভুত-প্রেত, দৈত্য-দানব, জ্বিন-পরী ইত্যাদি বিশ্বাস মানুষকে করেছে কুসংস্কারাচ্ছন্ন অন্ধ-বিশ্বাসী / এর ফল গুনতে হয়েছে মানুষকে খুব বেশি / মানব সভ্যতাকে পশ্চাতে নিয়ে যেতে এই মিথ্যা বিশ্বাস গুলো রেখেছে বড় ভুমিকা / এই মিথ্যা বিশ্বাস গুলি মানুষকে মানুষের উন্নতিতে বাধা হয়ে দাড়িয়েছে চিরকাল /
মানব সভ্যতায় সবচেয়ে খারাপ প্রভাব ফেলেছে শয়তান ও সৃষ্টিকর্তায় বিশ্বাস / মানুষ বিপদে আপদে, রুগে-শুকে সৃষ্টিকর্তাকে ডেকেছে উদ্ধারের জন্য / নিজে নিজে সমাধান না করে ঈশ্বরের উপর ভরসা করে থেকেছে / কিন্তু তাতে কোন ফল হয়নি বরং সভ্যতা পিছিয়ে গেছে কয়েক যুগ /
মানুষ রোগের কারণ হিসেবে দায়ী করেছে শয়তানকে / বিশ্বাস করেছে কাল্পনিক সৃষ্টিকর্তার অভিশাপের উপর / রোগ হলে প্রার্থনা করেছে পরিত্রানের আসায় / আবার রোগ হলে পাপের প্রতিফল বলে বিশ্বাস করেছে / আর রোগীকে শাস্তি দিয়েছে পাপী হিসেবে / মনুষ্যত্বের বিনাশ করে এসেছে মানুষের এই মিথ্যে বিশ্বাসগুলো / চিরকাল খারাপ ফল বয়ে নিয়ে এসেছে কাল্পনিক মিথ্যে বিশ্বাসগুলো /

তবুও মানুষ বিশ্বাস করে এসেছে সবকিছু / বিশ্বাস মানুষকে দেয় মুক্তি আবার বিশ্বাস মানুষকে বানিয়ে ফেলে ভয়ংকর অমানুষ / প্রতিহিংসাপরায়ণ ভয়ংকর খুনিতে পরিনত হয় বিশ্বাসের খারাব প্রভাবে / অন্ধবিশ্বাস মানুষকে অমানুষে পরিনত করে / বিশ্বাস যখন অন্ধবিশ্বাসে পরিনত হয় এর ফল হয় খুব ভয়াবহ /

বিশ্বাস যেমন মানুষকে বাঁচিয়ে রাখে আবার অন্ধবিশ্বাস এবং মিথ্যা কল্পনা বিশ্বাস মানুষকে করে ক্ষতিগ্রস্থ / এর ফল যুগে যুগে খারাপ হয়ে এসেছে মানব সভ্যতার উন্নতিতে / প্রতিবন্ধকরা সৃষ্টি করেছে মানব সভ্যতার অগ্রযাত্রায় /

তবুও মানুষ বিশ্বাস করে / সত্য মিথ্যা সবকিছুকেই সে বিশ্বাস করে চলে / বিশ্বাস মানুষ পায় বংশানুক্রমিক ভাবে / মানুষ নিজে বিশ্বাস করার সুযোগ পায়না কখনো / মানুষ তার বাবা-মার বিশ্বাসকে বিশ্বাস করে বংশের দ্বারা অনুযায়ী / সত্যি করে বললে শিশুকে তার বাবা মার বিশ্বাসকে চাপিয়ে দেয়া হয় / কোন মানুষই বিশ্বাস করার স্বাধীনতা পায় না / মানুষ যখন পৃথিবীতে আসে তখন সে কোন কিছু বিশ্বাস করে না / সত্যি বলতে তখন তার বিশ্বাস করার ক্ষমতা তৈরিই হয়না / সেই অক্ষম অবস্থায় শিশুকে তার বাবা-মা এমনকি সমাজ তাদের বিশ্বাস চাপিয়ে দেয় তার উপর / ফলে মানুষ বাধ্য হয় পূর্ব পুরুষের বিশ্বাসকে বিশ্বাস করতে / শিশুর বুদ্ধিমত্তা তৈরী হবার আগেই তাকে বিশ্বাস করা শেখানো হয় / সত্য বিশ্বাস, মিথ্যা বিশ্বাস সব চাপিয়ে দেয়া হয় শিশুটির উপর / নষ্ট করে দেয়া হয় মানুষের বিশ্বাস করার ক্ষমতাকে / আর তাই মানুষ সারাজীবন পরাধীন থাকে বিশ্বাসের কাছে / সে যে বিশ্বাসগুলোকে নিজে বেছে নেয়নি সেই বিশ্বাসগুলোকেই আকড়ে ধরে থাকে অন্ধের মত সারাজীবন / সত্য মিথ্যে সেই বিশ্বাসগুলোই সে বয়ে বেড়ায় মৃত্যুর আগ পর্যন্ত /
পৃথিবীর কোন মানুষই তার বিশ্বাসকে নিজে বেছে নিতে পারেনি / পরিবার এবং সমাজ তাদের বিশ্বাসকে চাপিয়ে দিয়েছে বিশ্বাস করার ক্ষমতাহীন শিশুটির উপর / আর এই শিশুটিই একদিন বড় হয়ে তার বাবা-মার বিশ্বাসকে চাপিয়ে দেয় তার সন্তানের উপর / আর এভাবেই চলে বিশ্বাসের চক্র / পরাধীন বিশ্বাসের বোঝা বয়ে চলেছে মানুষ যুগ যুগ ধরে / মিথ্যে বিশ্বাসগুলোর সংখ্যাই এদের মধ্যে প্রধান / আর এই মিথ্যে বিশ্বাসগুলোই করে মানব সভ্যতাকে পঙ্গু /
আর মানব সভ্যতা এগিয়ে যায় সত্য বিশ্বাসের উপর / বাস্তব জ্ঞান বিশ্বাস মানুষকে করে উন্নত মানুষ / মিথ্যে অন্ধবিশ্বাস মানুষকে করে অমানুষ / মানুষ বেচে থাকে সত্য বিশ্বাসকে আকড়ে ধরে / মানব সভ্যতা এগিয়ে চলে সত্য বাস্তব জ্ঞান বিশ্বাসের উপর নির্ভর করে / আর বিজ্ঞান মানুষের বিশ্বাসকে করে উন্নত / সত্য বিশ্বাস এগিয়ে চলে বিজ্ঞানের উপর বিশ্বাসকে কেন্দ্র করে / বিজ্ঞানে বিশ্বাস, সত্য বিশ্বাস / কল্পনায় বিশ্বাস, মিথ্যে বিশ্বাস /

মানুষকে অন্ধ বিশ্বাস চাপিয়ে দেয়া হয় কিন্তু মানুষ বাস্তব সত্যে বিশ্বাস করে তার নিজের জ্ঞানের দ্বারা / তবুও সেই মিথ্যে কাল্পনিক বিশ্বাসগুলো কে মানুষ ত্যাগ করতে পারে না / কারণ মানুষকে শিশু অবস্থাতেই সেই ক্ষমতা নষ্ট করে দেয়া হয় / মানুষ হয় অন্ধ-বিশ্বাসী, অন্ধ কল্পনা বিশ্বাসী / বাস্তব এবং কল্পনা এই দুই বিপরীত বিশ্বাসের বেড়াজালে বন্দী থাকতে হয় তাকে সারাজীবন / মানুষ মিথ্যে বিশ্বাসগুলোকে অসহায়ভাবে বিশ্বাস করে সারাজীবন / অন্ধবিশ্বাসের কাছে মানুষ বড় অসহায় !!! তাই সে অন্ধবিশ্বাসী হয়ে কাটিয়ে দেয় তার পরাধীন বিশ্বাসের জীবন /

No comments:

Post a Comment