Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

একটি হাম্বা বিষয়ে নিজস্ব মতামত :

হাম্বা গুলো যখন কোরান, বাইবেল এবং বেদ-এর সাথে বিজ্ঞানকে মিলাতে হাম্বা মার্কা যুক্তি উপস্থাপন করে তখন আমরা সহজেই তাদের হাম্বা মার্কা জ্ঞানের পরিচয় পেয়ে যাই l বিজ্ঞান সম্পর্কে ভাসা ভাসা জ্ঞান নিয়ে তারা বিজ্ঞানের সাথে তাদের হাম্বা মার্কা ধর্মের, হাম্বা মার্কা ধর্ম গ্রন্থের মিল খুঁজে বেড়ায় l আর আমরা দেখি তারা কত বড় হাম্বা l হাম্বা গুলো তাদের হাম্বা গ্রন্থের মিল খুঁজে বেড়ায় বিজ্ঞানের সাথে l কিন্তু বিজ্ঞান যে মাত্রার সত্যি, সেটার সাথে তাদের হাম্বা মার্কা ধর্ম গ্রন্থের মিল যে হবার নয় সেটা তাদের কে বোঝাবে ? কারণ ধর্ম গ্রন্থগুলো হচ্ছে মিথ্যের, মরিচিকার, কুসংস্কারের এবং অবৈজ্ঞানিকতার গ্রন্থ l প্রক্ষান্তরে বিজ্ঞান হচ্ছে সত্যের সামষ্ঠিক জ্ঞান l তাই বিজ্ঞানের সাথে মিথ্যে ধর্মের, মিথ্যে ধর্মগ্রন্থের কোনদিন মিল হবে না ! তারা যতই হাম্বা মার্কা যুক্তি দেখাক না কেন, জ্ঞানীরা ঠিকই তাদের হাম্বা মার্কা জ্ঞানের পরিচয় পেয়ে যাবে l আর ভন্ডদের হাম্বা হাম্বা ফাস করে দিবে সবসময় !

No comments:

Post a Comment