Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Saturday, September 27, 2014

এস. এম. রায়হান-এর চ্যালেঞ্জের প্রতিউত্তরে পাল্টা চ্যালেঞ্জ !


এস. এম. রায়হান আপনিতো বিবর্তনবাদীদেরকে চ্যালেঞ্জ জানিয়ে অনেকগুলো বাচ্চা বাচ্চা মার্কা প্রশ্ন করেছেন এবং দাবি করেছেন এগুলোর উত্তর দেবার l আপনিতো বিবর্তনবাদ মানেন না l ভালো কথা ! আপনি মানেন আদম হওয়া 'টুপ করে ধপাস' তত্ত্ব l সেটাও ভালো কথা l যেকোন কিছু মানার বা বিশ্বাস করার অধিকার আপনার আছে l সেটা কাল্পনিক আল্লাহ হোক অথবা কাল্পনিক ভুত হোক আপনি বিশ্বাস করতে পারেন তাতে কারো কিছু করার নেই l তো আপনি যে বিবর্তনবাদীদেরকে চ্যালেঞ্জ জানিয়েছেন কিন্তু আপনি কি চিন্তা করে দেখেছেন যদি এই প্রশ্নগুলোই আপনার কাল্পনিক আল্লাহ এবং মিথ্যে আদম হওয়া 'টুপ করে ধ্বপাস' তত্বের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তবে কিন্তু আপনার কাল্পনিক আল্লাহ আর আদম হাওয়া 'টুপ করে ধ্বপাস' এই দুটোই পালাবার জায়গা পাবে না !
আমি আপনাকে আপনার প্রশ্নের প্রতি উত্তরে আপনাকে পাল্টা প্রশ্ন করব না আপনার কাল্পনিক আল্লাহর ক্ষেত্রে l কিন্তু আপনাকে আদম হাওয়া 'টুপ করে ধ্বপাস' তত্তের প্রমান হিসেবে নিচের প্রশ্নের উত্তর গুলো চাইবো ! আশা করি আপনার কাল্পনিক আল্লাহ আপনাকে সাহায্য করবে !

আপনারা দাবি করেন আদম হাওয়া কে আল্লাহ বেহেস্ত থেকে 'টুপ করে ধ্বপাস' করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে l এবং আদম হাওয়ার উচ্চতা ছিল প্রায় ৬০ হাত অর্থাত প্রায় ৯০ ফিট l এবং তারপর থেকে মানুষ ছোট হতে হতে আজকের উচ্চতার মানুষে বিবর্তিত হয়েছে l অর্থাত আপনাদের দাবি ঠিক বিবর্তনবাদের বিপরীত l


তাহলে এখানে বলা যায় যে আদম হাওয়ার সময়ে মানুষ ৯০ ফিট ছিল এবং সময়ের সাথে সাথে উচ্চতা কমতে কমতে প্রথমে ৮৫ ফিট, তারপর ৮০ ফিট, তারপর ৭৫ ফিট, তারপর ৭০
ফিট, তারপর ৬৫ ফিট এভাবে কমতে কমতে ৬ ফিট-এ (এবং এর চেয়েও কম) এসে থেমেছে l
যেহেতু বিবর্তনবাদকে বিজ্ঞানীরা সত্য বলে রায় দিয়েছে এবং এর পক্ষে হাজার হাজার প্রমান উপস্থাপন করেছে সুতরাং আপনাদেরকেও অর্থাত যারা আদম হাওয়ার 'টুপ করে ধ্বপাস' তত্ত্ব বিশ্বাস করেন তাদের উচিত প্রমান উপস্থান করার পর বিবর্তনবাদকে চ্যালেঞ্জ জানানো l
বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণীর ফসিল আবিষ্কার করেছে এবং মানুষের পূর্ববর্তী প্রাণীর ফসিল আবিষ্কার করেছে এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে l সুতরাং আপনাদের আদম হাওয়া 'টুপ করে ধ্বপাস' তত্ত্ব সত্যি প্রমান করার জন্য অন্তত একটা ফসিল আবিষ্কার করতে হবে যার উচ্চতা হবে ৪০ ফুট বা ৫০ ফুট বা ৬০ ফুট বা ৭০ ফুট বা ৮০ ফুট অথবা ৯০ ফুট l এবং আপনারা যদি সেটা আবিষ্কার করতে পারেন তবে পৃথিবীর সবাই জানবে আদম হাওয়া টুপ করে ধপাস তত্ত্ব সত্যি এবং নোবেল পাওয়া কোন ব্যাপারই না l আর বোনাস হিসেবে পাবেন আমাদের মত সৎ, নিষ্টাবান এবং কর্মঠ নাস্তিকদের যারা নাস্তিকতা বাদ দিয়ে ধর্ম চর্চা শুরু করে দেবে l
এই একটা প্রমান দিতে হবে আপনাদের আর কিছুই না l
তাছাড়া যত আতিউতি করুন না কেন আমরা আদম হাওয়া 'টুপ করে ধ্বপাস' তত্ত্ব কোনদিনও বিশ্বাস করব না l
আমরা নাস্তিক, প্রমান ছাড়া কিছুই বিশ্বাস করি না l আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি কারণ বিজ্ঞান তথ্য প্রমানের মাধ্যমেই সিদ্ধান্ত নেয় l ফলে নাস্তিকরা তথ্য প্রমান দেখে সেটা বিশ্বাস করে l আর তাই আপনারা যারা আদম হাওয়া 'টুপ করে ধ্বপাস' তত্ত্ব বিশ্বাস করেন তাদেরকে প্রমান দেবার জন্য অনুরোধ করছি প্রমান দিন !!!! প্রমান পেলে বিশ্বাস করব নতুবা নয় l আমরা প্রমানে বিশ্বাস করি l মুখের জারি জুরি, আতিউতিতে আমরা বিশ্বাস করি না l

আর একটা কথা, বিবর্তনবাদ নাস্তিকরা আবিষ্কার করেনি; এটা করেছে বিজ্ঞানীরা l যদি আপনার বিবর্তনবাদের উপর বিশ্বাস না থাকে তবে আপনাদের সংশয় বিজ্ঞানীদেরকে জানানোই উত্তম l নাস্তিকরা বিবর্তনবাদ তত্ত্ব আবিষ্কার করেনি এমনকি ফসিলও আবিষ্কার করেনি l বিজ্ঞানীরা বিবর্তনবাদের প্রমান হিসেবে এগুলো আবিষ্কার করেছে এবং সবার কাছে প্রমান হিসেবে পেশ করেছে l এগোলো দেখেই নাস্তিকরা এবং সমগ্র পৃথিবী বিবর্তনবাদ মেনে নিয়েছে l
আর তাই যদি আপনাদের কোন প্রশ্ন বা সংশয় থাকে এতসব প্রমান দেবার পরেও, তবে আপনাদের উচিত আপনাদের সংশয় গুলো বিজ্ঞানীদের কাছে পেশ করা l তারাই আপনার সংশয় দূর করে দেবে l
তাহলে আপনার কাছে আমার প্রশ্ন আদম হাওয়া 'টুপ করে ধ্বপাস' তত্তের কোন প্রমান আপনাদের আছে কি ? থাকলে প্রমান উপস্থাপন করুন ?
না পারলে আতিউতি করা বন্ধ করুন !
পৃথিবী প্রমান বিশ্বাস করে l আপনাদের জারিজুরি বিশ্বাস করা পৃথিবীর কারো কাজ নয় l সুতরাং আদম হাওয়া 'টুপ করে ধ্বপাস' তত্তের প্রমান দিন !!!!!!!!!!!!!!!

এস. এম. রায়হান সাহেব আপনি কোথায় ?

No comments:

Post a Comment