Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Monday, September 1, 2014

(অ)পবিত্র কুরানের সুরা নাহলের ১০৩ নাম্বার আয়াতে বর্ণিত আছে :-

(অ)পবিত্র কুরানের সুরা নাহলের ১০৩ নাম্বার আয়াতে বর্ণিত আছে :-
"আমিতো ভালো ভাবেই জানি যে তারা বলে - তাকে শিক্ষা দেয় এক মানুষ; তারা যার প্রতি ইঙ্গিত করে তার ভাষাতো আরবি নয়; কিন্তু এই কুরআন পরিষ্কার আরবি ভাষায় (নাজিল হয়েছে) l

অপরাধী যখন কোন অপরাধ করে তখন সে কোন না কোন ক্লু রেখে যায় ! মিথ্যা সেটা যত শক্তই হোক না কেন তাতে ত্রুটি থাকবেই l
কুরআনের ওই আয়াত অনুযায়ী আমরা জানতে পারি যে মুহাম্মদের সময়ে মানুষ জানতো যে কোন এক ব্যক্তি মুহাম্মদকে শিক্ষা দেয় ! তখনও অনেক মানুষ ছিল যারা মুহাম্মদের মিথ্যাবাদিতা ধরতে পেরেছিল l
আর মুহাম্মদ নিজেকে নির্দোষ প্রমান করার জন্য উপরিউক্ত আয়াতটি তৈরী করে !
আর আমরা একবিংশ শতাব্দিতে এসেও ধরতে পারি যে কেউ একজন ছিল যে মুহাম্মদ কে নানা বিষয়ে শিক্ষা দিয়েছিল ! এবং সবার অভিযোগ থেকে বাচতে সে নিজেই কুরআনের আয়াত নাজিল করেছিল !
আমরা আধুনিক যুগেও এসে ভালো করেই জানি লেখকদের কল্পনাকে বাস্তবে রূপ দান করার ক্ষমতা সম্পর্কে !
আর আমরা খুব সহজেই কুরআনের আয়াত দিয়েই মুহাম্মদকে মিথ্যাবাদী প্রমান করতে পারি ! উপরিউক্ত আয়াতটি তার একটি উদাহরণ !

No comments:

Post a Comment