Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Monday, September 1, 2014

আস্তিকতা একটা মহামারী

আমরা কুরআনের হাজার হাজার ভুল ধরিয়ে দিয়েছি ! দেখিয়েছি আকাশ, পৃথিবী, সূর্য-চাদ-তারা, এবং প্রাণী ও প্রকৃতি সম্পর্কে কি উদ্ভট ও মিথ্যা কথা বলেছে কুরআন l প্রমান করে দিয়েছি এটা একটা স্বাধারণ মানুষের লেখা গ্রন্থ !
কিন্তু তবুও অন্ধবিশ্বাসী ও কু-সংস্কারাচ্ছন্ন মুসলমান আস্তিকগুলো তাদের মিথ্যে ধর্ম এবং অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারছে না l বরং অন্ধ-বিশ্বাসী, কু-সংস্কারাচ্ছন্ন আস্তিকগুলো আগের মতই কুসংস্কারকে আকড়ে ধরে বসে আছে ! সহজে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে তাদেরকে বের করে আনা যাচ্ছে না l
আর এতে এটাই প্রমানিত হয় আবার করে - অন্ধবিশ্বাস কতটা ভয়ংকর হতে পারে !
এর সবচেয়ে জুড়ালো প্রমান হচ্ছে প্রাচীনকাল থেকে ঘটে আসা ধর্মীয় সহিংসতা এবং ধর্ম যুদ্ধ বা ক্রুসেড l
বর্তমানের সব চেয়ে উত্কৃষ্ট প্রমান হচ্ছে মুসলিম জঙ্গিবাদ !
অন্ধ-বিশ্বাস বা কু-সংস্কার বিশ্বাস একটা মানুষিক রোগ ! আর এই রোগ মানুষের নিজ হাতে তৈরী করা এক ভয়ংকর মহামারী ! এতে জর্জরিত সমগ্র পৃথিবী !
আর এজন্যই মুসলমান আস্তিকদেরকে তাদের অন্ধ-বিশ্বাস এবং কুসংস্কার থেকে বের করে আনা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে l
অন্ধ-বিশ্বাস ও কু-সংস্কার বিশ্বাস এক কঠিন মানুষিক সমস্যা l আর তাই আমাদের আরো সচেতন হয়ে এই মানুষিক সমস্যার মুকাবিলা করতে হবে l

No comments:

Post a Comment