Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Tuesday, July 8, 2014

মিথ্যে ধর্ম এবং সত্যের মাপ কাঠি বিজ্ঞান :



পৃথিবীর কোন ধর্মই সত্যি নয় l একমাত্র সত্য হচ্ছে বিজ্ঞান l আর তাই পৃথিবীর সব ধর্মই তাদের ধর্মের সত্যতা প্রমান করার জন্য তাদের ধর্মকে বিজ্ঞানের সাথে তুলনা করে l  যে ধর্ম যত বেশি বিজ্ঞানের সাথে মিলে যায় সে ধর্মের অনুসারীরা দাবি করে তাদের ধর্মই সবচেয়ে সত্যি ধর্ম কারণ তাদের ধর্মই বিজ্ঞানের সাথে মিলে গেছে l আর এই দাবিটা করে প্রায় সব ধর্মের অনুসারীরা l তারা গর্বের সাথে প্রচার করে তাদের ধর্ম বিজ্ঞানের সাথে মিলে গেছে তাই তাদেরটা সত্য ধর্ম l কিন্তু অন্যান্যদের ধর্ম বিজ্ঞানের সাথে অমুক জায়গায় মিলেনি তমুক জায়গায় মিলেনি এইসব বলে তাদের ধর্মের সত্যতা জাহির করে l আর এটা প্রায় সব ধর্মই করে থাকে নিজেদের ধর্মকে বাচানোর জন্য l
তাই বলা যায় ধর্মগুলো সত্যি নয় কিন্তু বিজ্ঞান একশত ভাগ সত্য আর তাই ধর্মের অনুসারিগুলো বিজ্ঞানের সাথে তাদের মিথ্যে ধর্মের মিল দেখিয়ে তাদের ধর্মের সত্যতার প্রমান দেখাবার প্রয়োজন পড়ে l কিন্তু কখনই বিজ্ঞানের প্রমান দিতে যেয়ে কোন ধর্মের সাথে তুলনা করার প্রয়োজন পরে না l এটাই প্রমান করে ধর্মগুলো সত্যি নয় যেমন সত্যি বিজ্ঞান l কারণ বিজ্ঞানের সত্যতা নির্ভর করে বাস্তবতার উপর l যেটা বাস্তব নয় অর্থাত সত্যি নয় সেটা বিজ্ঞান নাকচ করে দেয় l আর যেটা বাস্তব সত্যি সেটাই বিজ্ঞান সত্যি বলে গ্রহণ করে থাকে l আর এজন্যই বিজ্ঞান সত্যি এবং ধর্মগুলো মিথ্যে l কারণ ধর্মের ভিত্তি হচ্ছে কল্পনা l মানুষ যেসব কল্পনা করে কিন্তু বাস্তব জগতে সেসবের কোন অস্তিত্ব নেই সেগুলোই ধর্ম সত্যি বলে প্রচার করে থাকে l যেমন সৃষ্টিকর্তা যার বাস্তব কোন অস্তিত্ব নেই, ফেরেস্তা, জ্বিন পরী বা দেবদূত ইত্যাদির অস্তিত্ব বাস্তব জগতে নেই কিন্তু এই কাল্পনিক সত্তাগুলোর ভিত্তিতেই ধর্মগুলো টিকে থাকে l ফলে ধর্মগুলোও মিথ্যে এবং কাল্পনিক বলে প্রমান হয় l
আর তাই ধার্মিকগুলো তাদের মিথ্যে ধর্মকে টিকিয়ে রাখতে তাদের ধর্মকে বিজ্ঞানের সাথে তুলনা  করে এর সত্যতা যাচাই করতে চায় l এবং মানুষের কাছে তাদের মিথ্যে ধর্মকে সত্যি বলে প্রতিষ্ঠিত করতে চায় l আর যে ধর্মের অনুসারীরা যতবেশী তাদের মিথ্যে ধর্মের সাথে সত্য বিজ্ঞানের মিল দেখাতে পারে তারা ততবেশী সেই ধর্মকে সত্যি ধর্ম বলে দাবি করে l
অর্থাত এখানে সত্যের মাপকাঠি হচ্ছে বিজ্ঞান l পৃথিবীর সব মানুষ জানে বিজ্ঞান একমাত্র সত্য l আর তাই বিজ্ঞানকেই সত্যের মাপকাঠি হিসেবে ধরা যায় l বিজ্ঞান বাস্তব সত্য নিয়েই কাজ করে বলেই বিজ্ঞান সবসময় সত্যি হয়ে থাকে l আর তাই বিজ্ঞান কখনই ভুল হতে পারে না l কারণ বিজ্ঞানের কাজই হচ্ছে বাস্তব সত্য নিয়ে l
আর এই সত্যটি পৃথিবীর সবাই জানে বলেই পৃথিবীর সব মানুষ বিজ্ঞানের উপর আস্থা রাখে l
আর ধর্মগুলো এজন্যই তাদের ধর্মের সত্যতা যাচাই করার জন্য বিজ্ঞানের আশ্রয় নেয় l
পৃথিবীতে ধর্ম সত্যি নয় কিন্তু বিজ্ঞান সত্যি l আর তাই ধার্মিকগুলো যখন তাদের ধর্মের সত্যতা যাচাই করার জন্য বিজ্ঞানের আশ্রয় নেয় তখন তারা ছলনার আশ্রয়ও নেয় l বিজ্ঞানের যেসব বিষয়গুলো তাদের ধর্মের সাথে মিলে যায় তারা শুধু সেসবকে সত্যি বলে প্রচার করে l কিন্তু যেসব বিষয় তাদের ধর্মের সাথে মিলে না অথবা সাংঘর্ষিক সেগুলোকে তারা মিথ্যে বলে প্রচার করে মানুষের কাছে l আর তারা তাদের ধর্মকে টিকিয়ে রাখতে এই মিথ্যের আশ্রয় নেয় l কারণ এছাড়া তাদের মিথ্যে ধর্মকে টিকিয়ে রাখার অন্য কোন উপায় থাকে না l এটা তারা ভালো করে জানে বলেই এই মিথ্যে গুলো বলে এবং বিজ্ঞানের বিরুদ্ধে অপপ্রচার চালায় l 
তাদের ধর্মকে বাচাতে বিজ্ঞানের আশ্রয় নেয়া এবং বিজ্ঞানকেই অস্বীকার করা ধার্মিকদের একটা দ্বিমুখীতা l ধার্মিকগুলো অসৎ বলেই তারা এই দ্বিমুখীতা করে l যদি তারা সৎ হতো তবে তাদের ধর্মের সত্যতা প্রমানের জন্য বিজ্ঞানেরই আশ্রয় নিয়ে আবার বিজ্ঞানের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের প্রয়োজন হতোনা l পৃথিবীতে সব ধর্ম মিথ্যে এটা প্রমান করেছে বিজ্ঞান l মানুষ বিজ্ঞানকেই বিশ্বাস করে কারণ বিজ্ঞান হচ্ছে সত্য l কারণ বিজ্ঞান কাজ করে বাস্তব সত্য নিয়ে ফলে বিজ্ঞানের মিথ্যে হওয়া সম্ভব নয় l আর তাই ধার্মিকগুলো তাদের মিথ্যে ধর্মের সত্যতা যাচাই করে বিজ্ঞানকে সত্যের মাপকাঠি ধরে নিয়ে l কিন্তু এই ধার্মিকগুলোই বিজ্ঞানকে অস্বীকার করে এবং এর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালায় কারণ তাদের ধর্ম মিথ্যে এটা তারা ভালো করেই জানে l আর তাই তারা প্রতারণার আশ্রয় নেয় l
সুতরাং বুদ্ধিমানেরা খুব ভালো করেই বুঝে যায় যে পৃথিবীর সবগুলো ধর্মই মিথ্যে এবং ধার্মিকগুলো যারা বিজ্ঞানের আশ্রয় নিয়ে বিজ্ঞানকেই মিথ্যে বলে অপপ্রচার করে বেড়ায় তারা হচ্ছে মিথ্যেবাদী এবং প্রতারক l
কিন্তু পৃথিবীতে বিজ্ঞান সত্য এবং একমাত্র সত্য l কারণ বিজ্ঞানের কাজই বাস্তব সত্যকে নিয়ে l ধর্মের মত মিথ্যে এবং কল্পনাকে নিয়ে নয় l আর তাই বিজ্ঞানই হচ্ছে সত্যের একমাত্র মাপকাঠি l

No comments:

Post a Comment