Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, July 2, 2014

সময় সৃষ্টি হবার পূর্বে কি সৃষ্টিকর্তা থাকা সম্ভব ?



স্টিফেন হকিংস এই প্রশ্নের উত্তরে বলেছেন না সময় না থাকলে অর্থাত সময় সৃষ্টি হবার আগে সৃষ্টিকর্তা থাকা অসম্ভব l
মানুষের সভ্যতার মাঝামাঝি সময় থেকে বিংশ শতাব্দীর শেষের সময় পর্যন্ত মানুষ ধারণা করতো এবং বিশ্বাস করতো সময় চিরকাল থেকে চলে এসেছে এবং চিরকাল ধলে সময় থাকবে l অর্থাত সময় চিরন্তন বা অনন্ত l মানুষ ধারণা করতো এবং বিশ্বাস করতো সময় চিরকাল ছিল এবং চিরকালই থাকবে l আর তাই সৃষ্টিকর্তা অনন্তকাল ধরে ছিল এবং অনন্তকাল ধরে থাকবে l অর্থাত কাল অনন্ত তাই সৃষ্টিকর্তাও অনন্ত l সময়ের এই ধারণার উপর গড়ে উঠে সৃষ্টিকর্তার ধারণা ও বিশ্বাস l এটা বিশ্বাস করে এসেছে মানুষ আধুনিক কাল পর্যন্ত l

কিন্তু বিংশ শতাব্দীর শেষের দিকে বিজ্ঞান আবিষ্কার করেছে যে সময় অনন্ত বা চিরন্তন নয় l আর মহাবিশ্ব যেমন সৃষ্টি হয়েছে ঠিক সেভাবে সময়কেও সৃষ্টি হতে হবে l অর্থাত বিশ্বজগত যেভাবে সৃষ্টি হয়েছে ঠিক সে ভাবেই সময়ও সৃষ্টি হয়েছে l অর্থাত সময় চিরন্তন বা অনন্ত নয় l সময়ের শুরু আছে এবং এর শেষ থাকবে l
বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্ব এক বিন্দুতে মিলিত হয়েছিল শূন্য সময় ব্যবধানে l অর্থাত বিশ্বজগতের সমস্ত উপাদান এক বিন্দুতে মিলিত হয়েছিল কিন্তু তখন সময় বলতে কিছু ছিল না l সময় ছিল শূন্য l তাহলে বিগ ব্যাং এর আগে কোন ঘটনা ঘটে নি l কারণ কোন ঘটনা ঘটতে হলে সময় অতিবাহিত হতে হয় l অর্থাত সময় থাকতে হয় l কিন্তু বিগ ব্যাং-এর আগে সময় ছিল না তাই এর আগে কোন ঘটনা ঘটেনি l মহাবিশ্বের সমস্ত উপাদান এক বিন্দুতে থাকায় এর মধ্যে পদার্থ বিজ্ঞানের সমস্ত সুত্র অকার্যকর ছিল l সময় ছিলনা, ভর ছিলনা ছিল শুধু অসীম শক্তি l আর তাই এখানে সময় ছিল অকার্যকর l এই অবস্থায় ঘনত্ব ছিল অসীম ফলে তাপ মাত্রা বেড়ে হয়েছে অসীম l আর এটা ঘটতে শূন্য সময় লেগেছে অর্থাত কোন সময় লাগেনি কারণ সময় তখনও তৈরীই হয়নি l অসীম ঘনত্ব এবং অসীম তাপমাত্রার ফলে সংগঠিত হয় বিগ ব্যাং l এবং সৃষ্টি হয় সময় এবং বিশ্বজগতের l অর্থাত বিশ্বজগত সৃষ্টির সাথে সাথেই সময়ের সৃষ্টি হয়েছে l আর তাই আমাদের বিশ্বজগত অনন্তকালের নয় l আমাদের বিশ্বজগত বিগ ব্যাং-এর পর থেকে l অর্থাত আমাদের বিশ্বজগত-এর শুরু আছে l কারণ বিশ্বজগত সময়ের মধ্য দিয়ে যাত্রা করে l আর তাই সময় না থাকলে বা সময় সৃষ্টি না হলে বিশ্বজগতের যাত্রা হওয়া সম্ভব হবে না l তাই বিগ ব্যাং এর পর থেকে বিশ্বজগতের যাত্রা শুরু হয়েছে সময় তৈরী হবার পর থেকে l অনন্ত কাল থেকে নয় l আর তাই আমাদের বিশ্বজগত চিরকালের নয় l বরং বিগ ব্যাং-এর পর থেকে বিশ্বজগতের শুরু l কারণ সময়ের বা কালের শুরু সেখান থেকেই l

সুতরাং বিগ ব্যাং-এর পূর্বে কিছু ঘটা সম্ভব নয় l কারণ কিছু ঘটার জন্য সময় অতিবাহিত হতে হবে l
আমাদের বিশ্বজগতে যা কিছুই ঘটে তার সব কিছুই ঘটতে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হতে হয় l যেকোন ঘটনা ঘটে সময় অতিবাহিত হবার মাধ্যমে l যদি সময় অতিবাহিত না হয় অর্থাত সময় স্থির থাকে তবে কোন ঘটনা ঘটবে না l কোন ঘটনা ঘটতে হলে অতি ক্ষুদ্র হলেও সময়ের প্রয়োজন হয় l আর যদি সময় অতিবাহিত না হয়ে স্থির থাকে তবে কোন ঘটনা ঘটবে না l কারণ সময় স্থির থাকলে সময় অতিবাহিত হবে শূন্য এবং এই শূন্য সময় ব্যবধানে ঘটনা ঘটবে শূন্য l অর্থাত কোন ঘটনা ঘটবে না l কোন ঘটনা ঘটতে হলে অবশ্যই কিছু সময় অতিবাহিত হতে হবে l সেটা অতি ক্ষুদ্র এমনকি শূন্য সময়ের কাছাকাছি হলেও সেই অতি ক্ষুদ্র সময় অতিবাহিত হয়ে সেই ঘটনাকে ঘটতে হবে l কিন্তু সময় স্থির থাকলে বা সময় শূন্য থাকলে কোন ঘটনাই ঘটা সম্ভব নয় l
কিন্তু যদি সময় নিজেই অনুপস্থিত থাকে অর্থাত সময় সৃষ্টিই না হয়ে থাকে তাহলে কোন ঘটনাই ঘটবে না l অর্থাত সময় স্থির থাকলে মহাবিশ্বও স্থির থাকবে l আবার সময় অনুপস্থিত থাকলে মহাবিশ্বের কোন ঘটনা বা যাত্রা থাকবে না l সময় অনুপস্থিত থাকলে মহাবিশ্ব হবে ঘটনা বা কোন ক্রিয়াহীন অবস্থা l সেটা না থাকার মত l মানে শূন্য সময়ে মহাবিশ্বের অবস্থা হবে শূন্য l এবং মহাবিশ্বের অবস্থা হবে অস্তিত্ব হীনের মত l মহাবিশ্ব থাকবে কিন্তু মহাবিশ্ব থাকবে না কারণ তখন সময় থাকবে শূন্য এবং মহাবিশ্বের ঘটমান ঘটনা বা অবস্থা হবে শূন্য l
বিগ ব্যাং থিওরি অনুযায়ী বিগ ব্যাং-এর পূর্বে সময় ছিল না l আর তাই এর পূর্বে কিছু ছিল না বা কোন ঘটনা ঘটেনি অথবা মহাবিশ্বের অবস্থা ছিল শূন্য l
আর তাই এর পূর্বে কিছুই ছিল না বা কোন ঘটনাই এর পূর্বে ঘটেনি l
তাহলে সৃষ্টি কর্তা থাকা সম্ভব নয় বিগ ব্যাং-এর পূর্বে l কারণ সময়ের সৃষ্টি এবং বিশ্বজগতের যাত্রা শুরু হয়েছে বিগ ব্যাং-এর পর থেকেই l চিরকাল থেকে নয় l বিগ ব্যাং-এর পূর্বে কাল বা সময়ই ছিল না তাহলে চিরকাল-এর কাল থাকবে কি করে ? সুতরাং বিশ্বজগত চিরকালের নয় আর তাই কোন সৃষ্টিকর্তা চিরকাল থেকে বা অনন্তকাল থেকে থাকতে পারবে না l
এখন যদি সৃষ্টিকর্তা থেকে থাকে অনন্ত বা চিরকাল থেকে তাহলে তাকে অবশ্যই সময় অতিবাহিত করে কোন ঘটনা বা কাজ করতে হবে l সৃষ্টিকর্তা যদি কোন কিছু সৃষ্টি করে বা সে কোথাও অবস্থান করে তবে অবশ্যই সময় অতিবাহিত করে তাকে সেটা করতে হবে l
সৃষ্টিকর্তা যেটাই করুক না কেন তার জন্য সময় অতিবাহিত করা ছাড়া কিছু করা সম্ভব হবে না l কারণ সময় অতিবাহিত হওয়া ছাড়া কিছু ঘটা বা করা সম্ভব নয় l সে যদি সৃষ্টিকর্তা হয় তবুও তাকে সময় অতিবাহিত করে তার সব কাজ করতে হবে l যদি সে শূন্য সময়ে বা সময়ের অনুপস্থিতিতে কোন কাজ করে বা কিছু সৃষ্টি করতে চায় তবে কাজ হবে শূন্য এবং সৃষ্টি হবে শূন্য পরিমান l অর্থাত সময় অতিবাহিত করা ছাড়া এবং সময়ের অনুপস্থিতিতে তার কোন কিছু করাই সম্ভব হবে না l
আবার যদি বিগ ব্যাং-এর আগে সৃষ্টিকর্তাকে অবস্থান করতে হয় তবে তাকেও সময় অতিবাহিত করে অবস্থান করতে হবে l তার অবস্থান যদি হয় অসীমকাল বা অনন্তকাল তবে তাকে অসীম বা অনন্ত কাল বা সময় অতিবাহিত করতে হবে l আবার সৃষ্টিকর্তা যদি শূন্য সময় বা সময়ের অনুপস্থিতিতে অবস্থান করতে যায় তবে তার অবস্থান বা উপস্থিতি হবে শূন্য l
কিন্তু বিগ ব্যাং-এর পূর্বে সময় তৈরীই হয়নি l অর্থাত সময় অনুপস্থিত l আর তাই সৃষ্টিকর্তা থাকার মত বা সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকার মত সময় ছিল না বিগ ব্যাং-এর পূর্বে l কারণ সময়ের সৃষ্টিই হয়নি তখন পর্যন্ত l
তাহলে সৃষ্টিকর্তারও অস্তিত্ব নেই বিগ ব্যাং এর পূর্বে l সময় এবং মহাবিশ্ব যেমন সৃষ্টি হয়েছে বিগ ব্যাং-এর মাধ্যমে এবং বিগ ব্যাং পর থেকে ঠিক তেমনি সৃষ্টিকর্তার সৃষ্টি হতে হবে বিগ ব্যাং-এর মাধ্যমে এবং বিগ ব্যাং-এর পর থেকে l
কিন্তু বিগ ব্যাং এর মাধ্যমে বা এর পর থেকে যদি সৃষ্টিকর্তার সৃষ্টি হয় বা সৃষ্টিকর্তার যাত্রা শুরু হয় তবে সেই সৃষ্টিকর্তার মহাবিশ্ব সৃষ্টি করা সম্ভব হবে না l কারণ তাহলে তাকে বিগ ব্যাং-এর পূর্বে উপস্থিত থাকতে হবে l কিন্তু যেহেতু বিগ ব্যাং-এর পূর্বে সৃষ্টিকর্তার উপস্থিত থাকা সম্ভব নয় কারণ তখন সময় তৈরিই হয়নি; তাই বিগ ব্যাং-এর পূর্বে সৃষ্টিকর্তার উপস্থিত থাকা সম্ভব নয় l
অর্থাত বিগ ব্যাং-এর পূর্বে সৃষ্টিকর্তা উপস্থিত ছিল না, তার উপস্থিত থাকার মত সময় তৈরী হয়নি বলে l সুতরাং বিগ ব্যাং-এর পূর্বে সৃষ্টিকর্তা ছিল না l

সৃষ্টিকর্তা যদি থাকে তবে সে সৃষ্টি হয়েছে বিগ ব্যাং-এর মাধ্যমে এবং বিগ ব্যাং-এর পর থেকে l
কিন্তু সৃষ্টিকর্তা যদি বিগ ব্যাং-এর মাধ্যমে এবং বিগ ব্যাং-এর পর থেকে সৃষ্টি হয় তবে সে আর সৃষ্টিকর্তা থাকে না l সে হয় একটা সৃষ্টি কিন্তু সৃষ্টিকর্তা নয় l
আর তাই বিগ ব্যাং এর পূর্বে কোন সৃষ্টিকর্তা ছিল না এবং বাস্তব পৃথিবীতেও কোন সৃষ্টিকর্তা নেই l
আর এজন্যই পৃথিবীর সবচেয়ে মেধাবী ব্রেইন স্টিফেন হকিংস সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন l
মহাবিশ্ব অনন্তকালের নয় l এর যাত্রা বিগ ব্যাং থেকে l আর তাই অনন্ত ও চিরঞ্জীবি সৃষ্টিকর্তা বলে কিছু নেই বিশ্বজগতে l
অর্থাত সৃষ্টিকর্তার কোন অস্তিত্ব নেই বিশ্বজগতে l

1 comment:

  1. লেখাটা অসাধারণ হয়েছে । খুব ভালো লেগেছে।

    ReplyDelete