Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Tuesday, July 1, 2014

ফেরেশতা এবং কম্পিউটার টাইপিং


ছোট বেলা থেকে শুনে আসছি আমাদের প্রত্যেকের কাধে দুইজন করে ফেরেস্তা থাকে l তারা মানুষের পাপ-পুন্যের হিসাব রাখে l ডান কাধের ফেরেশতা লিখে মানুষের পুন্যের হিসাব এবং বাম পাশের ফেরেশতা লিখে পাপের হিসাব l তারা যুগ যুগ ধরে মানুষের পাপ-পুন্যের হিসাব রেখে চলেছে l প্রাচীন কাল থেকে তারা মানুষের পাপ-পুন্যের হিসাব রেখেছে লিখে লিখে l ইসলাম আসার পূর্বেই মানুষ লেখার পদ্ধতি আবিষ্কার করেছে l তখন থেকেই মানুষ লিখে রাখতো সব কিছু l এবং ফেরেশতারাও পাপ-পুন্যের হিসাব রাখে লিখে লিখে l
কিন্তু মানুষ আধুনিক যুগে এসে টাইপ রাইটার এবং কম্পিউটার আবিষ্কার করেছে l সব ধরনের কাজ বর্তমানে কম্পিউটারের মাধ্যমে করা হয় l মানুষ লেখালেখির সব কাজ বর্তমানে কম্পিউটারের মাধ্যমে করে থাকে l
তাহলে এখন কি সেই কাধের ফেরেশতা দুটো কি কাগজে লিখে, নাকি কম্পিউটারে লিখে ? যদি কাগজেই লিখে তবে বলতে হবে ফেরেশতা ব্যাক ডেটেড বা প্রাচীনই রয়ে গেছে l আবার যদি কম্পিউটারে লিখে তবে প্রশ্ন আসবে তারা কম্পিউটার টাইপিং কোথায় শিখলো l কারণ কম্পিউটার আবিষ্কার করেছে মানুষ l আর তাই শিখতে হলে মানুষের কাছেই আসতে হবে l তাছাড়া কোথায় শিখবে ?

No comments:

Post a Comment