Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Thursday, July 3, 2014

পৃথিবীর কোন ধর্ম গ্রন্থ কি পবিত্র হতে পারে ?



পৃথিবীতে যত ধর্ম আছে প্রায় সব ধর্মই দাবি করে যে তাদের ধর্ম গ্রন্থ পবিত্র l তাই তারা বলার সময় বলে থাকে পবিত্র অমুক গ্রন্থ l কিন্তু কোন ধর্ম গ্রন্থের কি পবিত্র হওয়া সম্ভব ?
আমার মতে সম্ভব নয় l
কারণ ধর্ম গ্রন্থ সেটা যে ধর্মেরই হোক সেটা তৈরী করতে দরকার হয়েছে কাগজের এবং কালির l এবং এগুলোকে বাধাই করার জন্য লেগেছে সুতা আঠা প্রভৃতি l
তাহলে গ্রন্থটিকে পবিত্র হতে হলে গ্রন্থ তৈরির উপাদান কে পবিত্র হতে হবে l কিন্তু যে কাগজ, কালী এবং অন্যান্য উপাদান ব্যবহার করা হয় কোন ধর্মগ্রন্থ তৈরী করতে সেগুলো পবিত্র কোন উপাদান থেকে তৈরী করা হয় না l কাগজ তৈরির বিভিন্ন উপাদান যেগুলো পবিত্র নাও হতে পারে l আবার কালী তৈরির বিভিন্ন উপাদান পবিত্র না হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে l তেমনি আঠা সুতা প্রভৃতিও তৈরির উপাদানও স্বাধারণত পবিত্র হয় না l সুতরাং কোন অপবিত্র বা অনিশ্চিত পবিত্র উপাদানের তৈরী কোন গ্রন্থকে পবিত্র বলাটাও যুক্তিযুক্ত নয় l যদি গ্রন্থটিকে পবিত্রই বলতে হয় তবে গ্রন্থ তৈরির উপাদানকে অবশ্যই পবিত্র উপাদান দিয়ে তৈরী করতে হবে l তবেই সেই গ্রন্থকে পবিত্র বলা যাবে l এক্ষেত্রে ধর্মগ্রন্থের পাশাপাশি আরোও অনেক গ্রন্থকেই পবিত্র বলা যাবে l
আবার পৃথিবীর সব ধর্মগ্রন্থই ভুল এবং মিথ্যে কথা বলেছে জগত সম্পর্কে l কোন ধর্মই সত্যি ভাবে বিশ্বজগত এবং মানব সভ্যতা সম্পর্কে সত্যি কথা বলেনি l অর্থাত ধর্ম গ্রন্থগুলো মিথ্যে কথা বলেছে l আর তাই কোন ধর্ম গ্রন্থই পবিত্র বা সত্য নয় l
আর তাই পৃথিবীর কোন ধর্মগ্রন্থই পবিত্র হবার যোগ্যতা রাখে না l সুতরাং পৃথিবীর কোন ধর্মগ্রন্থই পবিত্র নয় l

No comments:

Post a Comment