Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত তত্ব প্রমান দিচ্ছে সৃষ্টিকর্তা নেই l

বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত তত্ব প্রমান দিচ্ছে সৃষ্টিকর্তা নেই l

বিগ ব্যাং থিওরি ( যেটা সত্য প্রমানিত হয়েছে) বলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে প্রকৃতির নিজের বৈশিষ্টের জন্য l এটাতে সৃষ্টিকর্তার কোনো ভুমিকা নেই l এমনকি বিগ ব্যাং-এর আগে কেউ ছিলনা কারণ এর পূর্বে সময়ই ছিলনা l সময় তৈরী হয়েছিল বিগ ব্যাং-এর পর থেকে l ফলে এর আগে কোনো সৃষ্টি কর্তা থাকা সম্ভব না l

আর বিবর্তনবাদ (যেটা সত্য প্রমানিত হয়েছে) বলে যে মানুষ এবং পৃথিবীর সব প্রাণী তৈরী হয়েছে এক কোষী প্রাণী থেকে l প্রত্যেকটি প্রাণীই বিবর্তনের মাধ্যমে বহু প্রজাতিতে বিভক্ত হয়ে গেছে l তার ফলে বিভিন্ন প্রাণীর মধ্যে মিল খুঁজে পাওয়া যায় l যেমন বানর , শিপ্পাঞ্জি , মানুষ - এদের মধ্যে শারীরিক গঠনের মিল পাওয়া যায় l এমন কি শিপ্পাঞ্জির আচরণের মধ্যেও কিছু মানুষের বৈশিষ্ট আছে l ফলে এর থেকে বোঝা যায় যে এদের পূর্ব পুরুষ ছিল একটাই এবং লক্ষ লক্ষ বছরের ব্যবধানে সেই পূর্ব পুরুষ বিভিন্ন প্রজাতিতে বিভক্ত হয়ে তৈরী হয়েছে মানুষ , বানর আর শিপ্পাঞ্জি l
আবার বিড়াল, বাঘ, সিংহ - এদের মধ্যে শারীরিক অনেক মিল আছে l দেখতেও একই রকম দেখায় l এমন কি বাঘ সিংহের থাবার মত বিড়ালের থাবা আছে আর এদের পায়ের গঠন, চলা ফেরা ইত্যাদি প্রায় একই রকম l এর থেকে বোঝা যায় যে এদের পূর্ব পুরুষ ছিল একই l লক্ষ লক্ষ বছরের ব্যবধানে সেই পূর্ব পুরুষ বিভিন্ন প্রজাতিতে বিভক্ত হয়ে তৈরী হয়েছে বিড়াল ও বাঘ l

আবার কুকুর শিয়াল নেকড়ে - এদের শারীরিক ও আচরণ গত অনের মিল পাওয়া যায় l দেখতেও প্রায় একই রকম l এর থেকে বুঝা যায় যে এদের পূর্ব পুরুষ লক্ষ লক্ষ বছরের ব্যবধানে বিভিন্ন প্রজাতিতে বিভক্ত হয়ে তৈরী করেছে কুকুর শেয়াল ও নেকড়ে l
আবার ছাগল ভেরা এগুলোর মধ্যেও সে রকম মিল পাওয়া যায় l ফলে বোঝা যায় এগুলো বিবর্তলের ফলে বিভিন্ন প্রজাতিতে বিভক্ত হয়ে গেছে l
গরু মহিষ এগুলোর মিল অনেক বেশি ফলে খুব সহজেই বোঝা যায় যে এগুলোর পূর্ব পুরুষ একিই ছিল l
আবার টিকটিকি দেখতে কুমিরের মতই l
ইদুর বেজি দেখতে একই রকর l
বিভিন্ন পাখির গঠনের সাথে হাস মুরগির গঠনে অদ্ভুত মিল পাওয়া যায় l এমন কি ময়ুর উটপাখি এগুলোর সাথেও পাখির অভূত পূর্ব মিল পাওয়া যায় l
বিভিন্ন মাছের গঠনে যে কি পরিমান মিল সেটাতো সবারই জানা l
প্রকৃতির সব প্রাণীর মধ্যেই এরকম একটার সাথে অন্যটার খুব মিল পাওয়া যায় l

আর এসব তথ্য যে বিবর্তন বাদের সপক্ষে খুব জুড়ালো প্রমান তা বলার অবকাশ রাখে না l
তাছাড়া বিভিন্ন প্রাণীর ফসিল , বিভিন্ন প্রাণীর মধ্যে ডিএনএ -এর গঠনের অভূতপূর্ব মিল থেকে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছে যে পৃথিবীর সব প্রাণীই বিবর্তনের মাধ্যমে আজকের অবস্থানে এসেছে l
মানুষের জ্ঞান বিকাশ এবং সভ্যতার উন্নতিও ধীরে ধীরে হয়ে আজকের অবস্থানে এসেছে l মানে মানুষের মস্তিস্কের বিকাশ হয়েছে লক্ষ লক্ষ বছরের ব্যবধানে l যেটা হয়েছে বিবর্তনের মাধ্যমেই l
সুতরাং বিবর্তন বাদ যে সত্যি সেটা পৃথিবীর সব প্রাণীই প্রমান দিচ্ছে l
আর এই মতবাদ প্রমান দিচ্ছে যে মানুষ বা অন্যন্য প্রানীকে কোনো সৃষ্টি কর্তা তৈরী করে নি l
পৃথিবীতে মানুষ সহ সমস্ত প্রাণী সৃষ্টি হয়েছে প্রাকৃতিক অবস্থা বা পরিবেশের গঠন বৈশিষ্টের জন্য l পৃথিবী প্রাণীর টিকে থাকার উপযোগী হবার পরেই তৈরী হয়েছিল অ্যামাইনো এসিড যা থেকে তৈরী হয়েছিল এক কোষী প্রাণী l তার থেকে তৈরী হয়েছিল বহুকোষী প্রাণী l আর তার থেকেই কোটি কোটি বছরের ব্যবধানে তৈরী হয়েছে আজকের প্রাণীজগত l
সুতরাং কোনো সৃষ্টিকর্তা এই প্রাণীজগত সৃষ্টি করেনি l
ফলে বিবর্তন বাদ প্রমান দিচ্ছে কোনো ঈশ্বর মানুষ কে তৈরী করে নি l প্রকৃতির আপন বৈশিষ্টের জন্যই মানুষ তৈরী হয়েছে l
আর এই দুটি মতবাদই ( বিগ ব্যাং এবং বিবর্তনবাদ ) বলে দিচ্ছে যে কোনো সৃষ্টিকর্তা নেই l
অর্থাত বাস্তব জগতে কোনো সৃষ্টিকর্তা নেই l এটা শুধু মানুষের কল্পনার জগতেই আছে l

বি : দ্র : এই পোস্টটি ধর্মান্ধদের জন্য নয় ; যারা যুক্তি প্রমানের উপরে স্থান দেয় মনের আবেগ এবং শৈশবের ভ্রান্ত ধারণা যা সমাজ সেই ধর্মান্ধ মানুষ গুলোর উপর চাপিয়ে দেয় l ফলে তারা সেই ভ্রান্ত বিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারে না l তাদের যুক্তি বুদ্ধি গুলো নিয়ন্ত্রণ করে সেই ভ্রান্ত বিশ্বাসের আবেগ l

No comments:

Post a Comment