আপনি নাস্তিক এটা নিয়ে গর্ববোধ করা উচিত আপনার
l
নাস্তিক হওয়া সহজ ব্যাপার নয় l জগতের সব মানুষ যখন অন্ধবিশ্বাসে এবং কুসংস্কার বিশ্বাসে মগ্ন ঠিক সেই সময়টিতে
আপনি সত্যকে মেনে নিয়েছেন এবং নাস্তিক হয়েছেন l জগতে অনেকে ধর্ম যে মিথ্যে এবং মানুষের তৈরী করা
ব্যবস্থা এই কথাটা বুঝতে পারে কিন্তু তারা তারপরেও মিথ্যে কাল্পনিক সৃষ্টিকর্তাকে অস্বীকার
করার সাহস দেখায় না l কিন্তু আপনি সত্যকে মেনে নিয়েছেন l আর এতে আপনি আপনার সৎ সাহস দেখাতে সক্ষম হয়েছেন l পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জ্ঞানী মানুষগুলো হয় নাস্তিক l আর আপনি এমন এক সময়ে নাস্তিক হয়েছেন যখন মানুষের মন অন্ধকারের অতল গভীরে তলিয়ে
আছে l সেখানে সত্যের আলো পৌছতে পারে না l কিন্তু আপনি আপনার মনকে সেই মিথ্যের অন্ধকারের কারাগার থেকে মুক্ত করতে পেরেছেন
l পৃথিবীর খুব কম মানুষ সেই সৌভাগ্য অর্জন করতে পারে l আর আপনি সেই সৌভাগ্যবানদের একজন l তাই আপনার এটা নিয়ে
গর্ব বোধ করা উচিত l
আপনার চারপাশে যে লোকগুলো আস্তিক তাদের জন্য
আপনার করুণা হওয়া উচিত l এরা প্রকৃত পক্ষে
অন্ধ এবং বাস্তবতা বর্জিত মানুষ l কুসংস্কারাচ্ছন্ন
এইসব অন্ধ এবং মিথ্যেকে বিশ্বাস কারীদের জন্য একজন নাস্তিকের করুণা ছাড়া আর কিছু দেখানোর
নেই l তারা তো বাস্তব জ্ঞান থেকে বঞ্চিত এবং সত্যের আলো থেকে বঞ্চিত
মানুষ l এরা বাঁচে মিথ্যের মধ্যে l মারা যায় মিথ্যেকে
বিশ্বাস করেই l এইসব অন্ধ কুসংস্কারাচ্ছন্ন মানুষদেরকে শুধু মাত্র করুণার চোখেই
দেখা যায় l আর তাই এইসব অন্ধ আস্তিকরা খারাপ চোখে দেখুক আর না দেখুক তাতে
কিছু আসে যায়না l বরং এই লোক গুলোকে ফাকি দিয়ে মানব সভ্যতায় কিছু যদি অবদান রাখতে
পারেন তবেই জীবনটা সার্থক হবে l তাই বেহেস্তের জন্য
নয় বরং মানবতার জন্য কিছু করার চেষ্টা করুন l আমাদের সমাজ ব্যবস্থাটাই
ঘুনে ধরা এবং প্রাচীন ধ্যান ধারণার সমাজ l এই সমাজের আনাচে কানাচে
কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের ভয়ংকর থাবা l এই থাবা থেকে মানবতাকে
বাচাতে আপনি অবদান রাখতে পারলেই আপনার জীবন পূর্ণতা পাবে l আর তাই আস্তিকদের মিথ্যে মন্তব্যে কান না দিয়ে আপনি আপনার জীবনকে অর্থ পূর্ণ করুন
মানবতার জন্য কাজ করে l মানবতার উন্নতি হলেই
কেবল মানব সভ্যতার উন্নতি করা সম্ভব l আর তাই আপনি নাস্তিক
হয়ে গর্ববোধ করুন যে আপনি কুসংস্কারকে এবং মানুষের অন্ধবিশ্বাসকে তুচ্ছ জ্ঞান করে মানবতার
জন্য লড়াই করছেন l আপনি নাস্তিক, মানবতার সেবক l পৃথিবীর অন্ধকার সময়ের আলোর প্রতিকৃত l অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের
হাত থেকে মানবতাকে বাচাতেই নাস্তিকদের আন্দোলন l আর আপনি সেই আন্দোলনের
একজন গর্বিত সদস্য l মানব ইতিহাসে নাস্তিকদের নাম একদিন সম্মানের সাথেই উচ্চারিত
হবে l কারণ নাস্তিকরাই সমাজ থেকে অন্ধ-বিশ্বাস, কুসংস্কার এবং মিথ্যে বিশ্বাস কে সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করে
দিবে l আর আপনি সেই দায়িত্ব পালন করছেন l সুতরাং আপনিও সেই সম্মানীয় নাস্তিকদের একজন l আর তাই এটা নিয়ে গর্ববোধ
করতে পারেন l অন্ধ আস্তিকগুলোকে পাত্তা না দিয়ে আপনি নাস্তিকতা নিয়ে গর্বিত
হোন l পৃথিবীতে একমাত্র নাস্তিকরাই সত্যকে মেনে নিতে পারে l আর আস্তিকগুলো যুগ যুগ ধরে চলে আসা কুসংস্কার এবং অন্ধ-বিশ্বাসগুলোকে বিশ্বাস
করে চলে অন্ধের মত l আর তাই তারা মানুষ হিসেবে নাস্তিকদের থেকে নিচু স্তরের l নাস্তিকরা প্রকৃত
সত্য জ্ঞানের অধিকারী l এবং পৃথিবীর শ্রেষ্ট
মানুষগুলোই নাস্তিক l আর আপনি নিজেকে সেই পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছেন l আপনি পৃথিবীর শ্রেষ্ট মানুষগুলোর মধ্যে একজন l
সব চেয়ে বড় কথা হলো একজন আস্তিককে অনেকগুলো
কঠিন ধাপ পার হয়ে নাস্তিক হতে হয় l আর আপনি সেই কঠিন
ধাপগুলো পার হতে পেরেছেন l পৃথিবীর শ্রেষ্ট মানুষ
গুলোই কেবল সেই কঠিন পথ পারি দিয়ে গর্বিত নাস্তিক হতে পারে l আপনি পৃথিবীর গর্বিত মানুষ গুলোর একজন l এটা নিয়ে আপনি গর্ববোধ
করতে পারেন l
অন্ধ আস্তিকদের কথায় কান দিবেন না l আপনি সম্মানিত, আপনি শ্রেষ্ঠদের একজন l এটা বুঝতে পারাটাই
এখন আপনার দায়িত্ব l
আর মানবতার জন্য কাজ করে যান l সমাজ থেকে কুসংস্কার এবং অন্ধ ও মিথ্যে বিশ্বাসগুলোকে উচ্ছেদ করতে সচেষ্ট হউন
l তবেই আপনার জীবন সার্থক হবে l আপনি পাবেন নাস্তিক হবার মহান গৌরব l
মানব সভ্যতার উন্নতিতে অংশগ্রহণ কারী গর্বিত
নাস্তিক যোদ্ধা l
No comments:
Post a Comment