বিজ্ঞানের মতে প্রতিটি বিক্রিয়ায় বিক্রিয়ার আগের বিক্রিয়ক গুলুর মোট পরিমান এবং উত্পাদক গুলুর মোট পরিমান সমান হবে l
অর্থাত , বিক্রিয়ক = উত্পাদক l
এই সূত্রের কখনো ব্যতিক্রম হয় না l
এবার আসি বিগ বাং এর ক্ষেত্রে , এই সুত্র অনুযায়ী বিগ ব্যাং -এর আগের মহাবিশ্বের সমস্ত উপাদান আর বিগ ব্যাং-এর পরের মহাবিশ্বের সমস্ত উপাদান সমান হবে l
সুতরাং বিগ ব্যাংএর থিওরি অনুযায়ী ,
বিগ ব্যাং-এর আগের সমস্ত উপাদান = বিগ ব্যাং-এর পরের সমস্ত উপাদান ,
বা, (শক্তি) * (অস্বিম) = ( শক্তি + পদার্থ )(অস্বিম)
এটা হবে বিজ্ঞানের থিওরি অনুযায়ী l
আবার ঈশ্বর অনুযায়ী ,
শূন্য * ঈশ্বরের ফুত্কার (আদেশ) = ( শক্তি + পদার্থ )(অস্বিম)
বা , শূন্য = ( শক্তি + পদার্থ )(অস্বিম)
কিন্তু আমরা জানি ( শক্তি + পদার্থ )(অস্বিম) কখনো শূন্য হতে পারে না l
অর্থাত ( শক্তি + পদার্থ )(অস্বিম) = শূন্য নয় l
সুতরাং ঈশ্বর কখনো শূন্য থেকে বিশ্বজগত সৃষ্টি করতে পারেন না l (প্রমানিত )
No comments:
Post a Comment