Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

পৃথিবীর কোন ধর্মই সত্যি নয় l

পৃথিবীতে যত ধর্ম আছে তার সবগুলোর অনুসারীরা নিজেদের ধর্মকে শ্রেষ্ট মনে করে l আর বাকি ধর্ম গুলোকে মিথ্যা বলে আখ্যায়িত করে l তাদের প্রত্যেকের ধারণা এবং বিশ্বাস যে একমাত্র তাদের ধর্মই পৃথিবীর সেরা এবং একমাত্র সত্যি ধর্ম l শুধু তাই নয়, তাদের বিশ্বাস তাদের সৃষ্টিকর্তা একমাত্র সত্যি আর বাকি ধর্মগুলোর সৃষ্টিকর্তা মিথ্যা এবং কাল্পনিক l আর তাদের সত্যি সৃষ্টিকর্তাই পারে তাদেরকে অর্থাত তাদের ধর্মের বিশ্বাসীদেরকে মুক্তি এবং জান্নাত বা স্বর্গ দিতে l এই বিশ্বাসটা সবধর্মের বিশ্বাসীদের l অর্থাত তাদের দাবি অনুযায়ী তাদের ধর্ম এবং তাদের সৃষ্টিকর্তা একমাত্র সত্য l অন্য দিকে বাকি সব ধর্ম মিথ্যা l
এখন আমরা মানবতা বাদীরা তাদের সবার কথাকেই সমান গুরুত্ব দিবো l তাদের বিশ্বাসগুলোর প্রতি সমান সম্মান দেখাবো l অর্থাত তাদের প্রত্যেকের ধর্মগুলোকে সমান মর্যাদা দিবো l এটাই মানবতাবাদীদের ধর্ম বা বৈশিষ্ট l
তাহলে ধরি সবার কথাই সত্য l অর্থাত তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন বিশ্বাসগুলো সত্য l কিন্তু তাদের ধর্মের মূল বৈশিষ্ট অনুযায়ী এক ধর্ম অন্য ধর্মকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করে বা আখ্যায়িত করে l অর্থাত তাদের দাবি অনুযায়ী প্রত্যেকের ধর্মই মিথ্যা l কারণ একই সাথে তাদের সব ধর্ম সত্যি হতে পারে না l কারণ ধর্মগুলো একটা আরেকটাকে মিথ্যা বলে আখ্যায়িত করে l অর্থাত তাদের দাবি অনুযায়ী কারো ধর্মই সত্যি নয় l সবার ধর্মই মিথ্যা কাল্পনিক এবং অন্ধবিশাস ও কুসংস্কারাচ্ছন্ন l
তাহলে আমরা মানবতাবাদীরা কারো ধর্মকেই খাটো করে দেখবো না l অর্থাত আমাদের কাছে সবার ধর্মই সমান মর্যাদা পাবে l
এখন যেহেতু কোন একজন মানুষের ধর্ম মতে বাকি ধর্ম গুলো মিথ্যা l এবং এটা সে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে এবং নানা যুক্তি প্রমান উপস্থাপন করে তার বিশ্বাসের পক্ষে l
তাহলে তার দাবি অনুযায়ী তার ধর্ম বাদে বাকি ধর্ম গুলো সম্পূর্ণ মিথ্যা l
আবার অন্য এক ধর্মের মানুষও মনে প্রাণে বিশ্বাস করে একমাত্র তাদের ধর্মই সত্য l এবং তার বিশ্বাসের পক্ষে নানা যুক্তি প্রমান উপস্থাপন করে l
এখন ভিন্ন ধর্মের এই দুই জনের বিশ্বাসকে সমান গুরুত্ব দিতে গেলে দেখা যাবে তাদের কারো ধর্মই সত্যি নয় l এক সাথে তাদের দুই জনের বিপরীতমুখী দাবি সত্যি হতে পারে না l
সুতরাং মানবতাবাদীর কাছে কোন ধর্মই সত্যি নয় l
আর এক সাথে সব ধর্ম সত্যি হওয়া সম্ভবও নয় l তাই পৃথিবীর কোন ধর্মই সত্যি নয় l

No comments:

Post a Comment