Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Thursday, June 26, 2014

অন্ধ বিশ্বাস, বিশ্বাস ও অবিশ্বাস :

অন্ধ বিশ্বাস, বিশ্বাস ও অবিশ্বাস :
মানুষ জন্মের পর থেকে তার বাবা-মার বিশ্বাস অন্ধভাবে বিশ্বাস করে চলে l এই অন্ধবিশ্বাসগুলো পরিবার এবং সমাজ মানুষের উপর চাপিয়ে দেয় যখন মানুষ বিশ্বাসের ক্ষমতা অর্জন করতে পারে না তার পূর্বেই  l ফলে এই বিশ্বাসগুলো কাজ করে অন্ধ-বিশ্বাস রূপে l  শৈশবের এই অন্ধ-বিশ্বাসগুলো মানুষের মনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে l ফলে সেই মানুষটি আর এই অন্ধবিশ্বাসের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারে না l বড় হয় বুদ্ধি বিবেক জাগ্রত হয় কিন্তু সেই বুদ্ধি দিয়ে মানুষ যখন কোন কিছু পর্যবেক্ষণ করে তখন সেই পর্যবেক্ষণগুলো সেই অন্ধবিশ্বাসের জাল দিয়ে ছেকে মানুষের মনে ঢুকে l এরফলে মানুষটি বাস্তব সত্য দেখতে পেয়েও তার অন্ধবিশ্বাসের বাইরে যেয়ে অন্য কিছু বিশ্বাস করতে পারে না l  বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের মধ্যে সবসময় একটা যুদ্ধ চলতে থাকে প্রত্যেক মানুষের মনে l কিন্তু অন্ধবিশ্বাস যেহেতু মানুষের মনকে চারদিক থেকে ঘিরে রাখে তাই বিশ্বাস কখনো মানুষের মনকে স্পর্শ করতে পারে না l ফলে যুক্তি বুদ্ধি সম্পর্ণ কোন মানুষ তার অন্ধবিশ্বাসের বাইরে যেতে পারে না l

মানুষের শৈশব অত্যন্ত গুরুত্বপূর্ণ l  মানুষ যখন শিশু অবস্থায় পৃথিবীতে আসে তখন তার সবকিছু থাকে শূন্য l তার জ্ঞান থাকে শুন্য, যুক্তি-বুদ্ধি থাকে শূন্য, বিশ্বাস থাকে শূন্য l  শিশু তার চারপাশের পরিবেশের কাছ থেকে জ্ঞান নেয় l তার মস্তিষ্কের গঠন হতে থাকে বয়স বৃদ্ধির সাথে সাথে l  সেই সাথে তৈরী হয় জ্ঞান, যুক্তি-বুদ্ধি, এবং বিশ্বাস l  শিশু যা তার বাবা - মা পরিবার এবং সমাজে ঘটতে দেখে তাই সে সত্যি বলে ধরে নেয় l তার চারপাশের মানুষ যা করে সেও সেটাকেই অবশ্য কর্তব্য হিসেবে শেখে l পরিবার এবং সমাজ মিলে তাদের কৃষ্টি কালচার প্রত্যেক শিশুর মধ্যে ঢুকিয়ে দেয় l প্রত্যেক শিশু শিক্ষা নেয় পরিবার ও সমাজ থেকে l আর এই শিক্ষা গুলোই সে সারাজীবন পরম সত্য হিসেবে বিশ্বাস করে চলে l পরিবার শিশুকে বিশ্বাস করতে শেখায় যে বিশ্বাস সে পরিবার পূর্ব পুরুষের কাছ থেকে উত্তরাধিকার সুত্রে পায় l প্রকৃত পক্ষে সেই বিশ্বাসগুলোকেও তাদের উপর চাপিয়ে দেয়া হয় l ফলে তারা সেই বিশ্বাস গুলোকে বিশ্বাস করে অন্ধের মত l তখন আর সেই বিশ্বাস গুলো আর বিশ্বাস থাকে না l  সেগুলো হয়ে যায় অন্ধ বিশ্বাস l বাবা-মা সেই অন্ধবিশ্বাসগুলোকেই বিশ্বাস মনে করে শিশুকে শেখায় বিশ্বাস করতে l যখন শিশুর বিশ্বাস করার ক্ষমতা তৈরী হয়ে উঠেনি তখন শিশুটি তার বাবা-মা এবং সমাজের অন্ধ-বিশ্বাসগুলোকে নিজের মধ্যে ধারণ করে চলে l শিশু বুঝতে পারে না সে কি ধারণ করছে l সে সত্যিটা শিখছে কিনা সেটা সে জানে না; কারণ তখনও তার যুক্তি-বুদ্ধি হয়ে উঠে না l  সে নিজের অজান্তেই বিশ্বাস করে চলে যখন তার বিশ্বাস করার শক্তিই ঠিক ভাবে তৈরী হয়ে উঠেনি l আর এই বিশ্বাস গুলোই সারাজীবন অন্ধের মত বিশ্বাস করে চলে সে l সে এই বিশ্বাসগুলোর বাইরে যাবার ক্ষমতা রাখে না l পরিবার সমাজ তার সেই ক্ষমতা নষ্ট করে দেয় l  সে তার বিশ্বাসের স্বাধীনতা পায় না কোনদিন l সে বড় হয়, যুক্তি বুদ্ধি তৈরী হয় কিন্তু সে আর তার অন্ধবিশ্বাসের বাইরে যেয়ে যুক্তি বুদ্ধি খাটাতে পারে না l তার মন অন্ধবিশ্বাসে ছেয়ে গেছে তার অনেক আগেই l আর তাই সে অন্ধ-বিশ্বাসী হয়ে জীবন কাটিয়ে দেয় l
সে জানে না সে বিশ্বাস করছে নাকি অন্ধ-বিশ্বাস করছে l যে অন্ধ-বিশ্বাস তার মনকে ঘিরে রেখেছে সেই অন্ধ-বিশ্বাসগুলো তাকে বুঝতে দেয়না তার বিশ্বাস অথবা অন্ধ-বিশ্বাস সম্পর্কে l
আর তাই একজন মানুষ শূন্য বিশ্বাস নিয়ে পৃথিবীতে এসে অন্ধ-বিশ্বাস নিয়ে বেচে থাকে সারাজীবন l এই অন্ধবিশ্বাসগুলোই নিয়ন্ত্রণ করে সে কি বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না l তার যুক্তি-বুদ্ধি এবং জ্ঞান কোন কাজ করতে পারে না সেই অন্ধ-বিশ্বাসের বিরুদ্ধে l

শিশু নিজে বিশ্বাস করার সুযোগ পায় না l পরিবার এবং সমাজ তার উপর তাদের বিশ্বাসকে চাপিয়ে দেয় l যখন তার বিশ্বাস করার ক্ষমতা তৈরীই হয়নি তখন l ফলে মানুষ হয় অন্ধবিশ্বাসী l বঞ্চিত হয় বিশ্বাস করার অধিকার থেকে l সারাজীবন সে অন্ধ-বিশ্বাসগুলোকে বিশ্বাস করে চলে অন্ধভাবে l কারণ বিশ্বাসগুলো সে নিজে বিশ্বাস করেনি l  পরিবার এবং সমাজ তাকে বিশ্বাসগুলো বিশ্বাস করতে বাধ্য করেছে যখন সে বিশ্বাস করার ক্ষমতাই অর্জন করতে পারেনি l ফলে অন্ধ-বিশ্বাস গুলো তার মনকে অন্ধকারে ঢেকে রাখে l সে পরবর্তিতে আর বিশ্বাস করতে পারে না স্বাধীনভাবে l  তার বিশ্বাস গুলো নিয়ন্ত্রণ করে তার উপর চাপিয়ে দেয়া অন্ধ-বিশ্বাসগুলো l
আর এভাবেই মানুষ অন্ধ-বিশ্বাসগুলোকে বিশ্বাস করে চলেছে যুগ যুগ ধরে l এবং অন্ধ বিশ্বাসগুলোই মানুষের বিশ্বাসগুলোকে নিয়ন্ত্রণ করে চলেছে যুগ যুগ ধরে l
বিশ্বাস তৈরী হয় বাস্তব জ্ঞান থেকে l যুক্তি-বুদ্ধি এবং বাস্তব জ্ঞান নিয়ন্ত্রণ করে বিশ্বাসকে l অন্ধ-বিশ্বাস চাপিয়ে দেয়া হয় মানুষকে l এবং মানুষ থাকে অন্ধ-বিশ্বাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণে l অন্ধ-বিশ্বাস মানুষের মনকে ঘিরে রাখে এক শক্ত প্রাচীরের মধ্যে l মানুষ এই প্রাচীর ভেদ করে বাইরে আসতে পারে না l  শৈশবের অন্ধ-বিশ্বাস কাজ করে ছাকনির মত l মানুষ চারপাশ থেকে বাস্তব জ্ঞান নিয়ে তার মনে পাঠায় l কিন্তু জ্ঞান মনে ঢুকার আগেই অন্ধবিশ্বাসের প্রাচীর বাধা দেয় l ছেকে নেয় ইচ্ছে মত l ফলে সেই ছাকনি ভেদ করে বিশ্বাস ঢুকতে পারে না মনে l ঢুকে ছেকে ছেকে l ফলে মন বুঝতে পারে না সত্যি মিথ্যের পার্থক্য l অন্ধ-বিশ্বাসগুলো মিথ্যেকেই সত্যি হিসেবে দেখায় মনকে l ফলে মন থেকে যায় অন্ধ বিশ্বাসের মিথ্যে মায়াজালে l
অন্ধ-বিশ্বাসের কাছে মন থাকে অসহায় অবস্থায় l মন তাই বুঝে অন্ধ-বিশ্বাস যা বুঝায় তাকে l মন থেকে যায় অন্ধকারে l সত্যের আলো সেখানে পৌছাতে পারে না অন্ধ-বিশ্বাসের প্রাচীর ভেদ করে l ফলে মন চিরকাল মিথ্যের অন্ধকারেই থেকে যায় l আর মানুষ হয় অন্ধ-বিশ্বাসী, কুসংস্কার বিশ্বাসী l

এভাবেই অন্ধ-বিশ্বাস মানুষকে ধোকা দিয়ে এসেছে চিরকাল l মানুষ থেকেছে মিথ্যের মায়া জালে l অন্ধ-বিশ্বাসের গোলাম হয়ে l বিশ্বাসের কোন স্থান নেই সেই অন্ধ-বিশ্বাসের রাজত্বে l
এভাবেই বিশ্বাস পরাজিত হয়েছে অন্ধ-বিশ্বাসের কাছে চিরকাল ধরে l এভাবেই চলবে অন্ধ-বিশ্বাসের রাজত্ব চিরকাল ধরে l মুক্তি মিলবে না অসহায় মনের l মানুষ থেকে যাবে অন্ধ-বিশ্বাসের দাস হয়ে l

মুক্তি মিলবে অবিশ্বাসে l অবিশ্বাস দিতে পারবে মুক্তি অন্ধ-বিশ্বাসের দাসত্ব থেকে l অন্ধ-বিশ্বাসকে ভেঙ্গে চুরে মনকে রক্ষা করতে পারে একমাত্র অবিশ্বাস l অবিশ্বাস করতে পারে সত্য মিথ্যের পার্থক্য l  মনকে করতে পারে জাগ্রত l অন্ধ বিশ্বাস হয় পরাজিত অবিশ্বাসের কাছে l রাজত্ব এনে দেয় বিশ্বাসের l মন বিশ্বাস করতে পারে স্বাধীনভাবে l যে বিশ্বাস পরাজিত থাকে অন্ধ-বিশ্বাসের কাছে; সেই বিশ্বাসকে ক্ষমতা ফিরিয়ে দিতে পারে একমাত্র অবিশ্বাস l অবিশ্বাস অন্ধ-বিশ্বাসকে পরাজিত করে প্রতিষ্ঠিত করে বিশ্বাসের রাজত্ব l  মন পায় মুক্তি এবং বিশ্বাস করার স্বাধীনতা l অন্ধ-বিশ্বাসের মিথ্যের রাজত্ব থেকে মুক্তি পেয়ে মন পায় বিশ্বাসের রাজত্ব l প্রতিষ্ঠিত হয় সত্য l আলোকিত হয় মন l স্বাধীন হয় মন l মুক্তি মেলে মানুষের l
সত্য হয় প্রতিষ্ঠিত l

No comments:

Post a Comment