Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

প্রশ্ন : পৃথিবী এমন মানুষ ও অন্যান্য প্রাণীর বসবাসের উপযোগী হলো কি করে ? প্রকৃতির তো কোনো বুদ্ধি নেই তাহলে সে পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করে তৈরী করলো কিভাবে ? তবে কি এসব সৃষ্টি কর্তা সৃষ্টি করেছেন মানুষের উপযোগী করে ?



ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন l তাই উত্তর দিতে ইচ্ছে হচ্ছে !
না প্রকৃতির বুদ্ধি নেই l তাহলে পৃথিবীতে মানুষ তথা অন্যান্য প্রানী বসবাসের উপযুগী হলো কিভাবে ? অন্য কোথাওতো এরকম বসবাসের উপযুগী গ্রহ বা উপগ্রহ পাওযা যায় নি যেখানে পৃথিবীর মত এমন বসবাস উপযোগী পরিবেশ আছে l
আচ্ছা আমরা কি এভাবে কখনো চিন্তা করে দেখেছি যে পৃথিবী প্রানীদের বসবাসের উপযোগী বলেই এখানে প্রানের উদ্ভব হয়েছে l এবং এখানে মানুষ ও অন্যান্য প্রাণী টিকে আছে l কখনো যদি পৃথিবীর পরিবেশ প্রাণীর বসবাসের অনুকুল না থাকে তবে কিন্তু মানুষ ও অন্যান্য প্রাণী টিকে থাকতে পারবে না l
তাই ব্যাপারটা আমরা এভাবেও চিন্তা করতে পারি যে পৃথিবী প্রাণীর উপযোগী বলেই এখানে প্রাণীর উদ্ভব হয়েছে l এইখানে প্রানের উদ্ভব হবে বলেই প্রকৃতি পৃথিবীকে এভাবে তৈরী করেনি l
লক্ষ করে দেখবেন যে মহাবিশ্বের কোথাও প্রানের অস্তিত্ব পাওয়া যায়নি l যেমন মঙ্গল গ্রহ সেখানেও তো মানুষ বা অন্যান্য প্রাণীর উদ্ভব হতে পারত l কিন্তু হয়নি l কারণ সেখানে এই প্রাণী গুলোর বেচে থাকা সম্ভব না l যদি কোনো প্রাণীর উদ্ভব হয়েও থাকে তবে সে টিকতে পারবে না l ( কিন্তু কৃতিম ভাবে মঙ্গল গ্রহেও এই প্রানিগুলুকে বাঁচিয়ে রাখা সম্ভব l সম্ভব একটা সভ্যতার সৃষ্টি করতে l )
আবার যদি মহাকাশের কোথাও প্রাণীর বসবাসের উপযোগী পরিবেশ থাকে কোনো গ্রহ বা উপগ্রহে সেখানে বিস্মিত হয়ে দেখবেন কোনো না কোনো প্রাণীর উদ্ভব হয়েছে l
ফলে এটাই প্রমানিত হয় যে যেখানেই প্রাণী বসবাসের উপযোগী পরিবেশ আছে সেখানেই প্রাণীর উদ্ভব হয় l প্রাণীর উদ্ভব হবে বলেই সেই পরিবেশকে প্রাণীর বসবাসের উপযোগী করে তৈরী করা হয়েছে এই যুক্তিটা অমূলক l
তাই পৃথিবীতে মানুষ ও অন্যান্য প্রাণী বেচে থাকবে বলেই পৃথিবীটা কে এরকম বসবাসের উপযোগী করা হয়েছে ভাবার কোনো কারণ নেই l

No comments:

Post a Comment