Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Wednesday, June 25, 2014

আল্লাহর অন্ধকার সম্পর্কে অজ্ঞতা :

০৬) সুরা আল আন-আম ; আয়াত ০১ :
"যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যে যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার; এটা সত্বেও যারা কুফুরি করেছে তারা তাদের প্রতিপালকের সমকক্ষ নিরুপন করলো / " ( অনুবাদ - প্রফেসর ড: মুহাম্মদ মুজিবুর রহমান )

এই আয়াতে বলা হয়েছে যে, সব প্রশংসা আল্লাহর যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন / তবুও কাফের অর্থাত অবিশ্বাসীরা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করে /
অর্থাত আল্লাহ আকাশসমূহ এবং পৃথিবী তৈরী করেছেন / এবং অন্ধকার ও আলোও তৈরী করেছেন / কিন্তু তারপরেও মানুষ তার সাথে অন্য কাউকে তার সমকক্ষ স্থির করে /
লক্ষ করুন বলা হচ্ছে যে আল্লাহ আলো সৃষ্টি করেছেন এবং অন্ধকারও সৃষ্টি করেছেন /

এই আয়াত অনুযায়ী আল্লাহ আলো তৈরী করেছেন এবং অন্ধকার তৈরী করেছেন / কিন্তু অন্ধকারকে তৈরী করা যায়না / কারণ অন্ধকারের আলাদা কোন অস্তিত্ব নেই / অন্ধকার হলো আলোর অনুপস্থিতি / অর্থাত যেখানে কোন আলো নেই এবং কোনো কিছুই নেই সেটাই হচ্ছে অন্ধকার / অর্থাত যেখানে কোন প্রকার আলো নেই; তার মানে আলোর অনুপস্থিতিই হচ্ছে অন্ধকার / যেখানে আলো থাকবে না এবং কিছুই থাকবে না সেখানেই অন্ধকার হবে / কিছু (কোন আলো) না থাকাই হচ্ছে অন্ধকার / অন্ধকারের আলাদা কোন অস্তিত্ব নেই আর তাই অন্ধকার কে সৃষ্টি করা যায় না ! আলো একটা শক্তি অর্থাত আলোর অস্তিত্ব আছে / কিন্তু যেখানে আলো নেই, কোন প্রকার আলো নেই, কিছুই নেই সেটাই হচ্ছে অন্ধকার / যেখানে কোন কিছুই (আলো) সৃষ্টি করা হয়নি সেটাই হচ্ছে অন্ধকার / তাই অন্ধকারকে সৃষ্টি করা যায় না / কিন্তু আল্লাহ বলছেন যে তিনি অন্ধকার সৃষ্টি করেছেন সেটা বৈজ্ঞানিক ভাবে ঠিক নয় / অর্থাত এটা একটা ভুল কথা / সত্যি হচ্ছে অন্ধকারের আলাদা কোন অস্তিত্ব নেই আর তাই অন্ধকারকে সৃষ্টি করা সম্ভব নয় / কিন্তু আল্লাহ বলছেন অন্ধকারকে তিনি সৃষ্টি করেছেন / যেটা একটা ভুল কথা /

আর আল্লাহ এই ব্যাপারটা জানতই না যে অন্ধকার বলতে প্রকৃত পক্ষে কিছু নেই ; (আলো) নেই সেটাই যে অন্ধকার সেটাই সে জানে না ! আর তাই আল্লাহ মনে করেছে আলো যেমন তৈরী করা যায় অন্ধকার কেও তেমনি তৈরী করা যায় ! প্রকৃত পক্ষে অন্ধকারের আলাদা কোন অস্তিত্ব নেই / আলোর অনুপস্থিতিই হচ্ছে অন্ধকার !

আল্লাহ কত বোকা আর মুর্খ, এই সহজ ব্যাপারটাই সে জানে না !!!!!!

No comments:

Post a Comment