ধর্ম
মানব সভ্যতায় অবদান রেখেছে ঠিকই কিন্তু সেটা মানুষকে কতটুকু উন্নত করতে
পেরেছে সেটা ভেবে দেখার বিষয় ! প্রাচীন কালে হয়তবা মানুষের ক্ষুদ্র জ্ঞানে
ধর্ম কিছুটা ভুমিকা রেখেছে ! কিন্তু মানব সভ্যতার এত উচ্চতায় এসে কিন্তু
ধর্ম মানুষকে পিছনে আটকিয়ে ধরে রেখেছে ! মানুষ এখন ধর্মের চেয়েও অনেক সভ্য
হয়েছে ! ধর্ম যে দায়িত্ব পালন করেছে সেটা হয়ত ঠিক আছে ! কিন্তু এখন সময়
এসেছে ধর্মের অবসর নেবার ! মানুষ কে এখন আরো বেশি সভ্য হতে হবে ! আর ধর্ম
সেটাতে বাধা হয়ে দাড়াচ্ছে ! তাই ধর্মকে জাদুঘরে পাঠিয়ে মানুষের মনুষ্যত্বকে
অর্থাত মানবতা বোধকে কাজে লাগাতে হবে ! মানুষকে আরো সভ্য মানুষে উন্নীত
করতে ধর্মের বিনাশ করে মানবতার বিকাশ ঘটানোর খুব প্রয়োজন বর্তমান পৃথিবীর !
Ami Atheist Pages
Translate
Search This Blog
বিশেষ সতর্কবার্তাঃ
এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।
good job thank you for your blog.
ReplyDelete