মুসলমানদের আল্লাহ কি মানুষের কাছে পরাজিত হলো ?
আল্লাহ কোরান-এ বলেছেন
"হে জ্বীন ও মানবকুল; নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম কর l কিন্তু ছাড়পত্র ব্যতিত তোমরা তা অতিক্রম করতে পারবে না l" ( সুরা আর রহমান; আয়াত ৩৩)
এই আয়াতে আল্লাহ বলছেন মানুষ কখনো পৃথিবী অথবা আকাশের স্বীমানা অতিক্রম করতে পারবে না l অথবা পৃথিবী এবং আকাশের স্বীমানা থেকে বেরিয়ে যেতে পারবে না l একমাত্র আল্লাহর অনুমতিতেই মানুষের আকাশ এবং পৃথিবীর স্বীমানা অতিক্রম করা সম্ভব l আল্লাহর অনুমতি ছাড়া মানুষ কখনো আকাশ বা পৃথিবীর স্বীমানা ছেড়ে বেরিয়ে যেতে পারবে না অথবা এদের স্বীমানা অতিক্রম করতে পারবে না l
আল্লাহ এই চ্যালেঞ্জ করেছে মানুষকে l কিন্তু মানুষ পৃথিবী ছাড়িয়ে এবং আকাশ ছাড়িয়ে মহাকাশে গিয়েছে l মহাকাশে মহাকাশ স্টেশন তৈরী করেছে l চাদে গিয়েছে l ( এবং কয়েক বছর পরে মঙ্গল গ্রহেও যাবে l )
কিন্তু মানুষের আল্লাহর কাছে অনুমতি নেবার প্রয়োজন পড়েনি l মানুষ নিজের ইচ্ছেতে এবং সম্পূর্ণ আল্লাহর অনুমতি ব্যতিত পৃথিবী এবং আকাশের স্বীমানা অতিক্রম করেছে l
তাহলে আল্লাহ চ্যালেঞ্জে হেরে গেল না কি ? আল্লাহ চ্যালেঞ্জ দিল মানুষ পারবে না কিন্তু মানুষ আল্লাহর চ্যালেঞ্জকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পৃথিবী এবং আকাশের স্বীমানা অতিক্রম করলো l
আর এর মধ্যে দিয়ে আল্লাহ মানুষের কাছে পরাজিত হলো l
আল্লাহ কি জানত না মানুষ একদিন পৃথিবী এবং আকাশের স্বীমানা অতিক্রম করবে ?
যদি জানত তাহলে কি এমন একটা চ্যালেঞ্জ দিত যেটা মানুষ কয়েকশ বছর পরেই সফল হবে !
মানুষের ক্ষমতা সম্পর্কে আসলে আল্লাহর কোন ধারনায় নেই l আল্লাহ আজ থেকে ১৪০০ বছর আগের ধ্যান ধারণা নিয়েই বসে আছে l
মানুষ আকাশ ছাড়িয়ে মহাকাশের অন্য প্রান্ত নিয়ে চিন্তা ভাবনা করছে আর সেখানে আল্লাহ প্রাচীন কালের মানুষের মিথ্যে ধারণা নিয়ে বসে আছে যে মানুষ কখনো পৃথিবী এবং আকাশের স্বীমানা ছেড়ে বেরিয়ে যেতে পারবে না l
সত্যি বড় অদ্ভুত আল্লাহ !
আল্লাহ কোরান-এ বলেছেন
"হে জ্বীন ও মানবকুল; নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম কর l কিন্তু ছাড়পত্র ব্যতিত তোমরা তা অতিক্রম করতে পারবে না l" ( সুরা আর রহমান; আয়াত ৩৩)
এই আয়াতে আল্লাহ বলছেন মানুষ কখনো পৃথিবী অথবা আকাশের স্বীমানা অতিক্রম করতে পারবে না l অথবা পৃথিবী এবং আকাশের স্বীমানা থেকে বেরিয়ে যেতে পারবে না l একমাত্র আল্লাহর অনুমতিতেই মানুষের আকাশ এবং পৃথিবীর স্বীমানা অতিক্রম করা সম্ভব l আল্লাহর অনুমতি ছাড়া মানুষ কখনো আকাশ বা পৃথিবীর স্বীমানা ছেড়ে বেরিয়ে যেতে পারবে না অথবা এদের স্বীমানা অতিক্রম করতে পারবে না l
আল্লাহ এই চ্যালেঞ্জ করেছে মানুষকে l কিন্তু মানুষ পৃথিবী ছাড়িয়ে এবং আকাশ ছাড়িয়ে মহাকাশে গিয়েছে l মহাকাশে মহাকাশ স্টেশন তৈরী করেছে l চাদে গিয়েছে l ( এবং কয়েক বছর পরে মঙ্গল গ্রহেও যাবে l )
কিন্তু মানুষের আল্লাহর কাছে অনুমতি নেবার প্রয়োজন পড়েনি l মানুষ নিজের ইচ্ছেতে এবং সম্পূর্ণ আল্লাহর অনুমতি ব্যতিত পৃথিবী এবং আকাশের স্বীমানা অতিক্রম করেছে l
তাহলে আল্লাহ চ্যালেঞ্জে হেরে গেল না কি ? আল্লাহ চ্যালেঞ্জ দিল মানুষ পারবে না কিন্তু মানুষ আল্লাহর চ্যালেঞ্জকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পৃথিবী এবং আকাশের স্বীমানা অতিক্রম করলো l
আর এর মধ্যে দিয়ে আল্লাহ মানুষের কাছে পরাজিত হলো l
আল্লাহ কি জানত না মানুষ একদিন পৃথিবী এবং আকাশের স্বীমানা অতিক্রম করবে ?
যদি জানত তাহলে কি এমন একটা চ্যালেঞ্জ দিত যেটা মানুষ কয়েকশ বছর পরেই সফল হবে !
মানুষের ক্ষমতা সম্পর্কে আসলে আল্লাহর কোন ধারনায় নেই l আল্লাহ আজ থেকে ১৪০০ বছর আগের ধ্যান ধারণা নিয়েই বসে আছে l
মানুষ আকাশ ছাড়িয়ে মহাকাশের অন্য প্রান্ত নিয়ে চিন্তা ভাবনা করছে আর সেখানে আল্লাহ প্রাচীন কালের মানুষের মিথ্যে ধারণা নিয়ে বসে আছে যে মানুষ কখনো পৃথিবী এবং আকাশের স্বীমানা ছেড়ে বেরিয়ে যেতে পারবে না l
সত্যি বড় অদ্ভুত আল্লাহ !
No comments:
Post a Comment