Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Thursday, October 23, 2014

মুসলমানরা কবে বুদ্ধিমান হবে ?

মুসলমানরা কবে বুদ্ধিমান হবে ?
৩৪) সুরা সাবা আয়াত ০৯
"তারা কি তাদের সম্মুখে ও পশ্চাতে, আসমান ও যমিনে যা আছে তার প্রতি লক্ষ করে না ? আমি ইচ্ছে করলে তাদেরকেসহ ভূমি ধ্বসিয়ে দিবো অথবা তাদের উপর আকাশের কোন খন্ডের পতন ঘটাব, আল্লাহ অভিমুখী প্রতিটি বান্দার জন্যে এতে অবশ্যই নিদর্শন রয়েছে l "
এটি কুরআনের একটি আয়াত যেখানে আল্লাহ মানুষকে ভয় দেখাচ্ছে আকাশের কোন খন্ডের পতন ঘটিয়ে মানুষকে শাস্তি দেবার ! আর বোকা মুসলমানরাও আল্লাহর হুমকিতে ভীত হয়ে যাচ্ছে ! এই বোকা মুসলমানদেরকে কে বুঝাবে আকাশ হচ্ছে বায়ুবিও পদার্থের তৈরী l আর তাই এটির কোন খন্ডকে কারো উপরে ফেলে দেয়ার ভয় দেখানো বোকামি (আসলে গাধামি) l আসলে আল্লাহ জানতো না আকাশ আসলে কি ! আল্লাহ ভেবেছে আকাশ বুঝি কোন কঠিন পদার্থের তৈরী ! মুসলমানরা এই গাধা আল্লাহকেই সর্বজ্ঞানী বলে ডাকে ! আসলে আল্লাহ হচ্ছে একজন মুর্খ মানুষ !

1 comment:

  1. ভাই আস্তে বলেন কেউ শুনবে। আকাশের সিমানায় কি পৌছতে পেরেছেন? লক্ষ লক্ষ নক্ষত্রের নিকটেই তো যেতে পারেননি। সূর্য নামের নক্ষত্রের নিকটই যেতে পারেন নাই। তার উপড় তো লক্ষ লক্ষ নক্ষত্র। আপনি বাংলাদেশে থেকে বলেন দিল্লি কত দুর। ভাই মাথায় রাখবেন, বিজ্ঞান পরিবর্তণশীল।

    ReplyDelete