ছোট বেলা থেকে শুনে আসছি আমাদের প্রত্যেকের
কাধে দুইজন করে ফেরেস্তা থাকে l তারা মানুষের পাপ-পুন্যের
হিসাব রাখে l ডান কাধের ফেরেশতা লিখে মানুষের পুন্যের হিসাব
এবং বাম পাশের ফেরেশতা লিখে পাপের হিসাব l তারা যুগ যুগ
ধরে মানুষের পাপ-পুন্যের হিসাব রেখে চলেছে l প্রাচীন কাল থেকে তারা মানুষের পাপ-পুন্যের হিসাব রেখেছে লিখে লিখে l ইসলাম আসার পূর্বেই মানুষ লেখার পদ্ধতি আবিষ্কার করেছে l
তখন থেকেই মানুষ লিখে রাখতো সব কিছু l এবং ফেরেশতারাও পাপ-পুন্যের হিসাব রাখে লিখে লিখে l
কিন্তু মানুষ আধুনিক যুগে এসে টাইপ রাইটার
এবং কম্পিউটার আবিষ্কার করেছে l সব ধরনের কাজ বর্তমানে
কম্পিউটারের মাধ্যমে করা হয় l মানুষ লেখালেখির সব
কাজ বর্তমানে কম্পিউটারের মাধ্যমে করে থাকে l
তাহলে এখন কি সেই কাধের ফেরেশতা দুটো কি কাগজে
লিখে, নাকি কম্পিউটারে লিখে ? যদি কাগজেই লিখে তবে বলতে হবে ফেরেশতা ব্যাক ডেটেড বা প্রাচীনই
রয়ে গেছে l আবার যদি কম্পিউটারে লিখে তবে প্রশ্ন আসবে
তারা কম্পিউটার টাইপিং কোথায় শিখলো l কারণ কম্পিউটার
আবিষ্কার করেছে মানুষ l আর তাই শিখতে হলে মানুষের
কাছেই আসতে হবে l তাছাড়া কোথায় শিখবে ?
No comments:
Post a Comment