স্টিফেন হকিংস এই প্রশ্নের উত্তরে বলেছেন
না সময় না থাকলে অর্থাত সময় সৃষ্টি হবার আগে সৃষ্টিকর্তা থাকা অসম্ভব l
মানুষের সভ্যতার মাঝামাঝি সময় থেকে বিংশ শতাব্দীর
শেষের সময় পর্যন্ত মানুষ ধারণা করতো এবং বিশ্বাস করতো সময় চিরকাল থেকে চলে এসেছে এবং
চিরকাল ধলে সময় থাকবে l অর্থাত সময় চিরন্তন
বা অনন্ত l মানুষ ধারণা করতো এবং বিশ্বাস করতো সময় চিরকাল
ছিল এবং চিরকালই থাকবে l আর তাই সৃষ্টিকর্তা
অনন্তকাল ধরে ছিল এবং অনন্তকাল ধরে থাকবে l অর্থাত কাল অনন্ত তাই সৃষ্টিকর্তাও অনন্ত l সময়ের এই ধারণার উপর গড়ে উঠে সৃষ্টিকর্তার ধারণা ও বিশ্বাস l এটা বিশ্বাস করে এসেছে মানুষ আধুনিক কাল পর্যন্ত l
কিন্তু বিংশ শতাব্দীর শেষের দিকে বিজ্ঞান
আবিষ্কার করেছে যে সময় অনন্ত বা চিরন্তন নয় l আর মহাবিশ্ব যেমন সৃষ্টি হয়েছে ঠিক সেভাবে সময়কেও সৃষ্টি হতে হবে l অর্থাত বিশ্বজগত যেভাবে সৃষ্টি হয়েছে ঠিক সে ভাবেই সময়ও সৃষ্টি
হয়েছে l অর্থাত সময় চিরন্তন বা অনন্ত নয় l
সময়ের শুরু আছে এবং এর শেষ থাকবে l
বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্ব এক বিন্দুতে
মিলিত হয়েছিল শূন্য সময় ব্যবধানে l অর্থাত বিশ্বজগতের
সমস্ত উপাদান এক বিন্দুতে মিলিত হয়েছিল কিন্তু তখন সময় বলতে কিছু ছিল না l সময় ছিল শূন্য l তাহলে বিগ ব্যাং
এর আগে কোন ঘটনা ঘটে নি l কারণ কোন ঘটনা ঘটতে
হলে সময় অতিবাহিত হতে হয় l অর্থাত সময় থাকতে হয়
l কিন্তু বিগ ব্যাং-এর আগে সময় ছিল না তাই এর আগে কোন ঘটনা ঘটেনি
l মহাবিশ্বের সমস্ত উপাদান এক বিন্দুতে থাকায় এর মধ্যে পদার্থ
বিজ্ঞানের সমস্ত সুত্র অকার্যকর ছিল l সময় ছিলনা,
ভর ছিলনা ছিল শুধু অসীম শক্তি l আর তাই এখানে সময় ছিল অকার্যকর l এই অবস্থায়
ঘনত্ব ছিল অসীম ফলে তাপ মাত্রা বেড়ে হয়েছে অসীম l আর এটা ঘটতে শূন্য সময় লেগেছে অর্থাত কোন সময় লাগেনি কারণ সময় তখনও তৈরীই হয়নি
l অসীম ঘনত্ব এবং অসীম তাপমাত্রার ফলে সংগঠিত হয় বিগ ব্যাং l
এবং সৃষ্টি হয় সময় এবং বিশ্বজগতের l অর্থাত বিশ্বজগত সৃষ্টির সাথে সাথেই সময়ের সৃষ্টি হয়েছে l আর তাই আমাদের বিশ্বজগত অনন্তকালের নয় l আমাদের বিশ্বজগত বিগ ব্যাং-এর পর থেকে l অর্থাত আমাদের বিশ্বজগত-এর শুরু আছে l কারণ বিশ্বজগত সময়ের মধ্য দিয়ে যাত্রা করে l আর তাই সময় না থাকলে বা সময় সৃষ্টি না হলে বিশ্বজগতের যাত্রা
হওয়া সম্ভব হবে না l তাই বিগ ব্যাং এর পর থেকে বিশ্বজগতের যাত্রা
শুরু হয়েছে সময় তৈরী হবার পর থেকে l অনন্ত কাল থেকে
নয় l আর তাই আমাদের বিশ্বজগত চিরকালের নয় l বরং বিগ ব্যাং-এর পর থেকে বিশ্বজগতের শুরু l কারণ সময়ের বা কালের শুরু সেখান থেকেই l
সুতরাং বিগ ব্যাং-এর পূর্বে কিছু ঘটা সম্ভব
নয় l কারণ কিছু ঘটার জন্য সময় অতিবাহিত হতে হবে l
আমাদের বিশ্বজগতে যা কিছুই ঘটে তার সব কিছুই
ঘটতে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হতে হয় l যেকোন ঘটনা ঘটে সময় অতিবাহিত হবার মাধ্যমে l যদি সময় অতিবাহিত না হয় অর্থাত সময় স্থির থাকে তবে কোন ঘটনা ঘটবে না l কোন ঘটনা ঘটতে হলে অতি ক্ষুদ্র হলেও সময়ের প্রয়োজন হয় l
আর যদি সময় অতিবাহিত না হয়ে স্থির থাকে তবে কোন ঘটনা ঘটবে না
l কারণ সময় স্থির থাকলে সময় অতিবাহিত হবে শূন্য এবং এই শূন্য সময়
ব্যবধানে ঘটনা ঘটবে শূন্য l অর্থাত কোন ঘটনা ঘটবে
না l কোন ঘটনা ঘটতে হলে অবশ্যই কিছু সময় অতিবাহিত হতে হবে l
সেটা অতি ক্ষুদ্র এমনকি শূন্য সময়ের কাছাকাছি হলেও সেই অতি ক্ষুদ্র
সময় অতিবাহিত হয়ে সেই ঘটনাকে ঘটতে হবে l কিন্তু সময়
স্থির থাকলে বা সময় শূন্য থাকলে কোন ঘটনাই ঘটা সম্ভব নয় l
কিন্তু যদি সময় নিজেই অনুপস্থিত থাকে অর্থাত
সময় সৃষ্টিই না হয়ে থাকে তাহলে কোন ঘটনাই ঘটবে না l অর্থাত সময় স্থির থাকলে মহাবিশ্বও স্থির থাকবে l আবার সময় অনুপস্থিত থাকলে মহাবিশ্বের কোন ঘটনা বা যাত্রা থাকবে না l সময় অনুপস্থিত থাকলে মহাবিশ্ব হবে ঘটনা বা কোন ক্রিয়াহীন অবস্থা
l সেটা না থাকার মত l মানে শূন্য
সময়ে মহাবিশ্বের অবস্থা হবে শূন্য l এবং মহাবিশ্বের
অবস্থা হবে অস্তিত্ব হীনের মত l মহাবিশ্ব থাকবে কিন্তু
মহাবিশ্ব থাকবে না কারণ তখন সময় থাকবে শূন্য এবং মহাবিশ্বের ঘটমান ঘটনা বা অবস্থা হবে
শূন্য l
বিগ ব্যাং থিওরি অনুযায়ী বিগ ব্যাং-এর পূর্বে
সময় ছিল না l আর তাই এর পূর্বে কিছু ছিল না বা কোন ঘটনা
ঘটেনি অথবা মহাবিশ্বের অবস্থা ছিল শূন্য l
আর তাই এর পূর্বে কিছুই ছিল না বা কোন ঘটনাই
এর পূর্বে ঘটেনি l
তাহলে সৃষ্টি কর্তা থাকা সম্ভব নয় বিগ ব্যাং-এর
পূর্বে l কারণ সময়ের সৃষ্টি এবং বিশ্বজগতের যাত্রা
শুরু হয়েছে বিগ ব্যাং-এর পর থেকেই l চিরকাল থেকে
নয় l বিগ ব্যাং-এর পূর্বে কাল বা সময়ই ছিল না তাহলে চিরকাল-এর কাল
থাকবে কি করে ? সুতরাং বিশ্বজগত চিরকালের নয় আর তাই কোন সৃষ্টিকর্তা
চিরকাল থেকে বা অনন্তকাল থেকে থাকতে পারবে না l
এখন যদি সৃষ্টিকর্তা থেকে থাকে অনন্ত বা চিরকাল
থেকে তাহলে তাকে অবশ্যই সময় অতিবাহিত করে কোন ঘটনা বা কাজ করতে হবে l সৃষ্টিকর্তা যদি কোন কিছু সৃষ্টি করে বা সে কোথাও অবস্থান করে
তবে অবশ্যই সময় অতিবাহিত করে তাকে সেটা করতে হবে l
সৃষ্টিকর্তা যেটাই করুক না কেন তার জন্য সময়
অতিবাহিত করা ছাড়া কিছু করা সম্ভব হবে না l কারণ সময় অতিবাহিত হওয়া ছাড়া কিছু ঘটা বা করা সম্ভব নয় l সে যদি সৃষ্টিকর্তা হয় তবুও তাকে সময় অতিবাহিত করে তার সব কাজ
করতে হবে l যদি সে শূন্য সময়ে বা সময়ের অনুপস্থিতিতে
কোন কাজ করে বা কিছু সৃষ্টি করতে চায় তবে কাজ হবে শূন্য এবং সৃষ্টি হবে শূন্য পরিমান
l অর্থাত সময় অতিবাহিত করা ছাড়া এবং সময়ের অনুপস্থিতিতে তার কোন
কিছু করাই সম্ভব হবে না l
আবার যদি বিগ ব্যাং-এর আগে সৃষ্টিকর্তাকে
অবস্থান করতে হয় তবে তাকেও সময় অতিবাহিত করে অবস্থান করতে হবে l তার অবস্থান যদি হয় অসীমকাল বা অনন্তকাল তবে তাকে অসীম বা অনন্ত
কাল বা সময় অতিবাহিত করতে হবে l আবার সৃষ্টিকর্তা যদি
শূন্য সময় বা সময়ের অনুপস্থিতিতে অবস্থান করতে যায় তবে তার অবস্থান বা উপস্থিতি হবে
শূন্য l
কিন্তু বিগ ব্যাং-এর পূর্বে সময় তৈরীই হয়নি
l অর্থাত সময় অনুপস্থিত l আর তাই সৃষ্টিকর্তা থাকার মত বা সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকার মত সময় ছিল না বিগ
ব্যাং-এর পূর্বে l কারণ সময়ের সৃষ্টিই হয়নি তখন পর্যন্ত l
তাহলে সৃষ্টিকর্তারও অস্তিত্ব নেই বিগ ব্যাং
এর পূর্বে l সময় এবং মহাবিশ্ব যেমন সৃষ্টি হয়েছে বিগ ব্যাং-এর
মাধ্যমে এবং বিগ ব্যাং পর থেকে ঠিক তেমনি সৃষ্টিকর্তার সৃষ্টি হতে হবে বিগ ব্যাং-এর
মাধ্যমে এবং বিগ ব্যাং-এর পর থেকে l
কিন্তু বিগ ব্যাং এর মাধ্যমে বা এর পর থেকে
যদি সৃষ্টিকর্তার সৃষ্টি হয় বা সৃষ্টিকর্তার যাত্রা শুরু হয় তবে সেই সৃষ্টিকর্তার মহাবিশ্ব
সৃষ্টি করা সম্ভব হবে না l কারণ তাহলে তাকে বিগ
ব্যাং-এর পূর্বে উপস্থিত থাকতে হবে l কিন্তু যেহেতু
বিগ ব্যাং-এর পূর্বে সৃষ্টিকর্তার উপস্থিত থাকা সম্ভব নয় কারণ তখন সময় তৈরিই হয়নি;
তাই বিগ ব্যাং-এর পূর্বে সৃষ্টিকর্তার উপস্থিত থাকা সম্ভব নয়
l
অর্থাত বিগ ব্যাং-এর পূর্বে সৃষ্টিকর্তা উপস্থিত
ছিল না, তার উপস্থিত থাকার মত সময় তৈরী হয়নি বলে l
সুতরাং বিগ ব্যাং-এর পূর্বে সৃষ্টিকর্তা ছিল না l
সৃষ্টিকর্তা যদি থাকে তবে সে সৃষ্টি হয়েছে
বিগ ব্যাং-এর মাধ্যমে এবং বিগ ব্যাং-এর পর থেকে l
কিন্তু সৃষ্টিকর্তা যদি বিগ ব্যাং-এর মাধ্যমে
এবং বিগ ব্যাং-এর পর থেকে সৃষ্টি হয় তবে সে আর সৃষ্টিকর্তা থাকে না l সে হয় একটা সৃষ্টি কিন্তু সৃষ্টিকর্তা নয় l
আর তাই বিগ ব্যাং এর পূর্বে কোন সৃষ্টিকর্তা
ছিল না এবং বাস্তব পৃথিবীতেও কোন সৃষ্টিকর্তা নেই l
আর এজন্যই পৃথিবীর সবচেয়ে মেধাবী ব্রেইন স্টিফেন
হকিংস সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন l
মহাবিশ্ব অনন্তকালের নয় l এর যাত্রা বিগ ব্যাং থেকে l আর তাই অনন্ত ও চিরঞ্জীবি সৃষ্টিকর্তা বলে কিছু নেই বিশ্বজগতে l
অর্থাত সৃষ্টিকর্তার কোন অস্তিত্ব নেই বিশ্বজগতে
l
লেখাটা অসাধারণ হয়েছে । খুব ভালো লেগেছে।
ReplyDelete