Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Friday, July 4, 2014

আসুন মুসলিম-খ্রীস্টান সব আস্তিক বিজ্ঞানের সত্যকে মেনে নেই !




পৃথিবী এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের জ্ঞানে l প্রাণী জগত এগিয়ে যাচ্ছে বিবর্তনের মাধ্যমে l কিন্তু মুসলমান এবং খ্রিষ্টানদের কিছু কিছু অতি-জ্ঞানী মানুষেরা পিছিয়ে যাচ্ছে (প্রাচীন কালের দিকে ) তাদের ধর্মের অজ্ঞানতার দ্বারা l

বিজ্ঞান বলছে বিশ্বজগত এবং প্রাণী জগত কোন সৃষ্টিকর্তা সৃষ্টি করেনি l প্রকৃতি সৃষ্টি করেছে মহাবিশ্ব এটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়ে তৈরী করেছে আমাদের এই বিশ্বজগতকে l
বিশ্বজগত তৈরির প্রক্রিয়ায় সৃষ্টিকর্তা থাকার সম্ভাবনা শূন্য l মানুষ সহ সমগ্র জীবজগত তৈরী হয়েছে জড় পদার্থের এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে l

বিজ্ঞানের মতে বিশ্বজগতের সর্বমোট উপাদান ছিল বিশ্বজগত সৃষ্টির শুরু থেকেই এবং বিগ ব্যাং নামে এক মহা বিস্ফোরণ-এর মাধ্যমে সৃষ্টি হয়েছে আমাদের এই বিশ্বজগত l বিশ্বজগত সৃষ্টির পর কেটে গেছে সাড়ে চারশো কোটি বছর l এর মধ্যে তৈরী হয়েছে গ্যালাক্সিগুলো এবং নক্ষত্র ও গ্রহ উপগ্রহগুলো l এর  মধ্যে তৈরী হয়েছে জড় পদার্থ থেকে জৈবিক পদার্থ যেমন এমাইনো এসিড, প্রোটিন প্রভৃতি l
পরবর্তিতে তৈরী হয়েছে আরএনএ (RNA ) এবং ডিএনএ (DNA) l যেটা প্রাণীজগত তৈরী হবার মূল ধাপ l এই ধাপ পার হবার পরেই তৈরী হয়েছে  প্রথম জীব এককোষী ব্যাকটেরিয়া বা এমিবা এবং এই এককোষী প্রাণী পরবর্তিতে কোষ বিভাজনের মাধ্যমে তৈরী করেছে দ্বিকোষী এবং বহুকোষী উদ্ভিদ ও প্রাণী l এবং এই বহুকোষী উদ্ভিদ ও প্রাণীই পরবর্তিতে তৈরী করেছে উচু স্তরের উদ্ভিদ, অমেরুদন্ডি প্রাণী এবং পর্যায়ক্রমে মেরুদন্ডি প্রাণী এভাবেই তৈরী হয়েছে আজকের প্রাণী জগৎ এর মধ্যে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং এনেক প্রাণী নতুন তৈরী হচ্ছে l এভাবেই প্রাণী জগৎ বৈচিত্র বজায় রেখে চলেছে l আর এই তত্বকে বলা হয় বিবর্তনবাদ l এবং জড় বস্তু থেকে প্রানের উত্পত্তির তত্ত্ব  অরিজিন অফ স্পিসিস নামে পরিচিত l

এইযে বিশ্বজগত এবং প্রাণীজগত, এটি তৈরী হয়েছে প্রকৃতির (বিশ্বজগতকে এবং বিশ্বজগতের বৈশিষ্ট্যকে একসাথে প্রকৃতি বলা হয়) আপন পদ্ধতিতে যেটা প্রকৃতি তার নিজের বৈশিষ্ট্য দিয়ে সম্পন্ন করেছে l
যেমন বিগ ব্যাং-এর সময় ঘনত্ব বেড়ে যাওয়ায় তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সংগঠিত হয়েছিল বিগ ব্যাং l আবার জড় পদার্থের সহজাত বৈশিষ্ট্য পরস্পরের সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরী করা l আর এই বৈশিষ্টের জন্য জড় পদার্থ পরস্পরের সাথে এক বিশের বিন্যাসে তৈরী করে জৈব পদার্থ যেগুলো আবার পরস্পরের সাথে সন্নিবেশিত হয়ে তৈরী করে জীব বা প্রাণ l আর প্রকৃতির এই বৈশিষ্টের জন্যই তৈরী হয়েছে বিশ্বজগতের এবং জীবজগতের l
তাই বিজ্ঞান কোন সৃষ্টিকর্তা থাকার সম্ভাবনাকে অদরকারী মনে করেছে l আবার বিগ ব্যাং থিওরি অনুযায়ী বিগ ব্যাং -এর পূর্বে সৃষ্টিকর্তা থাকার সম্ভাবনা শূন্য বা অসম্ভব l

এটা হচ্ছে বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য l অর্থাত এটি পরিবর্তন হবে না কখনও l এটা একটি সতসিদ্ধ সত্য l

কিন্তু এই সত্যিটা আস্তিকগুলো মেনে নিতে পারে না তারা কুসংস্কারের কারণে অথবা তাদের ধর্মের প্রতি অন্ধ-বিশ্বাসের কারণে বিজ্ঞানের সত্যকে অস্বীকার করে বিজ্ঞানের যেসব তত্ত্ব ধর্মের বিরুদ্ধে যায় সেসব তত্বকে তারা মিথ্যে বলে বিশ্বাস করে বাস্তবতা যেটাই বলুক না কেন তারা তাদের অন্ধ-বিশ্বাস এবং তাদের কুসংস্কারের জাল থেকে বেরিয়ে আসতে চায়না বা পারে না l ফলে তারা বিজ্ঞানকে মিথ্যে বলে মনে করে এবং এর বিরুদ্ধে অবিশ্বাস জ্ঞাপন  করে l তারা ধরেই নেয় তাদের ধর্ম কখনো মিথ্যে হতে পারে না l আর তাই যখন কোন বৈজ্ঞানিক তত্ত্ব ধর্মের বিরুদ্ধে যায় তখন অন্ধ আস্তিকগুলো এটা মেনে নিতে পারে না এবং তারা এটাকে মেনে নেয়ও না l সত্যি জেনেও তারা এটা মেনে নেয় না l
মুসলমান এবং খ্রিস্টান (এবং ইহুদি) এই ধর্মের ধার্মিকগুলো বিবর্তনবাদ সত্যি জেনেও তারা এই তত্ত্বটিকে মেনে নেয়নি l যেখানে সব বিজ্ঞানী এবং সারা পৃথিবীর সবাই এই সত্যটি মেনে নিয়েছে তবুও তারা এই প্রতিষ্ঠিত এবং প্রমানিত সত্যটিকে মেনে নিতে পারছে না l
আর কিছু সুবিধাবাদী আস্তিক বিজ্ঞানের সমালোচনা এবং বিজ্ঞানকে ভুল ভাবে উপস্থাপন করে তাদের ধর্মকে টিকিয়ে রেখে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে তারা বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে সমাজে এই লোকগুলোকেই মানুষ গুরুত্বের সাথে দেখে এবং বিজ্ঞানের প্রতিষ্ঠিত এবং প্রমানিত সত্যকে মিথ্যে বলেই বিশ্বাস করে প্রতারিত হয় l
খ্রিষ্টানদের অনেকে বিবর্তনবাদ মেনে নিয়েছে এর পক্ষে অকাট্য যুক্তি প্রমানের প্রেক্ষিতে কিন্তু অনেক খ্রিষ্টান এখনও পর্যন্ত তাদের অন্ধবিশ্বাসের কারণে বাস্তব সত্যটিকে মেনে নিতে পারছে না l এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে l
আবার মুসলমানদের সিংহভাগ আস্তিক বিবর্তনকে মিথ্যে বলে বিশ্বাস করে শুধুমাত্র তাদের ধর্মের বিরুদ্ধে গিয়েছে বলে l কিন্তু বিজ্ঞান বিবর্তনবাদের পক্ষে হাজার হাজার প্রমান উপস্থাপন করেছে ফলে পৃথিবীর সব মানুষ বিবর্তনবাদকে সত্যি হিসেবে মেনে নিয়েছে কিন্তু  মুসলিম আস্তিকগুলো তাদের অন্ধবিশ্বাসের কারণে সত্যকে মেনে নিতে পারছে না l কিন্তু তাতে বিবর্তনবাদ যে প্রতিষ্ঠিত সত্য এই সত্যিটা মিথ্যে হয়ে যাচ্ছে না l
বিবর্তনবাদ সারা পৃথিবীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে l কিন্তু তারপরেও মুসলমান আস্তিকদের বিবর্তনের বিরুদ্ধে অপপ্রচার থেমে থাকছে না আবার এই অপপ্রচারে বিশ্বাসীদের সংখ্যাও কম নয় l তারা অধিকাংশই বিজ্ঞান এবং বিজ্ঞানের তত্ত্ব সম্পর্কে কোন জ্ঞান রাখে না l আর যারা রাখে তারা অন্ধবিশ্বাসের কারণে সত্যিটা না মেনে মিথ্যেটাকেই মেনে নিচ্ছে l আর এজন্যই মুসলমানরা বিবর্তনবাদ সত্যি নয়, এই মিথ্যেটাকে অন্ধভাবে বিশ্বাস করছে যদিও হাজার হাজার প্রমান বিজ্ঞানীরা করে ফেলেছে বিবর্তনবাদের পক্ষে (যেমন বিভিন্ন ফসিল ডিএনএ টেস্ট প্রভৃতি) l
কিন্তু তবুও মুসলমান এবং খ্রিষ্টান অন্ধ আস্তিকগুলো বিবর্তনবাদের বিরুদ্ধে মিথ্যে কথা রটিয়ে বেড়াচ্ছে l

যেখানে পৃথিবীর প্রায় সব জ্ঞানী মানুষগুলো বিগ ব্যাং এবং বিবর্তন নিয়ে চিন্তা ভাবনা করছে এবং মহাবিশ্বের অপর প্রান্তে কি আছে সেটা নিয়ে চিন্তা করছে; সেখানে এই অন্ধ-আস্তিকগুলো পড়ে আছে প্রাচীন কালের কাল্পনিক ধ্যান ধারণা নিয়ে l
বিশ্ব এগিয়ে চলেছে মানুষ সৃষ্টিকর্তার প্রাচীন ধারনাকে জাদুঘরে পাঠিয়ে দিয়ে মহাবিশ্বের অজানা রহস্য উদঘাটনে উত্সাহী হচ্ছে মানব সভ্যতাকে মহাবিশ্বের শাসক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে ঠিক সেই সময়টাতেই এক দল আস্তিক মানুষের প্রাচীন কালের তৈরী করা কাল্পনিক ধ্যান ধারণাগুলোকে আকড়ে ধরে বসে আছে তারা প্রাচীন কালেই থেকে গেছে l যারাও একটু জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে তারাও সেই কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছে না l
ফলে এরা আধুনিক যুগে বাস করছে কিন্তু মন মানষিকতায় প্রাচীন থেকে যাচ্ছে এরা বিজ্ঞানকে অস্বীকার করছে কোন ভিত্তিতে সেটা ভেবে দেখছে না l বিজ্ঞানের উন্নতি এবং সৃষ্টিকর্তার অনুপস্থিতিতেও তারা সৃষ্টিকর্তা নামের মিথ্যে অস্তিত্বের উপর অন্ধ বিশ্বাস করে যাচ্ছে তারা থেকে যাচ্ছে প্রাচীন কালের জগতে l
আর সাম্প্রদায়িকতার সৃষ্টি হচ্ছে এই ধর্মান্ধ আস্তিকগুলোর প্রাচীন ধ্যান ধারণার কারনেই l  

মুসলমানরা যদি এখনি বিজ্ঞানের সত্যকে না মেনে নিয়ে প্রাচীন কালের ধ্যান ধারণা নিয়ে বসে থাকে তবে মানব সভ্যতা পিছিয়ে যাবে কয়েক শতাব্দী l আর তাই সব আস্তিকদের উচিত বিজ্ঞান জানা, এর সত্যকে জানা l এবং মিথ্যেকে বাদ দিয়ে সত্যকে মেনে নেয়া l


No comments:

Post a Comment