পৃথিবীতে যত ধর্ম আছে প্রায় সব ধর্মই দাবি করে যে তাদের ধর্ম গ্রন্থ পবিত্র l তাই তারা বলার সময় বলে থাকে পবিত্র অমুক গ্রন্থ l কিন্তু কোন ধর্ম গ্রন্থের কি পবিত্র হওয়া সম্ভব ?
আমার মতে সম্ভব নয় l
কারণ ধর্ম গ্রন্থ সেটা যে ধর্মেরই হোক সেটা তৈরী করতে দরকার হয়েছে কাগজের এবং কালির l এবং এগুলোকে বাধাই করার জন্য লেগেছে সুতা আঠা প্রভৃতি l
তাহলে গ্রন্থটিকে পবিত্র হতে হলে গ্রন্থ তৈরির উপাদান কে পবিত্র হতে হবে l কিন্তু যে কাগজ, কালী এবং অন্যান্য উপাদান ব্যবহার করা হয় কোন ধর্মগ্রন্থ তৈরী করতে সেগুলো পবিত্র কোন উপাদান থেকে তৈরী করা হয় না l কাগজ তৈরির বিভিন্ন উপাদান যেগুলো পবিত্র নাও হতে পারে l আবার কালী তৈরির বিভিন্ন উপাদান পবিত্র না হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে l তেমনি আঠা সুতা প্রভৃতিও তৈরির উপাদানও স্বাধারণত পবিত্র হয় না l সুতরাং কোন অপবিত্র বা অনিশ্চিত পবিত্র উপাদানের তৈরী কোন গ্রন্থকে পবিত্র বলাটাও যুক্তিযুক্ত নয় l যদি গ্রন্থটিকে পবিত্রই বলতে হয় তবে গ্রন্থ তৈরির উপাদানকে অবশ্যই পবিত্র উপাদান দিয়ে তৈরী করতে হবে l তবেই সেই গ্রন্থকে পবিত্র বলা যাবে l এক্ষেত্রে ধর্মগ্রন্থের পাশাপাশি আরোও অনেক গ্রন্থকেই পবিত্র বলা যাবে l
আবার পৃথিবীর সব ধর্মগ্রন্থই ভুল এবং মিথ্যে কথা বলেছে জগত সম্পর্কে l কোন ধর্মই সত্যি ভাবে বিশ্বজগত এবং মানব সভ্যতা সম্পর্কে সত্যি কথা বলেনি l অর্থাত ধর্ম গ্রন্থগুলো মিথ্যে কথা বলেছে l আর তাই কোন ধর্ম গ্রন্থই পবিত্র বা সত্য নয় l
আর তাই পৃথিবীর কোন ধর্মগ্রন্থই পবিত্র হবার যোগ্যতা রাখে না l সুতরাং পৃথিবীর কোন ধর্মগ্রন্থই পবিত্র নয় l
No comments:
Post a Comment