Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Saturday, September 27, 2014

এক যে ছিল স্রষ্টা l

এক যে ছিল স্রষ্টা l সে ছিল খুব ছোট l এবং সে ছিল খুব একা l তার তিন কুলে কেউ ছিল না l সে ছিল খুব দু:খি l একদিন কি মনে করে সে খেলতে বসলো এবং মাটি দিয়ে পুতুল বানাতে থাকলো l পুতুলগুলো ছিল খুব ছোট l আর তাই পুতুলগুলোকে রাখার জন্য ছোট ছোট মার্বেল মানালো যেগুলো ছিল পুতুলগুলোর চেয়ে অনেক বড় l এবং স্রষ্টা পুতুলগুলোকে কি মনে করে ফু দিল l ওমা ওকি, অমনি পুতুলগুলো জীবন্ত হয়ে উঠলো ! দেখেতো স্রষ্টার সেকি হাসি ! চট করে তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল ! সে পুতুলগুলোকে ওই মার্বেলের উপর ছেড়ে দিল l আর তারপর থেকেই সেই পুতুলগুলো ওই মার্বেলের উপর দিয়ে ছোটাছুটি করে বেড়ায়, মারামারি করে; খুনোখুনি করে ! এক পুতুল আরেক পুতুলকে কষ্ট দেয় l ছেলে পুতুলগুলো মিলে কোন এক অসহায় মেয়ে পুতুলকে ধর্ষণ করে, হত্যা করে l একদল পুতুল আরেক দল পুতুলকে আক্রমন করে এবং হত্যা করে l
আর এসব দেখে উপরে বসে থাকা সেই বাচ্চা স্রষ্টা সেকি হাসি ! হাসতে হাসতে তার পেটে খিল লেগে যায় l কিন্তু কোন পুতুলই স্রষ্টার সেই হাসি শুনতে পায় না এবং তাকে দেখতেও পায় না l কারণ সেই বাচ্চা স্রষ্টার কোন আকৃতি নেই; সে হচ্ছে সম্পূর্ণ নিরাকার !

1 comment:

  1. যদি ধরি স্রষ্টা আছে। তাহলে উদ্দেশ্য পৃথিবীতে পাঠানোর একটাই তাকে মানুষ তোমরা তাকে মজা দাও। .....

    ReplyDelete