Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Sunday, September 14, 2014

মানুষ কি দেখে, আল্লাহ কিভাবে স্তরে স্তরে আকাশগুলোকে সৃষ্টি করেছে ?

সুরা নুহ; আয়াত ১৫ :
"তোমরা লক্ষ করনি? আল্লাহ কিভাবে সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন ?"

কুরআনের এই আয়াতে আল্লাহ মানুষকে বলেছে - মানুষ কি দেখে না আল্লাহ কিভাবে স্তরে স্তরে আকাশগুলোকে সৃষ্টি করেছে ?

আমি কখনো আকাশকে স্তরে স্তরে দেখিনি ! মুমিন ভাইয়েরা কি দেখেছেন কখনো আকাশকে স্তরে স্তরে অর্থাত একটার উপর আরেকটা ?
আমার ধারণা পৃথিবীর কেউই দেখেনি ! দেখবে কি করে; কুরানে বর্ণিত আকাশের অস্তিত্ব এই বাস্তব জগতে নেই !
বলে কি সাতটা আকাশ ! তাও আবার শক্ত কঠিন পদার্থ দিয়ে তৈরী ! কেউ বলে বায়ুমন্ডলের সাত স্তর আবার কেউ বলে- না বিশ্বজগতের বাইরে হচ্ছে ১ম আকাশ যেটা শক্ত ও কঠিন ! আবার কুরআনের এই আয়াতে বলা হচ্ছে তোমরা কি দেখনা সাতটা আকাশ স্তরে স্তরে !
ওরেব্বাস ! একটা আকাশই আমরা দেখতে পাইনা (এমনকি নাসার বিজ্ঞানীরাও পায়না কুরআনের আকাশ !) সেখানে স্তরে স্তরে সাতটা আকাশ দেখার কথা বলা হচ্ছে !
তা মুমিন ভাইয়েরা কি দেখেছেন স্তরে স্তরে সাজানো আকাশ তাও আবার সাতটা ! দেখে থাকলে আমাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন প্লিজ ! (বিনা পয়সায় দেখবো না ! যা করচা হয় দিবো ! ভয় পাচ্ছেন কেন ?) !

বি: দ্র: মুমিন ভাইয়েরা চাইলে বলতে পারেন এখানে অমুক শব্দ ব্যবহার হয়েছে আর অমুকের অর্থ হচ্ছে তমুক ! তারপর অনুবাদকে বদলে দেবেন ! আমরা মুক্তমনারা কিছুই মনে করবোনা ! কথা দিচ্ছি ! আমরা তো মুক্তমনা তবে অনুবাদের ক্ষেত্রে কেন নয় !?

No comments:

Post a Comment