Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Monday, September 1, 2014

আস্তিকদের ভুল দাবি

আস্তিকরা বিশেষ করে মুসলমান আস্তিকরা একটা কথা প্রায়ই বলে থাকে যে তাদের ধর্মীয় গ্রন্থের মত কোন গ্রন্থ তৈরী করা সম্ভব নয় ! মুসলমানরা আরোও এক ধাপ এগিয়ে বলে তাদের ধর্মীয় গ্রন্থ কুরআন-এর অনুরূপ গ্রন্থ তৈরী করা সম্ভব নয় l
এর উত্তরে দুটি কথা বলা যায় :
১. কুরআন সহ পৃথিবীর যাবতীয় ধর্ম গ্রন্থের চেয়ে অনেক অনেক ভালো মানের গ্রন্থ মানুষ তৈরী করতে পারে এবং করেছে !
২. পৃথিবীর কোন লেখকের অনুরূপ কোন লেখা সম্ভব নয় !
যেমন - লালন, রবীন্দ্রনাথ, কাজী নজরুলের মত করে পৃথিবীর কেউ কোন কিছু রচনা করতে পারবে না ! এবং পৃথিবীর বিখ্যাত লেখকদের লেখার অনুরূপ লেখা কেউ লিখতে পারবে না ! এমনকি তাদের লেখা পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থের চেয়েও অনেক বেশি ভালো ও উন্নত মানের লেখা l
(জে.কে. রাউলীন-এর হেরি পটার হচ্ছে এর একটি প্রমান ! )
সুতরাং বোকা আস্তিকদেরই এই উদ্ভট দাবি করা সাজে যে 'আমাদের ধর্মীয় গ্রন্থের মত কোন গ্রন্থ লেখা সম্ভব নয় !"
প্রকৃত সত্য হচ্ছে পৃথিবীর মানুষ অনেক আগেই কুরআন ও অন্যন্য সব ধর্মীয় (যেমন-বাইবেল, বেদ) গ্রন্থের চেয়ে অনেক অনেক ভালো গ্রন্থ তৈরী করেছে !
দু:খের ব্যাপার হচ্ছে যারা সাহিত্য বোঝে না তারাই এমন উদ্ভট দাবি করে থাকে !

No comments:

Post a Comment