পর্ব ৭-এর পর থেকে
অনেক মুসলমান তারপরও বলে থাকে যে এই আয়াতগুলোতে ভুমিকম্পের কথা বলা হয়েছে এবং পাহাড়-পর্বতগুলোর জন্যই পৃথিবীতে ভূমিকম্প কম হয় l অর্থাত তারা বলতে চায় যে আল্লাহ পাহাড়-পর্বতগুলো স্থাপন করেছেন (পেরেকের মত বা খুটির মত গেথে দিয়েছেন l ৭৮:০৭ অনুযায়ী) এবং এর জন্যই ভূমি কম্প কম হয় l তা'না হলে আরো অনেক বেশি ভূমিকম্প হত l তাদের মতে ভূমিকম্প বিরোধী কাজ করে পাহাড়-পর্বতগুলো l
কিন্তু যদি আপনারা ওই আয়াত গুলো লক্ষ করেন তবে বুঝতে পারবেন যে সেখানে বলা হয়েছে পাহাড়-পর্বত না স্থাপন করা হলে পৃথিবী ঢলে পরতো বা ঝুকে পরতো অথবা কাত হয়ে পরতো l আবার বলা হয়েছে পাহাড়-পর্বত না স্থাপন করা হলে পৃথিবী কেপে উঠত বা আন্দোলিত হত অর্থাত ভূমিকম্প হত l তাহলে এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে পাহাড়-পর্বতগুলো থাকাতে পৃথিবী ঢলে পরছে না বা ঝুকে পরছে না অথবা কাত হয়ে পরছে না এবং এগুলো কেপে উঠছে না বা আন্দোলিত হচ্ছে না তথা ভূমিকম্প হচ্ছে না l কিন্তু আমরা জানি পাহাড়-পর্বত থাকার পরেও ভূমিকম্প কমে যায়নি l যেমন হবার কথা সেরকমই ভূমিকম্প হচ্ছে l বরং কোনো ক্ষেত্রে পাহাড়-পর্বতের জন্য ভূমিকম্প বেড়ে গেছে l
তারপরও তর্কের খাতিরে আপাতত ধরে নিলাম যে এখানে বলা হয়েছে ভুমিকম্পের কথাই l অর্থাত আল্লাহ পাহাড়-পর্বত স্থাপন করেছেন ভূমিকম্প রোধ করার জন্য l তাহলে কি তাদের দাবি অনুযায়ী আসলেই পাহাড় পর্বতগুলোর জন্য ভূমি কম্প হয় না নাকি অন্য কিছু ?
এখন আসুন কথাটা কত টুকু মিথ্যা সেটা প্রমান করি l
আমরা জানি যে ভুমিকম্পের ফলেই তৈরী হয় পাহাড়-পর্বতগুলো l অর্থাত পাহাড়-পর্বতগুলো হচ্ছে ভুমিকম্পের ফল l কখনই এটা সত্যি নয় যে পাহাড়-পর্বত স্থাপিত হয়েছে ভূমিকম্প প্রতিরুধের জন্য l বরং ভুমিকম্পের ফলেই তৈরী হচ্ছে পাহাড়-পর্বত l
আসুন দেখি বিজ্ঞানীরা কি বলে পাহাড়-পর্বতসমূহ তৈরির ব্যাপারে l
বিজ্ঞানীরা বলেন যে আমাদের এই পৃথিবী, এর অভ্যন্তরে অনেকগুলো প্লেট-এ বিভক্ত l এখন এই প্লেট গুলো মাঝে মাঝে এক জায়গা থেকে অন্য জায়গায় সড়ে যায় l ঠিক সেই সময় সেই প্লেটের উপরের পৃথিবী পৃষ্টে প্রচন্ড কম্পনের সৃষ্টি হয় l এই কম্পনকেই ভূমিকম্প বলা হয় l
এখন এই প্লেট গুলো যখন একটা সড়ে যায় তখন একটি প্লেট আরেকটা প্লেটের সাথে ধাক্কা খায় এবং মাঝে মাঝে একটি প্লেট আরেকটি প্লেটের উপরে উঠে পড়ে l আর সেই উপরের প্লেটের অংশটি অনেক উচুতে উঠে যায় এবং তৈরী হয় পর্বতমালার l এই সময় ওই প্লেটটির পৃথিবীর উপরের পৃষ্টে প্রচন্ড ভূমিকম্পনের সৃষ্টি হয় l আর এই ভাবেই তৈরী হয় ভলকানো (volcano) পর্বতমালা l তাহলে এখানে লক্ষ করুন এই পৃথিবীর অভ্যন্তরীণ প্লেটগুলো সড়ে গিয়ে একটি আরেকটির উপর উঠে যাচ্ছে এবং ভূমিকম্পনের ফলে তৈরী হচ্ছে পর্বতমালার l তাহলে কখনই পাহাড় পর্বত ভূমিকম্পনের বিরুদ্ধে কাজ করলো না বরং পর্বতমালা তৈরী হবার সময়েই ভূমিকম্প হলো l এখানে পর্বতমালা তৈরী হওয়াই ভুমিকম্পের কারণ l
চিত্র :- ভুমিকম্পের
ফলে তৈরী হচ্ছে পাহাড় পর্বত l
আবার দুটি প্লেট পরস্পরের সাথে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে গেলে সেখানে তৈরী হয় পর্বতমালা l এবং সেই অঞ্চলে প্রচন্ড ভুমিকম্পের সৃষ্টি হয় l আর এভাবেই তৈরী হয় ফোল্ড পর্বতমালার (Fold Mountain) l তাহলে এখানেও দেখা যাচ্ছে যে পর্বতমালা তৈরী হওয়ার সময়েই ভূমিকম্প হচ্ছে l অর্থাত ভূমিকম্প হওয়ার কারণ এই পর্বতগুলো তৈরী হওয়া l
চিত্র :- দুটি
প্লেটের সংঘর্ষের ফলে তৈরী হচ্ছে পর্বত l
আবার কখনো কখনো কোনো জায়গায় কোনো প্লেটের কোনো অংশ ধ্বসে যায় এবং কিছু অংশ নিজে পড়ে যায় আর বাকি অংশ উপরে থেকে যায় l আর এভাবেই তৈরী হয় ফোল্ড পর্বতমালার (Block
Mountain) l এসময়ে ভু-পৃষ্ঠের সে অংশে ভূমিকম্পনের সৃষ্টি হয় l অর্থাত এখানেও ভুমিকম্পের কারণ পর্বত সৃষ্টি l
চিত্র :- ভূমি
ধ্বসে যেয়ে পর্বত সৃষ্টি হচ্ছে এবং এতে প্রবল ভূমিকম্প হচ্ছে l
চিত্র :- ভূমি
ধ্বসের ফলে তৈরী হচ্ছে পাহাড় ফলে প্রবল ভুমিকম্পের সৃষ্টি হচ্ছে l
আবার ভু-অভ্যন্তরের উত্তপ্ত লাভা ভু-পৃষ্টের উপরি অংশে (Crust কে) প্রচন্ড শক্তিতে উপরের দিকে চাপ দেয় l এবং এসময় সেখানে পর্বতের সৃষ্টি হয় l আর ভু-পৃষ্ট প্রচন্ডভাবে কেপে উঠে l অর্থাত এক্ষেত্রেও পর্বতমালা তৈরিই ভুমিকম্পের কারণ l
চিত্র :- ভু-অভ্যন্তরের
গলিত তরল লাভার প্রচন্ড ধাক্কায় তৈরী হচ্ছে পর্বত l
চিত্র :- উত্তপ্ত
মেন্টল(Mantle)-এর প্রচন্ড ধাক্কায় তৈরী হচ্ছে পর্বত l
সুতরাং পাহাড়-পর্বত ভূমিকম্প রোধ করছে না বরং এই পাহাড়-পর্বত তৈরির ফলেই ভূমিকম্প হচ্ছে l অর্থাত পাহাড়-পর্বত তৈরিই ভুমিকম্পের কারণ l
আবার কোনো স্থানে পাহাড় পর্বত থাকলেই সেখানে ভূমি কম্প থেমে থাকছে না l কোথাও কোথাও এই পর্বত্গুলোর জন্যই বেশি বেশি ভূমিকম্প হচ্ছে l যেমন জাপান একটি দেশ যেখানে অনেক পর্বতমালা আছে l কিন্তু তবুও সেখানে কয়েকদিন পরপরই ভূমিকম্প হয় l
সেরকম পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে পাহাড়-পর্বত থাকার পরও সমানে ভূমিকম্প হচ্ছে l
আর তাই এটা ঠিক নয় যে পাহাড়-পর্বত থাকলে ভূমিকম্প হয়না l অথবা পাহাড়-পর্বত ভূমিকম্প বন্ধ করে বা কমায় l
তাই এই আয়াতগুলোতে যদি বলা হয় যে এখানে গোলক আকার পৃথিবীর ভুমিকম্পের কথা বলা হয়েছে সেটা পুরোপুরি ভুল l বরং এখানে সমতল পৃথিবীর কথা বলা হয়েছে যেখানে সমতল পৃথিবী শুন্যে ভেসে থাকার সময় এর অভ্যন্তরীণ জীব-জন্তু নিয়ে কোনো এক দিকে ঢলে বা ঝুকে অথবা কাত হয়ে যেন না পড়ে যায় সেজন্য আল্লাহ পৃথিবীতে পাহাড়-পর্বত স্থাপন করে (পেরেকের মত) পৃথিবীকে স্থির করেছেন
যেন এটি কোনো দিকে ঢলে বা ঝুকে না পড়ে অথবা কাত হয়ে না পড়ে l আবার যেন এই সমতল পৃথিবী নড়েচড়ে বা আন্দোলিত হয়ে না উঠে, সেজন্য (ভারসাম্যের জন্য) আল্লাহ পৃথিবীতে পাহাড়-পর্বত স্থাপন করেছেন (পেরেকের মত গেথে বা গেড়ে দিয়ে) l
এখানে উল্লেখ্য যে পাহাড়-পর্বত পেরেকের মত বা তাবুর খুটির মত গেথে বা গেড়ে, এরকম ভাবে নেই l বরং এগুলি ভু-অভ্যন্তর থেকে উপরের দিকে উঠে গেছে l আর এগুলো নিচের অংশও মাটির নিচে শিকড়ের(Root) মত নেই l কোনটি নিচেন দিকে গরম লাভা যেটা উপরে উঠে আসে l আবার কোনটির সমস্ত প্লেটটির সাথে সংযুক্ত যেটা মোটেও শিকর বা root -এর মত নয় l
সুতরাং এই আয়াতগুলো দিয়ে সম্পূর্ণ সমতল পৃথিবীর কথা বলা হয়েছে l
সুতরাং পৃথিবী সম্পূর্ণ রূপে সমতল l
(চলবে....)
(বি.দ্র.: লেখাটি এমকেএ আহমেদ রচিত
"কোরআনের বর্ণনায় সমতল পৃথিবী- ১ম খন্ড" থেকে ধারাবাহিক ভাবে নেওয়া হচ্ছে।)
No comments:
Post a Comment