Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Friday, October 31, 2014

কুরআন আল্লাহর বাণী নয়; কুরআন মুহাম্মদের বাণী (পর্ব ২) l কুরআন সংরক্ষনের কথা দিয়েও কুরআন সংরক্ষনে অক্ষম কুরআনের লেখক ।


কুরআনের বাণী চিরন্তন নয় বরং এটি পরিবর্তনশীল l আজ কুরআনের যে অর্থ করা হয় একশো বছর আগে ঠিক সে রকম অর্থ করা হতো না l এবং একশো বছর পরেও এটির অর্থ (বাণী) পরিবর্তিত হয়ে যাবে l মুহাম্মদ কুরআন তৈরী করার সময় কুরআনের যে অর্থ ছিল বর্তমান কুরআনের অর্থ অনেক বদলে গেছে l অর্থাত কুরআনের বাণী বা কথা সর্বদাই পরিবর্তনশীল l 
কিন্তু মুসলমানদের সৃষ্টির জনক আল্লাহ কুরানে বলেছে,
" আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং আমিই এর সংরক্ষণকারী l " (সুরা হিজর; আয়াত ৯)

অর্থাত স্বয়ং আল্লাহ কুরআনকে বিকৃতির হাত থেকে রক্ষা করবে l কিন্তু কুরআনের বাণী বা অর্থ যেভাবে দিনে দিনে পরিবর্তিত হয়েছে এবং হচ্ছে তাতে আল্লাহ কুরআন সংরক্ষণে সম্পূর্ণ ব্যর্থ l

আবার কুরআনে সুরা কাহফ-এর ২৭ নাম্বার আয়াতে বলা হয়েছে;
"তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট তোমার প্রতিপালকের কিতাব আবৃত্তি কর; তার বাক্য পরিবর্তন করার কেউই নেই; তুমি কখনই তাকে ব্যতিত অন্য কোন আশ্রয় পাবে না l "
উক্ত আয়াতে বলা হচ্ছে আল্লাহর বাণীর পরিবর্তন করার কেউ নেই l  অর্থাত কোন মানুষ আল্লাহর বাণী পরিবর্তন করতে পারবে না l


যদি কোন গ্রন্থ লেখা হয়ে যায় তবে সেই গ্রন্থের লেখাগুলো কেউ পরিবর্তন করতে পারে না শুধুমাত্র লেখক চাইলে নতুন করে বাক্য পরিবর্তন করতে পারে l
কেউ চাইলেই রবীন্দ্রনাথের লেখা বিকৃত করতে পারবে না l অথবা শেক্সপিয়ার-এর কোন নাটক পরিবর্তন করতে পারবে না l কারণ এগুলো বই আকারে লেখা হয়ে গেছে l এবং অনেকগুলো বই ভিন্ন ভিন্ন মানুষের কাছে পৌছে গেছে l
ঠিক তেমনি পৃথিবীর ধর্ম গ্রন্থগুলো একবার গ্রন্থ আকারে লেখা হয়ে গেলে সেগুলো (লেখাগুলো) পরিবর্তন বা বিকৃতি করা যায় না l কিন্তু লেখাগুলোর অর্থ বা বাণী কালে কালে পরিবর্তন হতে পারে l
 কুরআন সংকলন করে ইসলামের তৃতীয় খলিফা উসমান l এবং এর খন্ড খন্ড অংশ পুড়িয়ে ফেলে দেয় বা ধ্বংস করে দেয় l এরপর থেকে উসমানের সংকলিত গ্রন্থ অবিকৃত অবস্থায় আছে বর্তমান পর্যন্ত l কারণ উসমানের সময়ে কুরআন গ্রন্থাকারে লিপিবদ্ধ হবার পর এটি আর বিকৃত হওয়া সম্ভব ছিল না l ফলে আজকের পৃথিবীতে যে কুরআন আমরা দেখতে পাই সেটা উসমান কর্তৃক সংকলিত l
(বি:দ্র:- কুরআনে আল্লাহ বলেছিল কুরআন সেই নাজিল করেছে এবং সেই একে সংরক্ষণ করবে l কিন্তু উসমান যদি কুরআন সংকলন না করতো তবে কুরআন বিকৃতই থেকে যেত l কারণ উসমানের সময়ে কুরআন বিকৃত হয়ে গিয়েছিল এবং উসমানকে সেই বিকৃত কুরআন আবার নতুন করে পরিমার্জিত করে বা শুদ্ধ করে গ্রন্থাকারে প্রকাশ করতে হয়েছিল l ফলে আল্লাহর দেয়া কথা (কুরআন সংরক্ষণের) আল্লাহ রাখতে পারেনি l মানুষকেই কুরআন সংকলন এবং কুরআন সংরক্ষণ করতে হয়েছে l )

ফলে কেউ কুরআনের লেখা পরিবর্তন করতে পারবে না l কিন্তু কেউ যদি চায় তবে এর অর্থ পরিবর্তন করতে পারবে l অথবা কেউ চাইলেই কুরআনের অনেক আগের অর্থ (অর্থাত বাণী) পরিবর্তন করে নতুন কোন অর্থ করতে পারবে l
কুরআনে আল্লাহ কিছু কথা বলেছে, যে কথা গুলো জিব্রাইল মুহাম্মদের কাছে নিয়ে এসেছে l এবং আরবি ভাষায় সেটা মুহাম্মদের কাছে ব্যক্ত করেছে l এবং মুহাম্মদ আল্লাহর সেই কথা বা বাণী মানুষের কাছে প্রকাশ করেছে l
এখন যদি কুরআনের উল্লেখিত লেখার অর্থ বা বাণী পরিবর্তন করা হয় তবে আল্লাহ যে বানীগুলো বা কথাগুলো মুহাম্মদকে বলেছে সেগুলো পরিবর্তিত হয়ে যাবে বা বিকৃত হয়ে যাবে l
এখানে লক্ষনীয় বিষয় হচ্ছে, আল্লাহ যে আয়াতগুলো মুহাম্মদের কাছে পাঠিয়েছে এবং সেগুলো কুরআনে লেখা হয়েছে সেই লেখাগুলো অপরিবর্তিত থাকবে কিন্তু এর অর্থ বা বাণী পরিবর্তিত হয়ে যাবে বা বিকৃত হয়ে যাবে l

কুরআনের অর্থ বা বাণী কি এখনো সেই আগের মতই আছে যে অর্থ (বাণী) মুহাম্মদের উপর নাজিল হয়েছিল ?
কুরআনের কিছু কিছু আয়াতের অর্থ বা অনুবাদ আগে যেটা ছিল সেটা নতুন করে অনুবাদের সময় এর অর্থ পরিবর্তন করা হয়েছে l যেমন:-
সুরা যারিয়াত-এর ৪৭ নাম্বার আয়াতের অনুবাদ বা অর্থ করা হতো এভাবে;
"আমি আকাশ নির্মান করেছি আমার (নিজ) হাতে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী l "
অথবা
With power and skill did We construct the Firmament: for it is We Who create
the vastness of pace.
অর্থাত আল্লাহ আকাশ নির্মান করেছে এবং আল্লাহ একে সম্প্রসারণ করেছে l এখানে সম্প্রসারণ করেছে মানে হচ্ছে আকাশকে বিস্তৃত করেছে অর্থাত এখানে আকাশের বিশালতার কথা বলা হয়েছে l
কিন্তু বর্তমানে এই আয়াতের অর্থ করা হয় এভাবে,
আল্লাহ আকাশ নির্মান করেছে নিজ ক্ষমতা বলে এবং তৈরী করেছেন সম্প্রসারিত মহাবিশ্ব l” 

কেন এই বিকৃতি বা অর্থের পরিবর্তন ? কারণ হচ্ছে মানুষ আগে জানতো আকাশ স্থির অর্থাত মহাবিশ্ব স্থির l আর তাই তখন উক্ত আয়াতের অর্থ করা হয়েছে বিস্তৃত মহাবিশ্ব l কিন্তু যখন দেখা গেল মহাবিশ্ব স্থির নয় বরং এটি প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে তখন ওই আয়াতের অর্থ পরিবর্তন করে করা হলো সম্প্রসারনশীল মহাবিশ্ব l অর্থাত আল্লাহ যে বাণী মুহাম্মদকে পাঠিয়েছে যে "আল্লাহ আকাশ নির্মান করেছে এবং একে সম্প্রসারিত করেছে বা বিস্তৃত করেছে" সেই অর্থ পরিবর্তন করে করা হচ্ছে "আল্লাহ আকাশ নির্মান করেছে এবং তৈরী করেছে সম্প্রসারনশীল মহাবিশ্ব" l
আর এই অর্থের পরিবর্তন বা বিকৃতির উদ্দেশ্য হচ্ছে মানুষকে বুঝানো যে, এটা আল্লাহর বাণী; আর তাই আধুনিক বিজ্ঞানের সাথে এর মিল আছে l
কিন্তু এই অর্থ বিকৃতিতে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, কুরআনের লেখাগুলো অবিকৃত অবস্থায় থাকলেও এর অর্থ বা বাণী পরিবর্তনশীল l অর্থাত কুরআনের বাণী আল্লাহ সংরক্ষণ করতে সম্পূর্ণ ব্যর্থ l

কুরআনের বিকৃতির আরো কিছু উদাহরণ তুলে ধরা হচ্ছে :-
সুরা আলাক, আয়াত ২
(আল্লাহ) সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে l
Created man, out of a [mere] clot of congealed blood .
 অর্থাত আল্লাহ মানুষকে জমাট বাধা রক্ত থেকে সৃষ্টি করেছে l
কুরআনের এই অর্থ করার কারণ হচ্ছে মানুষ আগে ভাবতো মানুষ জন্ম নেয় জমাট বাধা রক্তপিণ্ড থেকে l আর তাই মুহাম্মদের সময় থেকে বিংশ শতাব্দী পর্যন্ত কুরআনের উক্ত আয়াতের এই অর্থ করা হতো l কিন্তু যখন মানুষ আবিষ্কার করলো যে, মানুষের জন্ম জমাট বাধা রক্ত থেকে হয় না বরং শুক্রানু ও ডিম্বানুর নিষেকের ফলে মানুষ জন্ম লাভ করে, ঠিক তারপর থেকে এই আয়াতের অর্থ করা শুরু হলো এভাবে,
সৃষ্টি করেছেন মানুষকে (আলাকা) জোকের মত পদার্থ থেকে l
এবং তারা যুক্তি দেখাতে থাকে যে নিষিক্ত হবার পর মানব ভ্রনকে জোকের মতই দেখায় l
অর্থাত আধুনিক বিজ্ঞানের সাথে মিল দেখাতে যেয়ে কুরআনের অর্থের পরিবর্তন (বিকৃতি) করে ফেলা হয়েছে l

সুরা নাযিআত, আয়াত ৩০
"এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন l "
And the earth, moreover, hath He extended [to a wide expanse];
অর্থাত আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন l
এই আয়াতের অর্থ পরিবর্তিত করে বর্তমানে এর অর্থ করা হয়েছে এরকম,
"এবং এরপর পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতির l "
উক্ত আয়াতের এই বিকৃতির কারণ হচ্ছে আগে মানুষ ভাবতো পৃথিবী সমতল l আর কুরআনে পৃথিবীকে বিভিন্ন আয়াতে বারবার বলা হয়েছে পৃথিবী হচ্ছে সমতলে বিস্তৃত l
কিন্তু মানুষ যখন আবিষ্কার করে ফেলেছে যে পৃথিবী সমতল নয় বরং গোলকাকার (বা গোলাকার) এবং কুরআন বলছে পৃথিবী সমতল ফলে মানুষ জেনে যাচ্ছে কুরআন আল্লাহর বাণী নয় l আর তাই এই অভিযোগ থেকে বাচতে এবং কুরআন আল্লাহর বাণী প্রমান করতে কুরআনের উক্ত আয়াতের অর্থ পরিবর্তন করে বলা হচ্ছে পৃথিবী ডিম্বাকৃতির l ( কিন্তু পৃথিবী আসলে ডিম্বাকৃতির নয় l পৃথিবী প্রায় সুষম গোলক আকৃতির l )
ফলে কুরআনের বাণী যেটা আল্লাহ মুহাম্মদের কাছে নাজিল করা হয়েছিল সেই অর্থ পরিবর্তিত হয়ে গেছে বা বিকৃতি হয়ে গেছে কিন্তু আল্লাহ তার ওয়াদা রাখতে পারছে না l

সুরা ফুরকান, আয়াত ৬১
"কত মহান তিনি যিনি আকাশে সৃষ্টি করেছেন বড় বড় তারকাপুঞ্জ এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ (সূর্য) ও জোতির্ময় চন্দ্র l "
Blessed is He Who made constellations in the skies, and placed therein a
Lamp and a Moon giving light;
অর্থাত আল্লাহ তারকা সৃষ্টি করেছে এবং আকাশে প্রদীপ রূপে সূর্যকে স্থাপন করেছে এবং আলো প্রদানকারী চাদকে রেখেছে l
অর্থাত চাদের নিজস্ব আলো আছে এবং এটি আলো প্রদান করে l
কিন্তু মানুষ এখন জানে যে চাদের নিজের কোন আলো নেই l চাদ সূর্যের আলো প্রতিফলিত করে l কিন্তু আগে বিশেষ করে মুহাম্মদের সময়ে মানুষ জানতো না যে চাদের কোন নিজস্ব আলো নেই l আর তাই কুরআনেও বলা হয়েছে চাদের নিজস্ব আলো আছে l চাদকে কুরআনে নুর বলা হয়েছে l আর আমরা বাঙালিরাও জানি যে নুর মানে আলো l অর্থাত চাদের নিজস্ব আলোর কথাই কুরআনে বলা হয়েছে l
কিন্তু বর্তমানে নুর এর অর্থ পরিবর্তন করে বলা হচ্ছে নুর মানে প্রতিফলিত আলো l এবং উক্ত আয়াতের অর্থ পরিবর্তিত করে নতুন অর্থ করা হয়েছে এভাবে,
"কত মহান তিনি যিনি আকাশে তারকাপুঞ্জ সৃষ্টি করেছেন এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ (সূর্য) ও চন্দ্র যার আছে ধার বা ঋণ করা আলো l "
কেন এই অর্থের পরিবর্তন বা বিকৃতি করণ সেটা বুঝা খুব সহজ l বিজ্ঞানের সাথে কুরআনকে মিল দেখাতেই কুরআনেই এই বিকৃতি করা হয়েছে l
ফলে এটা প্রমানিত হয়েছে যে কুরআনে আল্লাহ যে ওয়াদা করেছে কুরআন রক্ষা করার এবং এর বাণী অপরিবর্তনীয় রাখার সেটি মিথ্যে বলে প্রমানিত হয়েছে l

কুরআনের এরকম অনেক আয়াতের অর্থ পরিবর্তন করে নতুন অর্থ করা হয়েছে l অর্থাত আল্লাহর বাণী যেটা মুহাম্মদের উপর নাজিল হয়েছিল সেটা পরিবর্তিত হয়ে গেছে বা বিকৃতি হয়ে গেছে l (শুধু অক্ষরগুলো অবিকৃত আছে কিন্তু বানীগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে ) l  আল্লাহ বলেছিল সে নিজেই কুরআনকে সংরক্ষণ করবে এবং কুরআনের বাক্য কেউ পরিবর্তন করতে পারবে না l কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন l কুরআন মুহাম্মদের মৃত্যুর পরেই বিকৃতি হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ একে সংরক্ষণ করেনি l বরং মানুষ কুরআনকে সংকলন ও সংরক্ষণ করেছে l এবং বর্তমানে কুরআনের যে অর্থের পরিবর্তন বা বিকৃতিকরণ সেটাও রোধ করতে মহান আল্লাহ সম্পূর্ণ ব্যর্থ l

আর তাই খুব সহজেই বুঝতে কারো বাকি থাকে না যে কুরআন আল্লাহ অর্থাত কোন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা দ্বারা রচিত হয়নি বরং এটি একজন মানুষের দ্বারাই রচিত হয়েছে l

1 comment:

  1. ভাই ভিডিওটা দেখেন
    https://youtu.be/dCDuAGtK8Zc
    এই ভিডিও টা তে আপনি সম্পূর্ণ ভুল ভেঙে যাবে

    ReplyDelete