Translate

Search This Blog

বিশেষ সতর্কবার্তাঃ

এই ব্লগটি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, মুক্তমনা এবং স্বাধীনচেতা মানুষদের জন্য। যারা যেকোন বিষয়ের সমালোচনা সহ্য করার মত ক্ষমতা রাখে। যদি কোন ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিক এই ব্লগটিতে আসে তবে তার ধর্মানুভূতি নামের অদ্ভূত দূর্বল অনিভূতি আঘাতপ্রাপ্ত হলে ব্লগ লেখক দায়ী থাকবে না। ধার্মিক, গোড়া ধার্মিক আস্তিকদের নিজ দায়িত্বে তাদের দূর্বল ধর্মানুভূতিকে সংরক্ষনের দায়িত্ব নিতে হবে। কারো ধর্মানুভূতি নামের অযৌক্তিক অনুভূতি আহত হবার জন্য কোন ক্রমেই ব্লগার বা লেখককে দায়ী করা যাবে না। যদি কোন অতি দুর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগে ভূল করে ঢুকে পরেন এবং তিনি তার অনুভূতিকে দূর্বল ভাবেন অর্থাৎ যিনি তার ধর্মের উপযুক্ত সমালোচনা সহ্য করতে অপারগ, তাকে বিনীত ভাবে এই ব্লগটি থেকে প্রস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর পরেও যদি কোন দূর্বল ধর্মানুভূতি সম্পন্ন ব্যাক্তি এই ব্লগটিতে ঘুরাফেরা করেন এবং তার ফলে তার দূর্বল ধর্মানুভূতিতে আঘাত প্রাপ্ত হন তবে কোন ক্রমেই এবং কোন ক্রমেই ব্লগের মালিক, 'আমি নাস্তিক' দায়ী থাকবে না।

Sunday, November 9, 2014

আল্লাহ সত্যিই অজ্ঞতায় মুহাম্মদকেও হার মানায় ! (পর্ব ১)


আল্লাহ কোরআনে বলেছে,
সুরা শামস, আয়াত ৩ ও ৪ :
"শপথ দিবসের, যখন তা' (সূর্যকে) প্রকাশ করে, "
"শপথ রজনীর, যখন তা' সূর্যকে ঢেকে দেয়, "
এই আয়াত দুটোতে আল্লাহ বলছে দিবস বা দিন সূর্যকে প্রকাশ করে আর রজনী বা রাত সূর্যকে ঢেকে দেয়
কতটা কম জ্ঞানের অধিকারী হলে কেও এরকম ছেলেমানুষী কথা বলবে সেটা কুরআন না পড়লে বিশ্বাস হবে না ! দিন নাকী সূর্যকে প্রকাশ করে আর রাত নাকী সূর্যকে ঢেকে দেয় ! এর চেয়ে হাস্যকর কথা আর হতে পারে না ! আল্লাহ কতটা অজ্ঞতা সম্পন্ন প্রাণী সেটা এই আয়াত পড়লেই বোঝা যায় !


সূর্য আলো দেয় আর সেই আলো পৃথিবীতে এসে পড়ে ফলে দিনের সৃষ্টি হয় বা আমরা দিন পাই এখানে দিন হবার কারণ হচ্ছে সূর্য আর আল্লাহ বলছে দিনই নাকী সূর্যকে প্রকাশ করে মানুষের কাছে আল্লাহ জানেই না দিনের সৃষ্টিকর্তা হচ্ছে সূর্য সূর্য না থাকলে দিনের অস্তিত্বই থাকতো না আর তাই দিনের পক্ষে সম্ভব নয় সূর্যকে প্রকাশ করার কারন সূর্যের জন্যই দিনের সৃষ্টি এই স্বাধারণ তথ্যটাই আল্লাহর জানা নেই
আবার রাত হচ্ছে দিনের অনুপস্থিতি সূর্য অনুপস্থিত থাকে বলে রাত হয় সত্যি বলতে কি, রাতের কোন বাস্তব অস্তিত্বই নেই সূর্যের আলো অনুপস্থিত থাকে বলে প্রাণীর মস্তিষ্ক সবকিছুকে অন্ধকার অবস্থায় দেখায়, ফলে মানুষ রাত দেখতে পায় সূর্য অনুপস্থিত অর্থাত সূর্যের আলো অনুপস্থিত থাকাটাই হচ্ছে রাত আর তাই রাতের পক্ষে সম্ভব নয় সূর্যকে ঢেকে দেয়া
কারণ:-
১. সূর্য অনুপস্থিত থাকে বলে (আসলে সূর্যের আলো আসেনা এজন্য) রাত হয় ফলে রাতের পক্ষে সূর্যকে ঢেকে দেয়া সম্ভব নয়
২. রাতের কোন বাস্তব অস্তিত্বই নেই; আর তাই কোন অস্তিত্বহীন কিছু অন্য কোন কিছুকেই ঢেকে দিতে পারে না
বি.দ্র.: আলোর অনুপস্থিতি হচ্ছে অন্ধকার আর দিনের অনুপস্থিতি হচ্ছে রাত রাতের কোন বাস্তব অস্তিত্ব নেই আলোর অনুপস্থিতির জন্য মস্তিষ্কে যে বিপরীত প্রতিক্রিয়া ফুটে উঠে সেটাই আমাদের কাছে অন্ধকার রাত হিসেবে দেখা দেয় এখানে অন্ধকার বা রাতের নিজস্ব বা বাস্তব কোন অস্তিত্ব নেই; এটা শুধুই মস্তিষ্কের আলোর অনুপস্থিতি জনিত একটা প্রতিক্রিয়া মাত্র

কিন্তু মূর্খ বা অজ্ঞ আল্লাহ জানেই না দিনে কেন সূর্যকে দেখা যায় কিন্তু রাতে দেখা যায় না সে ভেবেছে দিনের জন্যই সূর্যকে দেখা য়ায় এখানে সূর্যের কোন ভুমিকা নেই আর রাত বলে সত্যিই কিছু একটা আছে যেটা সূর্যকে ঢেকে দিতে পারে কিন্তু রাত দিন যে সূর্যের কারণেই হয় এই স্বাধারণ তথ্যটাও আল্লাহ জানতো না আল্লাহ এতটাই মুর্খ আর অজ্ঞ আসলে আল্লাহ অজ্ঞতায় মুহাম্মদের মতই কারণ মুহাম্মদ নিজেই আল্লাহ

No comments:

Post a Comment